আমরা জানি গ্রাফিক রিভারে বিভিন্ন প্রিন্ট ও ওয়েব এলিমেন্ট (যেমনঃ বিজনেস কার্ড, ওয়েব ব্যানার, ফেসবুক টাইমলাইন কভার ইত্যাদি) বিক্রি করে প্রচুর অর্থ উপাজন করা যায়।
গ্রাফিক রিভারে আয়ের পদ্ধতি জানতে এ ভিডিও্ টিউটোরিয়ালটি দেখতে পারেন। ফটোশপ এ্যাকশন তৈরি করেও গ্রাফিক রিভারে আয় করতে পারেন মাসে ২০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত। বিশ্বাস হচ্ছে না? নিচের লিংকে ক্লিক করে দেখুন-এ্যাকশনটি এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩৪০৬ বার। প্রাইস নির্ধারণ করা হয়েছে ৪ ডলার। অর্থাৎ, ৫০% ডিসকাউন্ট পেলে এ্যাকশনটির ডিজাইনার আয় করেছে প্রায় ৭০০০ ডলার মাত্র ১ টি এ্যাকশন বান্ডল তৈরি করে।
Item Link
http://graphicriver.net/item/engrave-photoshop-actions-kit/1438626?WT.oss_phrase=&WT.oss_rank=6&WT.z_author=dgbomb&WT.trending=trending&WT.ac=search_thumb
নিচের লিংকে ক্লিক করলে অথবা গ্রাফিক রিভারে Photoshop Action লিখে সার্চ দিলে বুঝতে পারবেন অধিকাংশ এ্যাকশন আইটেম ১০০ থেকে ৩০০০ বার পর্যন্ত বিক্রি হয়েছে।
Item Link
http://graphicriver.net/search?utf8=%E2%9C%93&term=photoshop+action
আপনি কি পারবেন?
হ্যাঁ, আপনি যদি ফটোশপ জানেন, প্রফেশনালি ডিজাইন করতে পারেন তাহলে চেষ্টা করলে আপনিও পারবেন।
ফটোশপ এ্যাকশন কি?
ফটোশপ এ্যাকশন ফটোশপেরই একটি ডিফল্ট কমান্ড, যা দিয়ে মাত্র ১টি ক্লিকেই ২ ঘন্টার কাজ চোখের নিমিষেই করে ফেলা যায়। এটি মূলতঃ ফটোশপের বিভিন্ন ইফেক্ট/কমান্ড প্রয়োগ করে ২/৩ ঘন্টা সময় নিয়ে (প্রিমিয়াম কোয়ালিটি এ্যাকশন তৈরির জন্য) ১টি এ্যাকশন তৈরি করা। ফলে পরবর্তীতে যে কোন সময় প্রয়োজনীয় স্থানে শুধুমাত্র ১ ক্লিকের কাজ। ফলাফল ২ ঘন্টার কাজ চোখের পলকে!!
ফটোশপ এ্যাকশন তৈরির উপর একটি প্রিমিয়াম কোয়ালিটির টিউটোরিয়াল পোষ্ট দিব শীঘ্রই যদি আপনারা চান। আপনাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম।
ভাল থাকবেন এ কামনায়-ফরিদ আহম্মেদ।
পূর্ব প্রকাশিত এখানে
আমি ফরিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই একটা পোষ্ট দেন, আমরা চাই !