সাইজ ঠিক রেখে কিছুতেই ছবিকে 40-50KB এর মধ্যে আনতে পারছেন না, এবার পারবেন এক ক্লিকেই!!!! (Photoshop ছাড়াই)

ইদানীং কালে বেশির ভাগ জব সার্কুলার On-line এ পুরন করতে হচ্ছে। যার ফলে প্রয়োজন পড়ছে সব কিছুর ডিজিটাল কপির। বিশেষ করে পাসপোর্ট সাইজের ছবির।

আপনি সার্কুলার এ দেয়া মাপমত রিসাইজ করলেন কিন্তু ছবি এখনো 100KB এর উপরে!!!! সার্কুলারে তো লিখেছে “Not More Than 40KB”

40KB এর মধ্যে আনতে হলে এবার তাহলে Photoshop Expert এর কাছে যেতে হবে????  

নিচে দেয়া নিয়ম অনুসরণ করলে ঘাচাং করে KB কমাতে পারবেন Quality & Dimension (1.5inch X 2 Inch For Passport ) ঠিক রেখে।

প্রথমে , লিঙ্কে দেয়া সাইটে যান

https://kraken.io/web-interface

এরপর “Click to upload or drop your images here”( লাল চিহ্নিত অংশ)

এবার "Download This File" এ ক্লিক করুন একটা নতুন Window তে Compressed Photo ওপেন হবে। Save করে নিন।

আমার নিজের ছবি দিয়ে করেছি আগে ছিল 108KB এখন 37KB।

ও হ্যাঁ বলতে ভুলেই গিয়েছিলাম এটা করতে Internet সংযোগ 😆 !! প্রয়োজন যেমন টা প্রয়োজন On-Line এ সার্কুলার গুলো পুরন করতে।

ভাল থাকবেন সবাই।  😉

Level 0

আমি তমাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই নিয়ম এ করতে হলে তো ইন্টারনেট লাগবে আর ফটোশপে এই কাজটি করতে এত দক্ষ লাগবে না সবাই ভাল ভাবে করতে পারবে। তবুও যারা ফটোশপে একেবারে কাচা তাদের কাজে লাগবে, আর নতুন নিয়ম টা জানলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @হোছাইন আহম্মদ: আমি ও হোসাইন ভাইয়ের সাথে একমত।

    @হোছাইন আহম্মদ: মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আসল ব্যাপার টা আপনাকে বিস্তারিত বলি, আমি একবার on-Line এ Job Apply করতে গিয়ে দেখি Less Than 15KB ফটো চাইছে। Adobe ফটোশপ দিয়ে করলাম , মনের মত হল কারন অনেক খারাপ কোয়ালিটি হয়ে গেল। এর পর এটাকে খুজে বের করলাম।

    আমার মত ভাবলাম হয়ত অনেকেই থাকবে, যারা এখন ঘরে বসেই Job Apply করেন। এই ক্ষেত্রে হয়ত Adobe Photoshop Use না করে কম সময়ে কাজটা সেরে নিতে পারবে।

hmmm হোছাইন আহম্মদ vai er sat
he ekmot

Level 2

Sobar to r Net thaky na vi..

ফটোশপে এই কাজটা মানে ৪০ কেবির নিছে নামাতে Highest ২০ সেকেন্ড লাগবে, আর এই ওয়েব সাইটটা ওপেন হতে ই তো আমার ১৫ সেকেন্ড লাগল 😀

    @Onno Manush Foysal: কাজের সময় টা এইখানে একটু কম বেশি হলেও , Adobe Photoshop কত জন জানে আর কত জন এই ঠিকানাই ঢুকতে পারবে এর ব্যবধান হয়ত অনেক কম বেশি হবে।
    মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