এডোবি ফটোশপ চেনে না, এমন কম্পিউটার ব্যাবহারকারী মনে হয় কম আছে (আমার মনে হয় নাই)। আমি ফটোশপ টিউটোরিয়ালের ওপর একটা একটা সিরিয়াল (নাটকের সিরিয়াল নয়, টিউটোরিয়ালের সিরিয়াল) তৈরি করতে যাচ্ছি। তাই একটু বকর-বকর করছি। আর একটা কথা আগেই বলে রাখি ফটোশপ চর্চার বিষয়। আপনি যত চর্চা করবেন তত ভালো কাজ করতে পারবেন। তার সাথে আরও যোগ করি আমি ফটোশপের এমন কিছু ওস্তাত নই। ইন্টারনেটে ঘুরে ঘুরে যা শিখেছি আর কি। তবে আমি বিশ্বাস করি, আমি আপনাদের অনত্ত শেখার রাস্তাটা পযন্ত নিয়ে যেতে পারবো। করণ ফটোশপ সম্পর্কে যে সব লেখা হয়। সব গুলই মূলত একটা প্রজেক্ট নিয়ে।
আর আমি চেষ্টা করবো আপনাদের ফটোশপকে চেনাতে। তাই শখ করে যখন লিখতে বসেছি।
ফটোশপ ওপেন করলে বাম পাশে একটা টুল বক্স ওপেন হয়। এখান টুল নির্বাচন করে আপনি বিভিন্ন ধরণের কাজ করতে পারবেন। টুল আপনি দুই ভাবে নির্বাচন করতে পারবেন। মাউস দিয়ে ক্লিক করে কিংবা কিবোর্ড কমান্ড দিয়ে। আর গ্রুপ টুলের ওপর ডান বাটনে ক্লিক করলে ঐ গ্রুপের অন্যান্য টুল প্রদর্শন হয়।
আর কিবোর্ডের Tab বাটন চাপলে টুলক্স অদৃশ্য হয়ে যায় আবার Tab বাটন চাপলে টুল বক্স ফিরে আসে।
মুভ টুল: মুভ টুল ব্যাবহার করে লেয়ার অবজেক্ট কিংবা কোন ইমেজ বা ইমেজের অংশ বিশেষ নির্বাচিত করে নিজের ইচ্ছা মত সরানো-নড়ানো করা যায়।
ল্যাসো গ্রুপ: Lasso Tool এর সাহায্যে যে কোন ইমেজ মুক্ত ভাবে সিলেক্ট করা যায়। Polygonal Lasso Tool এর সাহায্যে ইমেজ সোজা ও ভেঙ্গে ভেঙ্গে সিলেক্ট করা যায়।
Magnetic Lasso Tool দিয়ে একই পিক্সেল সহজে সিলেক্ট করা যায়।
কুইক সিলেকশন টুল: Quick Selection Tool মাধ্যমে অ্যাডেজাস্টেবল রাউন্ড ব্রাশ টিপ ব্যাবহার করে দ্রুত একটা সিলেকশনকে পেইন্ট করতে পারে। Magic Wand Tool এর সাহায্যে একই ধরনের পৃথক পৃথক অংশকে সহজে নির্বাচন করা যায়।
টুল পরিচিতি আজ এখানেই শেষ। এর পরের পর্বে দেখি টুল শেষ করে দিব।
লেখটা পড়ার জন্য ধন্যবাদ।
এটা আমার ব্যাক্তিগত ব্লগ সৃজনশীল ব্লগে প্রকাশিত
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।
ধারাবাহিকতা রক্ষা করে টিউন চালিয়ে যান, ফোটশপ শিখতে আগ্রহীদের কাজে আসবে ।