দারুন এক ফটোশপ ইফেক্ট : ফটোশপ প্রজেক্ট ১

আমি প্রথমে চেয়েছিলাম যে ফটোশপের প্রাথমিক টিউটোরিয়াল গুলো নিয়ে আগে টিউন করবো। কিন্তু ওগুলো বেশীর ভাগেরই জানা। তই মনে করলাম। ওগুলো নিয়ে করছি তো করছি। সাথে প্রজেক্ট গুলোও দেই। যার যেটা দরকার সেটা শিখবে। আর একটা কথা বলে রাখি এ গুলো আমি নিজে তৈরি করি নি। বিভিন্ন ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করে নিজের ভাষায় লিখেছি।

এই ইফেক্টটা তৈরি করতে আপনাদের কয়েকটা ব্রাশ লাগবে ব্রাশ গুলো এখান থেকে নামিয়ে নিন।

১. এবার File>new এ গিয়ে কিংবা Ctrl+N চেপে একটা নতুন document নিন Width এবং Height হবে 700×700। নিম্ন রূপ

২. ব্রাশটুল সাধারণ ব্যাবহার করে পুরোটা কালো করে দিন।

৩. Shift+Ctrl+N ব্যাবহার করে নতুন একটা লেয়ার নিন।

৪. এবার ডাউনলোড করা ব্রাশ গুলো পরপর ব্যাবহার করে নিচের মত অবস্থায় নিয়ে যান।

৫. এবার Layer>Layer Style>Outer Glow তে যান। এর কালার ঠিক করুন #7200ff । সেটিং নিম্নরূপ

৬. এবার এর নিচে Inner Glow যান এর কালার একই কালার হবে #7200ff । এবং সেটিং নিম্নরূপ।

৭. OK করুন। আপনি যদি উপরের সকল বিষয় ঠিক ভাবে ফলো করতে পারেন তবে। আপনার ছবি বর্তমান অবস্থা হবে।

৮. এবার Filter > Distort > Polar coordinates যান এবং সেটিং নিম্নরূপ।

৯. এবার ছবিটা নিচের মত হয়ে যাবে।

১০. এবার Filter > Sharpen > Smart Sharpen যান এবং নিচের মত করে সেটিং করুন।

১১. ব্যাস আপনার কাজ শেষ ছবিটা নিচের মত হবে।

বিদ্র: বিভন্ন জায়গার সেটিং, ব্রাশের ব্যাবহার এবং রং নিজের ইচ্ছা মত করে নিতে পারেন।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। আরো এরকম টিউতটোরিয়াল আশা করছি। আনেক ধন্যবাদ।

    করে যাব, আপনারা শুধু দয়া করে মন্তব্য করবেন।

সুন্দর টিউন এবং মান সম্মত টিউন আশা করি চালিয়ে যাবেন শেষ পর্যন্ত আছি আপনার সাথে,ধন্যবাদ।

    নতুন টিউনার তো তাই একটু মান কম হতে পারে।

আপনার টিউনটা আরো বিস্তারিত হওয়া দরকার ছিল। যারা ফটোশপ বেশি ভালভাবে জানে না তাদের অসুবিধা হবে।আশা করব পরবর্তীতে একটু খেয়াল করবেন। ধন্যবাদ।

    ঐ জন্য তো প্রথম থেকে শুরু করেছি। এইটা মূলতো যারা মোটামুটি জানে তাদের জন্য।

নাইস তো , আমি না কিছু ই জানিনা

ঠিক আছে সুন্দর হয়েছে । ৭টি টিউনের পরও নতুন টিউনার বলে বলে মনের সংকৃর্নতা গেলনা ।

    আমার সব জিনিশ দেরীতে যায়।

অন্যদের কখা জানিনা , অন্তত আমার এটা প্রয়োজন ছিল। স্পেশাল ইফেক্ট নিয়ে আরও টিউন আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    ঠিক আছে আর একটা করতেছি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

BAI THIS ONE IS GREAT…………….AWESOME…………..

Level 0

আপনার উপস্থাপনা সুন্দর ভাল টিউন । so to be continuance

Level 0

খুব সুন্দর আর্ও লিখবেন।

Level 0

photoshop CS5 install korar por bar bar Key casse, ekbar accept holo, thn r accept hossena, ki korte pariiiiiii??? onek key try korlam, er upor ekta tune hoisilo, seta_o khoje passina, TT_r je ki hoise/ ? “Search”option nai, ata holo kiso…….?

vai apni solution den