ইদানীং কালে বেশির ভাগ জব সার্কুলার On-line এ পুরন করতে হচ্ছে। যার ফলে প্রয়োজন পড়ছে সব কিছুর ডিজিটাল কপির। বিশেষ করে পাসপোর্ট সাইজের ছবির।
আপনি সার্কুলার এ দেয়া মাপমত রিসাইজ করলেন কিন্তু ছবি এখনো 100KB এর উপরে!!!! সার্কুলারে তো লিখেছে “Not More Than 40KB”
40KB এর মধ্যে আনতে হলে এবার তাহলে Photoshop Expert এর কাছে যেতে হবে????
নিচে দেয়া নিয়ম অনুসরণ করলে ঘাচাং করে KB কমাতে পারবেন Quality & Dimension (1.5inch X 2 Inch For Passport ) ঠিক রেখে।
প্রথমে , লিঙ্কে দেয়া সাইটে যান
https://kraken.io/web-interface
এরপর “Click to upload or drop your images here”( লাল চিহ্নিত অংশ)
এবার "Download This File" এ ক্লিক করুন একটা নতুন Window তে Compressed Photo ওপেন হবে। Save করে নিন।
আমার নিজের ছবি দিয়ে করেছি আগে ছিল 108KB এখন 37KB।
ও হ্যাঁ বলতে ভুলেই গিয়েছিলাম এটা করতে Internet সংযোগ 😆 !! প্রয়োজন যেমন টা প্রয়োজন On-Line এ সার্কুলার গুলো পুরন করতে।
ভাল থাকবেন সবাই। 😉
আমি তমাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই নিয়ম এ করতে হলে তো ইন্টারনেট লাগবে আর ফটোশপে এই কাজটি করতে এত দক্ষ লাগবে না সবাই ভাল ভাবে করতে পারবে। তবুও যারা ফটোশপে একেবারে কাচা তাদের কাজে লাগবে, আর নতুন নিয়ম টা জানলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।