গ্রাফিক্স ডিজাইন ও অনলাইন আয় -পর্ব ১

আসসালামুআলাইকুম। আশা রাখি ভাল আছেন সবাই। বাংলা টেক ব্লগের মধ্যমনি টেকটিউনসে টিউন করার শত ইচ্ছা থাকা সত্বেও এতদিন টিউন করতে পারিনি। এখন সুযোগ এসেছে টিউন করার। ইনশাল্লাহ এখন থেকে গ্রাফিক্সের উপর টিউন করবো। গ্রাফিক্স ডিজাইনের উপর শুরু থেকে শুরু পর্যন্ত নিয়মিত লেখার চেষ্টা করবো। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, চোখ রাখুন টিটিতে আমার লেখায়...........

প্রথম পর্ব: চোখ-কান খোলা রাখলেই এখন চারদিকে গুঞ্জন শোনা যায় যে, ইন্টারনেটে কাড়ি কাড়ি টাকা কামানো যায়! আবার টাকা ইনকামের উপর পোস্টও দেখা যায়। তাহলে সত্যিই কি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়, তবে স্বপ্ন দেখার মত করে আয় করা যায় না, এখানে নিরলস শ্রম দিয়েই আয় করতে হয়। আর এজন্য নিজেকে সদা প্রস্তুত রাখা একান্ত প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা আপনি এগুবেন কোন পথে তা আপনাকেই বেছে নিতে হবে। ইন্টারনেটে আয়ের অনেক পথ থাকলেও প্রতারণার ফাঁদও নেহাত কম নয়। তাই পথ চলতে হবে বুঝে শুনে। আর আপনার পথ আপনাকেই বেছে নিতে হবে। প্রমথ চৌধুরীর সেই বানী ‘মানুষের মনের দাবি পূরণ না করলে আত্মা বাঁচে না”। 😆  এখানেও ঠিক তেমন। আপনার ওয়েব ডেভেলপের কাজ ভাল লাগে না গ্রাফিক্স ভাল লাগে, তাহলে গ্রাফিক্স শিখেই মাঠে নামা উচিত।

কাজ জানলে ঘরে বসেই একজন মাসে আয় করতে পারবেন ১০ হাজার থেকে লাখ টাকা। আমি কাউকে আয় করে দিতে পারবো না তবে আয়ের পথ দেখিয়ে দিতে পারবো। গ্রাফিক্স শেখানো থেকে শুরু করে ইনকামের সঠিক উপায় দেখানোর চেস্টা করবো।  আর যারা রাতারাতি ‘ঘরে বসে বড়লোক’ হওয়ার ধান্দায় আছেন তারা সময় নষ্ট করে আমার লেখা পড়া থেকে বিরত থাকুন।  তাই আবারো বলছি আগে কাজ শিখুন তারপর কাড়ি কাড়ি টাকা আয় করার স্বপ্ন দেখুন।

অনলাইনে বেশ কয়েকটি বিষয়ে দক্ষ লোকের অনেক বেশী মূল্য রয়েছে। এগুলো হলো- গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল এপস, নেটওয়ার্কিং অ্যান্ড ইনফরমেশান সিসটেম, এনিমেশন, এসইও।  এসবের মাঝে যাদের গ্রাফিক্সে ভবিষ্যত ক্যারিয়ার গড়তে চান তারা সঙে থাকুন। আর বাকিরা অন্য কোন নিজ পছন্দের টিউনারকে বেছে নিন। আজ এ পর্যন্তই... খোদা হাফেজ। 

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I want to stay with you.

I also want to stay with you.