থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং উইন্ডোতে যে সকল অংশ ও মেনুবার এর বর্ননা (থ্রিডি স্টুডিও ম্যাক্স পর্ব ৩)

সবাই কেমন আছেন? মনে হয় ভাল!! আমার আজকের পোস্টের আলোচ্য বিষয় এডিটিং উইন্ডো সকল প্রকার অংশ ও মেনুবার এর বর্ননা ।

অন্যান্য সকল সফটওয়্যার এর মত থ্রিডি স্টুডিও ম্যাক্স ও এডিটিং উইন্ডোতেই সফটওয়্যারের সকল কার্যবালি সম্পাদন করা হয় । আপনি থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ইনস্টল করার পর যখন রান করবেন , তখন নিচের চিত্রের মত একটা এডিটিং উইন্ডোত ওপেন হবে । থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং উইন্ডোতে যে সকল অংশ রয়েছে , তাদের নাম দেয়া হল

এডিটিং উইন্ডোতে যে সকল অংশ সমূহঃ

  1. মেনু বার
  2. কমান্ড প্যানেল
  3. অবজেক্ট ক্যাটাগরি
  4. রুলআউট
  5. একটিভ ভিওপোর্ট
  6. ভিওপোর্ট নভিগেশন কন্ট্রোল
  7. টাইম কন্ট্রোলস
  8. স্ল্যাপস
  9. কো-অর্ডিনেট ডিসপ্লে
  10. স্টাটাস বার
  11. ম্যাক্স স্ক্রিপ মিনি লিসটেনার
  12. ট্রাক বার
  13. টাইম স্লাইডার
  14. মেইন টুলবার

এবার আমি এগুলোর ধারাবাহিক বর্ননা দিবো। আজ আমি মেনু বার এ বর্ননা ও কাজ আলোচনা করবো।

মেনুবারঃ

থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং উইন্ডো এর উপরে যে অংশ টা তাকে মেনুবার বলে । এখানে বিভিন্ন ধরনের কমান্ড আছে । এখানে যে কমান্ড গুলো আছে এর অধিনে আবার এখাধিক সাব মেনু আছে সাব কমান্ড আছে । থ্রিডি স্টুডিও ম্যাক্স এর অবজেক্ট গুলোকে তৈরি , সংরক্ষন , সংশোধন , আকর্ষনীও ভাবে উপস্থাপন ইত্যাদি কাজ করে থাকে এই মেনুবার এর কমান্ড সমূহ। নিম্নে মেনুবার এর কমান্ড সমূহ দেয়া হল

3D Max manu

মেনুবার কমান্ডঃ

  • File মেনু
  • Edit মেনু
  • Tools মেনু
  • Group মেনু
  • Views মেনু
  • Create মেনু
  • Modifiers মেনু
  • reactor মেনু
  • Animation মেনু
  • Graph Editors মেনু
  • Rendering মেনু
  • Customize মেনু
  • MAXScript মেনু
  • Help মেনু

আমার পর এর লেখায় অন্যান্য এডিটিং উইন্ডো এর বর্ননা দেয়া হবে । ধন্যবাদ সবাইকে ।

এই টিউনটা ১ম বিডি টিউটরিয়াল২৪ এ প্রকাশিতঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহিম রেজা বাঁধন ভাই,আমরা আছি আপনার সাথে, চালিয়ে যান।

    হুম টেকটিউনস এর পাঠক রা ত এই ধরনের টিউন খায় , তারপর আপনাদের মত পাঠকদের জন্য আমি এই টিউন গুলো করতেছি । ধন্যবাদ এই টিউন এ মন্তব্য করার জন্য ।

ফাহিম ভাই এগিয়ে যান………….আমিও আছি আপনার সাথে!!

ধন্যবাদ চালিয়ে যাওয়ার জন্য।
পরবর্তি পর্বগুলোর অপেক্ষায় থাকলাম, পরিক্ষার সময় তারাতারি করার দরকার নাই,

যারা থ্রিডি শিখবেন তারা অবশ্যই কমেন্ড করবেন তা না হলে লেখক কিভাবে বুঝবে যে আমরা আছি।

    হুম আস্তে আস্তে চালিয়ে যাবো। আমার এই টিউন গুলো যদি একজন ও পড়ে ,তার পর ও আমি একজনের জন্য টিউন করবো। ধন্যবাদ সাইদ ভাই !!

valo hoitace bhaia chalay jan………….

