সবাই কেমন আছেন? মনে হয় ভাল!! আমার আজকের পোস্টের আলোচ্য বিষয় এডিটিং উইন্ডো সকল প্রকার অংশ ও মেনুবার এর বর্ননা ।
অন্যান্য সকল সফটওয়্যার এর মত থ্রিডি স্টুডিও ম্যাক্স ও এডিটিং উইন্ডোতেই সফটওয়্যারের সকল কার্যবালি সম্পাদন করা হয় । আপনি থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার ইনস্টল করার পর যখন রান করবেন , তখন নিচের চিত্রের মত একটা এডিটিং উইন্ডোত ওপেন হবে । থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং উইন্ডোতে যে সকল অংশ রয়েছে , তাদের নাম দেয়া হল
এবার আমি এগুলোর ধারাবাহিক বর্ননা দিবো। আজ আমি মেনু বার এ বর্ননা ও কাজ আলোচনা করবো।
থ্রিডি স্টুডিও ম্যাক্স এর এডিটিং উইন্ডো এর উপরে যে অংশ টা তাকে মেনুবার বলে । এখানে বিভিন্ন ধরনের কমান্ড আছে । এখানে যে কমান্ড গুলো আছে এর অধিনে আবার এখাধিক সাব মেনু আছে সাব কমান্ড আছে । থ্রিডি স্টুডিও ম্যাক্স এর অবজেক্ট গুলোকে তৈরি , সংরক্ষন , সংশোধন , আকর্ষনীও ভাবে উপস্থাপন ইত্যাদি কাজ করে থাকে এই মেনুবার এর কমান্ড সমূহ। নিম্নে মেনুবার এর কমান্ড সমূহ দেয়া হল
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ফাহিম রেজা বাঁধন ভাই,আমরা আছি আপনার সাথে, চালিয়ে যান।