আমার টিউনের হেড লাইন দেখে কি অবাক হলেন ! হেড লাইন দেখে অবাক হওয়ার কিছু নেই । আমার আজকের টিউনটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে । এখন হয়ত আমাকে প্রশ্ন করতে পারেন আপনি একজন ওয়েব ডিজাইনার হয়ে গ্রাফিক্স এর টিউন কেন লিখলেন ? এর জবাবে আমি বলব প্রত্যেক ডিজাইনার এরই কল্পনা শক্তির প্রয়োজন রয়েছে । যার কল্পনা শক্তি যত বেশী তার ডিজাইন তত বেশী ক্রিয়েটিভ হয় । যখন আপনি একটি ডিজাইন করবেন তখন আপনাকে ভাবতে হবে আপনি এখন অন্য কোন জগতে আছেন যেখানে শুধু আপনি আছেন এবং আপনার সারা মস্তিস্ক জুড়ে রয়েছে সেই ডিজাইন তখন আর কোন চিন্তা করবেন না চিন্তা এক টাই নতুন কিছু করা । অনেক সময় দেখা যায় একজন নতুন ডিজাইনার আপনার চেয়ে সুন্দর কাজ করতে পারে কিন্তু আপনি পুরাতন হয়েও পারেন না কারন তার চেয়ে আপনার কল্পনা শক্তি কম । কল্পনা শক্তি ছাড়াও আরও অনেক কিছুর প্রয়োজন পরে । অনেক সময় দেখা যায় আমরা অনেক সুন্দর ডিজাইন করার পরও বায়ারের পছন্দ হয় না এর কারন আমরা এখন জানব ।
১. আপনি যে ডিজাইন টি করেছেন সেটা কি বায়ার এর চাহিদা অনুযায়ী করেছেন নাকি আপনার পছন্দ অনুযায়ী । বায়ার এর চাহিদা অনুযায়ী কাজটি করার চেষ্টা করুন । বায়ার যে ধরনের লোগো আপনাকে করতে বলেছে সেই ধরনের লোগো আপনি করতে পেরেছেন কি না ?
২. আপনি যে ডিজাইন টি করবেন সেটা নিয়ে আপনার বন্দুদের সাথে আলোচনা করুন । নিজেকে প্রশ্ন করুন আপনি যে ডিজাইন টি করেছেন সেটা আপনার কাছে পছন্দ হয়েছে কি না ?
আজ আর লিখব না । কারন ভাল লাগছে না ! আগামি পর্বে আবার কথা হবে আপনাদের সাথে । সে পর্যন্ত ভাল থাকুন ।
আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন ।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন ।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনার টিউন এর জন্য, কিন্তু আমি মনে করি আপনি একটু সময় নিয়ে টিউন করলে আরও ভাল লিখতে পারতেন।
আপনের লিখাতে একটু ভুল আছে, সেটা হল =বন্দুদের = এই লিখাটা। এটা হবে =বন্ধুদের= !!
ধন্যবাদ