আসলে ঘটনাগুলো কোথায় ঘটে তা একটু ব্যাখ্যা করি–
যেমন আগে ওয়ার্ডপ্রেস , জুমলা , পানবিবি , ফেবিকন এই সব বিষয় নিয়ে টিউন হলে আমি ঐ টিউনে ভুলেও প্রবেশ করতাম না তাই কমেন্ট করার তো প্রশ্নেই আসে না। আর আজ ঐসব টিউন নিয়েই পড়ে থাকি। সি প্রোগ্রামের যেসব টিউন হয়েছে তাও আগে ঠিকমত দেখতাম না, কিন্তু এখন দেখি।

তার মানে দাঁড়াচ্ছে, ঐদিনগুলোতে যে জিনিসগুলোকে আমি অবহেলা করতাম বা কাজে লাগাতাম না , আজ সময়ের প্রয়োজনে ঐসব টিউনই আমার দরকার লাগছে। ঐসব টিউনগুলো যদি করা না হত, আজ আমি খুব সমস্যায় পড়ে যেতাম।

একটা মানুষের সবসময় সব জিনিস কাজে লাগে না, কিন্তু একটা সময় ঠিকই কাজে লাগে।
ঠিক আমার মত আরো অনেকেই আছে যার আজকে এই জিনিসটি দরকার লাগছে না বলে কমেন্ট করছি না, কিন্তু পরবর্তীতে অবশ্যই দরকার লাগবে……………শুধু সেই জন্যই টিউনারের টিউন করা …… যে আজকে দরকার না লাগলেও কাল ঠিকই লাগবে। এবং কাল তুমি ফেসবুকে টিউনারকে মেসেজ পাঠিয়ে বিরক্ত করবে আর চ্যাটবক্সে প্যাচাল পাড়বে !

আর কমেন্ট না থাকলে এই সবটিউন কম খায়, এ জিনিসটা আমি মানি না। দর্শক ঠিকই খায়, হয় আজ অথবা কাল অথবা পরশু … দর্শকে প্রয়োজনে সে ঠিকই একসময় আসে। আর টেকটিউন্সের নিয়মিত অনেকেই আছে যারা এখনও রেজিস্ট্রেশনই করে নি, কিন্তু এই টিউনগুলো থেকে তারাও আসলেই কিছু শিখছে । আবার অনেকেই আছে সময়ের অভাবে কমেন্ট করতে পারে নি।
তাই কমেন্ট না থাকলে যে টিউন করার উৎসাহ হারিয়ে ফেলতে হবে এমন কোন কথা নেই।

সেই সব টিউনারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যাদের টিউনে কমেন্ট কম থাকার পরও অনেক ধৈর্যের সাথে তাদের টিউটরিয়াল টিউনগুলো সঠিকভাবে সমাপ্ত করে গিয়েছেন আর টেকটিউন্সকে সমৃদ্ধ করে গিয়েছেন।

( অফটপিকঃ আপনার এই টিউনতো দেখি প্রায় রাত ৩ টার দিকে প্রকাশিত হয়েছে। তারমানে আমি যখন আপনাকে চ্যাটবক্সে বিরক্ত করছি তখন আপনি টিউন লিখছিলেন ? আমাকে বলবেন না ? , তাইলেই তো আর চ্যাটবক্সে আজাইরা কমেন্ট করতাম না । )

    মাসপি ভাই আপনার এত সুন্দর মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ । এই মন্তব্য আমার সামনের টিউন করার উৎসাহ দেবে !
    আমি বলেছিলাম টেকটিউনস এর পাঠকরা ত এই ধরনের টিউন খায় না এই কথা টা আমি বলেছি আমার ২ বছর অবিজ্ঞতা থেকে । একটা উদাহারন দেইঃ আমি একবার ১ লাইন এর একটি টিউন (টিউন টা দেখুন) করেছিলাম কিছু মোবাইল ওয়েব সাইট নিয়ে সে টিউন টা একদিন পড়া হয়েছে ১২০০বার কিন্তু আজ আমার এই টিউন টা বা আগের টিউন টা দেখুন কি অবস্থা । যাই হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই । আমি টিউটোরিয়াল শুরু করেছি এটা শেষ করবো এটা বড় কথা । আমার টিউন এ কে কয় টা কমেন্ট করলো এটা আমি দেখি না । আমার এই টিউন গুলো পড়ে একজনে ও যদি কিছু শিখতে পারে তবে এটা আমার বড় পাওয়া ।

বুঝলাম না কিছু
Computer tips & tricks
আপনার লিঙ্ক টা মুছে দেয়া হয়েছে !

    কেউ বুঝে কমেন্ট করে না আপনি না বুঝাই কমেন্ট করলেন 😉 আজব !!
    যাই হোক আমার আগের টিউন গুলো পড়ুন , দেখেন কিছু বুঝেন কি না ।
    আর একটা কথা আমার টিউন এ আপনি যদি পরে মন্তব্য করেন দয়া করে কোন প্রকার লিঙ্ক দিবেন প্লিজ । ধন্যবাদ !!

আমি আছি তোমার সাথে এবং আমি শিখার চেষ্টাও করব তবে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে কিন্তু.
খুবই ভাল টিউন ধন্যবাদ এবং শুভকামনা রইলো তোমার জন্য.

শেখা শুরু করলাম, চালিয়ে যান।