সবাইতো চায় নিজের ছবিকে সাজাতে slideshow,এলবাম ,ভিডিও এডিটিং কাজে সুন্দর করে বেধে উপস্হাপন করতে বা একান্তই শখের বসে আমার যারা ছবিকে ফ্রেম বন্দী করতে চাই তাদের জন্য আজ আমি ৩০০ টি picture frame শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার ছবিকে অসাধারন look দিতে পারবেন । আমি আগে একবার বেশ কয়েকটি শেয়ার করছি । আপনাদের ভাল লাগার কারনে খুজতে খুজতে পেয়ে গেলাম এই ফ্রেমগুলি । 428mb এর ২০০ ফ্রেম আমি 11 part আকারে mediafire এ upload করেছি ।যাতে পছন্দমত সবাই ডাউনলোড করতে পারে । আর 305mb ১০০ফ্রেম আপলোড করিনি যারা ইচ্ছুক rapidshare থেকে ৪টি পাট আকারে নামিয়ে নিন । rapidshare এর কথাশুনে ভয় পাবেননা ।free rapid downloader সফটটি দিয়ে আপনি অনায়াসে part গুলো নামিয়ে নিন কোন প্রকার ঝামেলা ছাড়াই ।যাদের নেই তারা সফটটি এখান থেকে নামিয়ে নিন ।আর ধুমছে ডাউনলোড করুন । চলুন স্কীশট দেখে নিন । আর আপনি আপনার পছন্দমত নামিয়ে নিন আর সাজিয়ে নিন আপনার ছবিকে মনেরমত ।frame গুলো সব png format এর ফলে photoshop এর পাশাপাশি যারা adobe premiere এ ছবিতে add করতে পারবেন । যারা ফটোশপ এ নূতন তাদের জন্য কিভাবে ফ্রেমে ছবি addকরবেন তার নিয়মাবলী দেয়া হলো । চলুন তাহলে স্কীণশট দেখি :
এতো গেলো ২০০ ফ্রেমের হিসাব । এই ২০০ frame এর পরে ও যারা বাকী ১০০ frame ও সংগ্রহ করতে ইচ্ছুক তারা rapidshare থেকে নামিয়ে নিন ।
photoshop এ ছবি বাধাবার নিয়ম:
প্রথমে photoshop open করে পছন্দের ১টি ফ্রেম ও আপনার একটি ছবি open করুন ।এবার আপনার ছবিটিকে menubar থেকে select - all press করে select করুন ।movetool এর সাহায্যে select করা ছবিটিকে drag করে frame এ এনে drop করুন ।অথবা ছবিকে select করে edit menu থেকে copy option এ ক্লিক করে আপনার ছবিটিকে copy করে frame এর মধ্যে paste করুন । এরপর edit menu থেকে free transform select করে ছবিটি পছন্দমত আকারে সাইজ করে নিন ।এবার layer option এ যেয়ে 1 নাম্বার layerটিকে drag করে 0 নাম্বার layer টির নীচে drop করুন ।এবার move tool এর মাধ্যমে ছবিটিকে পছন্দমত set করে double click অথবা enter চাপুন।ছবিটির britness,contrast কমাতে বা বাড়াতে চাইলে menubar থেকে image - adjustment-brightness,contrast এ ক্লিক করে পছন্দমত ছবিটির britness,contrast বাড়িয়ে কমিয়ে নিতে পারেন । সবশেষে layer option এ right click করে flatten image এ click করুন ব্যস শেষ ।যদি একটি ফ্রেমে ২,৩ টি ছবি বাধানোর ঘর থাকে সেক্ষেত্রে নিয়ম একদম same । just খেয়াল করে নতুন লেয়ারটিকে নীছের layer এর নীচে drop করতে হবে । পছন্দমত format এ save করুন ও enjoy করুন ।
আজকের এই টিউনটি কেমন লাগলো জানাবেন আশা করছি । যারা আমার গত টিউন auto cd মিস করেছেন তারা এখান থেকে ইচ্ছে হলে দেখে নিন । সবার জন্য শুভ কামনায়…………… আল্লাহ হাফেজ ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
ধারুন হয়ছে । আমার কাজে লাগবে । ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