এক মাসের রিসিউম সাপোর্ট সহ ডাউনলোড করুন Adobe Photoshop CS-5 Extended Edition. ৬৯৯৩০ টাকার সফটওয়্যার টি টেকিদের জন্য সম্পূর্ন ফ্রী!!! নেবেন কিনা আপনার ইচ্ছে

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন।

কিছুদিন বিরতি দিয়ে আজ আবার বসলাম টিউন করতে। এটা নিয়ে আগে ও টিউন হয়েছে।বেশ কিছু দিন আগে আমি প্রবাসি ভাই এর এই টিউন টি দেখে software টা ডাউনলোড করেছিলাম।কিন্তু ইন্সটল করে দেখি যে এতে ইংলিশ ভাষা নেই।পরে adobe.com থেকে ডাউনলোড করলাম software টির ট্রায়াল ভার্সন যার সাইজ ৯৭৮ MB। ডাউনলোড এর লিঙ্ক টি expire হয় না। ফলে আপনি সুবিধা মত Download-pause/resume করে করে সম্পন্ন করতে পারবেন।১০-১৫ দিন লাগ্লেও সমস্যা নেই।ভয় পাবেন না, আপনার ডাউনলোড লিঙ্ক expire হবে না। এখন কাজের কথায় আসি।

PC তে software টি ইন্সটল করতে যে configuration প্রয়োজনঃ

  • প্রসেসরঃ ২গিগাহার্জ বা তার চেয়ে বেশি।
  • RAM: ১ গিগাবাইট বা তার চেয়ে বেশি।
  • HDD: C drive এ কমপক্ষে ১.৪ গিগাবাইট খালি জায়গা প্রয়োজন।
  • অপারেটিং সিস্টেমঃWindows XP SP-3 ,Vista SP-2, Seven Ultimate needed.
  • Direct X-9 compatible graphics card থাকতে হবে,যার সাথে নুন্যতম ১২৮ এমবি মেমরি থাকতে হবে।

মোটামোটি এই মানের পিসি থাকলে আপনি Adobe Photoshop CS-5 কোনো রকম ঝামেলা ছাড়াই চালাতে পারবেন।

ডাউনলোডঃ

প্রথমে এখান থেকে registration সম্পন্ন করে ডাউনলোড করে নিন সফটওয়্যারটির ট্রায়াল ভারসন। ২ টি ফাইল পাবেন।প্রথম টি Adobe extractor.exe(1.17 mb) এবং ২য় টি সেটাপ ফাইল এর 7z archive verson.(৯৭৮mb)।ডাউনলোড শেষ হলে adobe extractor software টি রান করে দেখিয়ে দিন কোথায় সেটাপ ফাইল টি সেভ করবেন। ডিফল্ট ভাবে desktop এ ই সেভ হয়ে থাকে। তারপর সেটাপ ফাইল টি রান করুন। সিরিয়াল কী চাইলে নিম্ন লিখিত সিরিয়াল কী টি প্রবেশ করান।

(1330-1270-1807-4202-0602-7919)

ok

সবুজ টিক চিন্ন দেখতে পেলে নেক্সট এ গিয়ে ইন্সটলেশন সম্পন্ন করুন।এবং উপভোগ করুন ৬৯৭৯০ টাকার software টি সম্পুর্ন বিনামুল্যে।আসুন দেখে নেই software টির কিছু screen-shot....

ps_app_frame_floating

ff813_Adobe-Photoshop-cs5

ব্যবহারবিধিঃ

এর ব্যবহারবিধি photoshop এর পূর্ববর্তী verson  গুলুর মতই প্রায় একি রকম।তাই আশা করি ব্যবহারে কোন সমস্যা হবে না।আগে যারা ডাউনলোড করেননি তারা এক্ষুনি ডাউনলোড করুন আর উপভোগ করুন বিশ্বের সবচেয়ে দামী ফটো এডিটিং  software ব্যবহার এর অনাবিল আনন্দ।আজ এ পর্যন্তই।আগামিতে আবারো হাজির হব আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

প্রবাসী ভাই এর টিউন থেকে আমি সফট্য়ারটির সন্ধান পাই।তাই তিনি প্রথমে ধন্নবাদ প্রাপ্প। কস্ট করে টিউন টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

২৫ জুলাই থেকে আমার প্রি-টেস্ট পরীক্ষা। (HSC-2011) টিউন টি ভাল লাগুক বা খারাপ লাগুক আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন।

