আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমরা অনেক ধরনের সফট ব্যবহার করে ছবিকে ফ্রেমে বন্দি করে রাখি কেউ বা আবার নেট থেকে ছবিকে ফ্রেমে বন্দি করে রাখেন, একমাত্র ফ্রেমে রাখার উদ্দেশ্য হল ছবিকে অন্য জনের থেকে আলাদা দেখা , আপনি যদি ফটোশপ ভাল জানে তাহলে তো আর কথা নেই কারন ফটোশপ হল ছবি নিয়ে কাজ করার বস।
আজ আমি যে সফট টি আপনাদের মাঝে শেয়ার করব, তার জন্য আপনাকে ফটোশপের ধারে যেতে হবে না শুধু এখান থেকে সফট টি ডাউনলোড করে সেটআপ দিন বাকি কাজ টুকু নিচের ভাল করে খেয়াল করুন।
সিলেক্ট ফ্রেম এক ক্লিক করে ১টি ফ্রেম নিন ।
এখানে আরো অনেক ফ্রেম পাবেন পছন্দমত ফ্রেম নিয়ে আপনার ছবিকে ফ্রেমে বন্দি করে ফেলুন।
একই নিয়ে করা ছবি
বিঃদ্রঃ এটা ১টি ফানি সফট তাই সেভ অপশন নেই আপনি FrtScSysRq বাটন দিয়ে সেভ করে ফটোশপে নিয়ে কাজ করলে অনেক সুন্দর হয় যা আমি করেছি।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
onek sundor soft. share korar jonno thanks 🙂