Adobe Company এর সফটওয়্যার ব্যবহার করেনা এমন মানুষ হয়ত বেশি না। কম বেশি সবারই কিছু না কিছু Adobe Products ব্যবহার করে।
(Photoshop এর নাম না হয় নাই নিলাম)।
বেশির ভাগ সময় আমাদের প্রধান সমস্যা হয় রেজিস্ট্রেশন নিয়ে। দেখা যায় প্রোডাক্ট কি একটা ব্যবহার করি, তারপর কি ব্লক। তবে আজ যা শেয়ার করব তা ব্যবহার করলে ইনশাআল্লাহ্ এমন সমস্যা আর হবে না।
আগে সমাধান দেই, বক বক পরে করব। এই ফাইল টা ডাউনলোড করেন : Universal Adobe Pathcer
zip ফাইল এর ভিতরে ২ টা ফাইল আছে
প্রথমে BLOCKHosts ফাইল টা Run করুন। Abobe যে সাইট এর মাধ্যমে রেজিস্ট্রেশন কি চেক করে এই ফাইলটি ওই সাইট গুলকে ব্লক করবে। এর ফলে আপনার কি আর ব্লক হবে না।
নিচে এটার একটা screenshot দিলাম
এরপর Patcher টি চালু করুন আপনার যে প্রোডাক্টটি Activate করা লাগবে তা Select করুন। এরপর আর কি Patch লেখা জায়গা টায় আস্তে একটা গুতা দেন 😛
(Adobe এর এত গুলা প্রোডাক্ট আছে আগে জানতাম না 😛 )
যাক, আজ এই পর্যন্তই । মনে হয় প্রায় বছর খানেক পরে আবার টিউন করতে বসলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
ভাল থাকবেন । ধন্যবাদ ।
আমি Shohel prince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লিখেছিস! 😉 😛