কাজ হলে জানাতে ভুলবেন না যেন।

Level 0

আমি নওশাদ সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

‍‍‍‌‌‌


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য,ভাল এবং মান সম্পন্ন টিউন হইছে,ডাউনলোড দিয়ে দিছি দেখি কি হয়,আপনার স্ক্রিনশটের সিরিয়াল নাম্বার এবং আপনার দেয়া সিরিয়াল নাম্ভারের সাথে অমিল দেখতে পারছি,দুইটাই কি কাজ করবে?আর আমার adobe illustrator cs5’এর সিরিয়াল কি লাগবে থাকলে দিবেন।
আপনার জন্য অনেক দোয়া রইল আপনার পরিক্ষা যেন ভাল হয় এবং আপনি যেন ভাল রেজাল্ট করেন।

ধন্যবাদ আতাউর রহমান ভাই আপনার মুল্যবান কমেন্ট এর জন্য।সিরিয়াল কী আমি যেটা দিয়েছি সেটা ব্যবহার করবেন।স্ক্রীন-শট এ যেটা দেওয়া আছে ওটা কাজ করবে না।আপনার ই-মেইল আইডি দিন।adobe illustrator cs5 এর সিরিয়াল কী আমি পাঠিয়ে দিব।

ধন্যবাদ খব ই ভাল টিউন পরে ভাল লাগল আমিও আগে ডাউনলড করেছি…………………ভাল থাকবেন…………………

    আপনাকেও ধন্যবাদ রাশেদ ভাই।ভাল থাকবেন সবসময়।

সিএস-৪ এবং সিএস-৫ এর পার্থক্যগুলো কি কি…..
শুধু একটা শুনেছি….সিএস-৫ ইউনিকোড সাপোর্ট করে……
এছাড়া অন্য কোন সুবিধা আছে কি…….???

    ভাই আমি এই বেপারে তেমন ঘাটি নাই।তবে অনেক 3D effect use করা যায় যা আগে ইউস করা যেতনা।

Level 0

ধন্যবাদ

ধন্যবাদ। পরে কাজে লাগবে।

দারুন। 🙂

Level 0

Thanks.

Plz provide me Adobe Photoshop CS-5 Extended Edition serial key.

email: [email protected]

    ভাই উপরে ফটশপ এর কী উপরে দেয়া আছে।কপি করে নিবেন কস্ট করে।

ধন্যবাদ। দেখি নতুন ভার্সনটা কেমন।

Level 0

আচ্ছা যারা বাংলাদেশ থেকে ৯০০ মেগা বা ১ জিবি ডাউনলোড করন তাদের কত সময় লাগে কেউকি জানাবেন ? ধন্যবাদ।

    কেন আপনি জানেন না। আপনি কি ভিন দেশে থাকেন নাকি। তবে 1 GB ডাউনলোড করতে আমার ৪৮ ঘন্টা কম্পিউটার চালু রাখতে হয়।

    আপ্পি আপনার নেট কনেকশন এর স্পীড কত কিলোবাইট জানালে বলতে পারব।আমার নামাতে ৪ ঘন্টার মত লেগেছিল।আমার স্পীড ৩৫-৪০ কিলবাইট।
    আপনি চাইলে ধীরে ধীরে ডাউনলোড করতে পারেন।কয়েক দিন সময় নিয়ে।ধন্নবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

    েবশি না । ১ জিবি ডাউনলোড করতে ২৯/৩০ ঘন্টা লাগবে ।

ভাই আমার ১২৮ র‌্যাম দিয়ে কি এটা চলবে?

    ভাই ৫১২ এমবি রাম থাক্লেও হইত।তাইলে আপনি শেয়ার করে ১জিবি ram এর সাপোর্ট পাইতেন।

প্রায় ২৮ ঘন্টা লাগল ডাউনলোড হতে । আপনােক আসংখ্য ধন্যবাদ ।

ভাই সিএস ৩ নাই?

    Level 0

    আপনার চি এস ৩ পর্টেবল নাকি ইনস্টলার ভার্শন লাগবে???

sorry 2 say that …….ei softwear ta 1st a serial key niye koyek din clolse tarpor automatic trail verson chalu hoilo tarpor 1 month chole abar serial key chai…………….ekhon r ager serial key ta nei na…………..now ki korbo plz kew bolen

মানে কি?
আপনি কে ভাই?

এটা আবার কে রে ভাই????!!!!!