মেনু পরিচিতি ( Edit Menu ) ২ : এডোবি ফটোশপ ৬

এডিট মেনুর ব্যাবহার অনেক বেশী এবং সেগুলো ভালো ভবে আলোচনা না করলে বোঝা যাবে না। তাই আমি এবার শুধু এগুলোর পরিচয় দেই। এর ব্যাবহার সম্পর্কে পরে ব্যাপক ভাবে আলোচনা করা হবে।

এডিট মেনু:   এ মেনুর কাজ মূলত এডিট এর কাজ করা।

Redo- কমান্ড পুনঃকার্যকর কারর জন্য।
Step Forward- এখানে সাম্পতি অকার্যকর কমান্ড কর্যকর করা যায়।
Step BackWard- সাম্পতি কার্যকর কমান্ড অকর্যকর করা যায়।
Fade- প্রেডিয়েন্টকে ফেড করার জন্য।
Cut- ছবির নির্বাচিত অংশ কাট করার জন্য।
Copy- ছবির নির্বাচিত অংশ কপি করার জন্য।
Copy Merged- আপনি যদি কয়েকটা ইমেজ নিয়ে কাজ কারেন এবং এর একটি অংশ নির্বচিত করে করি করেণ তবে শুধু নির্বাচিত লেয়ারের অংশ কপি হবে। এর এর মাধ্যমে কপি কারলে সকল লেয়ারের ডাটা কপি হবে।
Paste- কপি বা কাট কার পর ছবি বা ছবির অংশ পেস্ট করার জন্য। এটা ব্যাবহার করা হয়।
Paste Into-  নির্বচিত অংশে পেস্ট করার জন্য।
Clear- সিটেক্টকৃত অংশ মুছার জন্য।
Check Spelling- বানার পরিক্ষা কারার জন্য (আপসুস বাংলা বানান নাই)
Find and Replace Text- কোন লেখা খোঁজার জন্য (আমার আজ পর্যন্ত কাজে লাগে নাই)
Fill- সিলেক্টকৃত অংশ অংশ ভারট কারার জন্য।
Stroke- সিলেক্টকৃত অংশের প্রান্ত রেখা বা বাউন্ডারি লাইন তৈরি করার জন্য।
Auto-Blend Layers- সিলেক্টকৃত লেয়ার সমূহের স্বয়ংক্রিয় ভাবে ব্লেন্ড যুক্ত করার জন্য।
Define Brush preset- ব্রাশের নাম নির্ধানণের মাদ্যমে নতুন কোনো ব্রাশ তৈরির জন্য।
Define Pattern- কোনো একটি কাস্টম প্যাটার্ন ডিফাইন করার জন্য।
Define Custom Shape-কোনো একটি কাস্টম শেইপ ডিফাইন করার জন্য।
Purge- কপিকৃত অস্থায়ী ফটোশপ উপাদান গুলো মেমোরি থেকে মুছে ফেলার জন্য।
Adobe PDF presets- পিডিএপ এর প্রিসেট নির্ধারণের জন্য।
Preset manager- প্রিসেট ম্যানেজার ওপেন কারার জন্য।
Assign Profile- ফটোশপ ডকুমেন্টর প্রোফাইল পরিবর্তনের জন্য।
Convert to Profile- ওপেন করা কোনো প্রোফাইলকে ভিন্ন কোনো প্রোফাইলে রুপান্তরের জন্য।
Keyboard Shortcuts- ফটোশপের জন্য নির্ধারিত কিবোর্ড শর্টকাট গুলোর বদলে ইচ্ছা মতো নির্ধারণ কারর জন্য।
Menus- মেনু গুলোর বিভিন্ন পরিবর্তন করার জন্য।
Preference- ফটোশপের প্রিফারেন্স সেটিং এর জন্য।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিবলী ভাই আমরা আছি, ক্লাশ চালিয়ে যান।

    ধন্যবাদ ভাই। আমি দেখি শিক্ষক হয়ে গেছি।

Level 0

শিবলী ভাই আপনার টিউনে আমার অনেক উপকার আসছে, শুধু আমার কেনো আমি মনে করি সবাইর উপকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে কষ্ট করে টিউন করার জন্য।

    ভাই বিদ্যুৎ সমস্যা না হলে আরও তাড়াতাড়ি টিউন করা যেত। আপনার কাজে লাগছে বলে খুশি হলাম।

আমার মনিটরটা নষ্ট ছিল বলে আপনার টিউটা পরতে পারি নাই। আপনার এই টিউনটা আমা্র অনেক কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ।

    বাহ্ আপনি তো বাহাদূর মানুষ। মনিটর নষ্ট তাও কম্পিউটার চালাতে পারেণ

আপনি খুবই দ্রুত টিউন করেন, যা শিক্ষার্থীদের জন্য খুবই উপযুগী।ধারাবাহিকতা থাকে। ধন্যবাদ।

    হ্যা ভাই। ছোট হলেও আমি নিয়মিত টিউন করার চেষ্টা করি।

Level 0

ধন্যবাদ, চালিয়ে যান ।

আবারো ধন্যবাদ , প্রিয় টিউনস এ রাখলাম আপাতত

খাগড়াছড়িতে কত ঘন্টার লোডশেডিং দেয়?

    ভাইরে তার কোন ঠিক নাই। কোন দিন যায়না আবার কোন দিন আসেয় না। তার চেয় বিরক্তিকর ব্যাপার হল, পাঁচ মিনিট পর পর যাওয়া আসা করে।

আপনি ধারাবাহিক ভাবে ভাল করতেছেন,ভাল টিউন ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।