আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন।
কিছুদিন বিরতি দিয়ে আজ আবার বসলাম টিউন করতে। এটা নিয়ে আগে ও টিউন হয়েছে।বেশ কিছু দিন আগে আমি প্রবাসি ভাই এর এই টিউন টি দেখে software টা ডাউনলোড করেছিলাম।কিন্তু ইন্সটল করে দেখি যে এতে ইংলিশ ভাষা নেই।পরে adobe.com থেকে ডাউনলোড করলাম software টির ট্রায়াল ভার্সন যার সাইজ ৯৭৮ MB। ডাউনলোড এর লিঙ্ক টি expire হয় না। ফলে আপনি সুবিধা মত Download-pause/resume করে করে সম্পন্ন করতে পারবেন।১০-১৫ দিন লাগ্লেও সমস্যা নেই।ভয় পাবেন না, আপনার ডাউনলোড লিঙ্ক expire হবে না। এখন কাজের কথায় আসি।
মোটামোটি এই মানের পিসি থাকলে আপনি Adobe Photoshop CS-5 কোনো রকম ঝামেলা ছাড়াই চালাতে পারবেন।
প্রথমে এখান থেকে registration সম্পন্ন করে ডাউনলোড করে নিন সফটওয়্যারটির ট্রায়াল ভারসন। ২ টি ফাইল পাবেন।প্রথম টি Adobe extractor.exe(1.17 mb) এবং ২য় টি সেটাপ ফাইল এর 7z archive verson.(৯৭৮mb)।ডাউনলোড শেষ হলে adobe extractor software টি রান করে দেখিয়ে দিন কোথায় সেটাপ ফাইল টি সেভ করবেন। ডিফল্ট ভাবে desktop এ ই সেভ হয়ে থাকে। তারপর সেটাপ ফাইল টি রান করুন। সিরিয়াল কী চাইলে নিম্ন লিখিত সিরিয়াল কী টি প্রবেশ করান।
(1330-1270-1807-4202-0602-7919)
সবুজ টিক চিন্ন দেখতে পেলে নেক্সট এ গিয়ে ইন্সটলেশন সম্পন্ন করুন।এবং উপভোগ করুন ৬৯৭৯০ টাকার software টি সম্পুর্ন বিনামুল্যে।আসুন দেখে নেই software টির কিছু screen-shot....
এর ব্যবহারবিধি photoshop এর পূর্ববর্তী verson গুলুর মতই প্রায় একি রকম।তাই আশা করি ব্যবহারে কোন সমস্যা হবে না।আগে যারা ডাউনলোড করেননি তারা এক্ষুনি ডাউনলোড করুন আর উপভোগ করুন বিশ্বের সবচেয়ে দামী ফটো এডিটিং software ব্যবহার এর অনাবিল আনন্দ।আজ এ পর্যন্তই।আগামিতে আবারো হাজির হব আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
প্রবাসী ভাই এর টিউন থেকে আমি সফট্য়ারটির সন্ধান পাই।তাই তিনি প্রথমে ধন্নবাদ প্রাপ্প। কস্ট করে টিউন টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
২৫ জুলাই থেকে আমার প্রি-টেস্ট পরীক্ষা। (HSC-2011) টিউন টি ভাল লাগুক বা খারাপ লাগুক আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন।
কাজ হলে জানাতে ভুলবেন না যেন।
আমি নওশাদ সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ টিউনের জন্য,ভাল এবং মান সম্পন্ন টিউন হইছে,ডাউনলোড দিয়ে দিছি দেখি কি হয়,আপনার স্ক্রিনশটের সিরিয়াল নাম্বার এবং আপনার দেয়া সিরিয়াল নাম্ভারের সাথে অমিল দেখতে পারছি,দুইটাই কি কাজ করবে?আর আমার adobe illustrator cs5’এর সিরিয়াল কি লাগবে থাকলে দিবেন।
আপনার জন্য অনেক দোয়া রইল আপনার পরিক্ষা যেন ভাল হয় এবং আপনি যেন ভাল রেজাল্ট করেন।