আমি প্রথমে চেয়েছিলাম যে ফটোশপের প্রাথমিক টিউটোরিয়াল গুলো নিয়ে আগে টিউন করবো। কিন্তু ওগুলো বেশীর ভাগেরই জানা। তই মনে করলাম। ওগুলো নিয়ে করছি তো করছি। সাথে প্রজেক্ট গুলোও দেই। যার যেটা দরকার সেটা শিখবে। আর একটা কথা বলে রাখি এ গুলো আমি নিজে তৈরি করি নি। বিভিন্ন ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করে নিজের ভাষায় লিখেছি।
এই ইফেক্টটা তৈরি করতে আপনাদের কয়েকটা ব্রাশ লাগবে ব্রাশ গুলো এখান থেকে নামিয়ে নিন।
১. এবার File>new এ গিয়ে কিংবা Ctrl+N চেপে একটা নতুন document নিন Width এবং Height হবে 700×700। নিম্ন রূপ
২. ব্রাশটুল সাধারণ ব্যাবহার করে পুরোটা কালো করে দিন।
৩. Shift+Ctrl+N ব্যাবহার করে নতুন একটা লেয়ার নিন।
৪. এবার ডাউনলোড করা ব্রাশ গুলো পরপর ব্যাবহার করে নিচের মত অবস্থায় নিয়ে যান।
৫. এবার Layer>Layer Style>Outer Glow তে যান। এর কালার ঠিক করুন #7200ff । সেটিং নিম্নরূপ
৬. এবার এর নিচে Inner Glow যান এর কালার একই কালার হবে #7200ff । এবং সেটিং নিম্নরূপ।
৭. OK করুন। আপনি যদি উপরের সকল বিষয় ঠিক ভাবে ফলো করতে পারেন তবে। আপনার ছবি বর্তমান অবস্থা হবে।
৮. এবার Filter > Distort > Polar coordinates যান এবং সেটিং নিম্নরূপ।
৯. এবার ছবিটা নিচের মত হয়ে যাবে।
১০. এবার Filter > Sharpen > Smart Sharpen যান এবং নিচের মত করে সেটিং করুন।
১১. ব্যাস আপনার কাজ শেষ ছবিটা নিচের মত হবে।
বিদ্র: বিভন্ন জায়গার সেটিং, ব্রাশের ব্যাবহার এবং রং নিজের ইচ্ছা মত করে নিতে পারেন।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।
সুন্দর টিউন। আরো এরকম টিউতটোরিয়াল আশা করছি। আনেক ধন্যবাদ।