হতে চান সফল গ্রাফিক/ ওয়েব ডিজাইনার?? [পর্ব-০৫] ::নিজে নিজে ডিজাইনার হতে হলে…

আগের পর্বে Typography আলোচনা করেছিলাম। যে study materials গুলো শেয়ার করা হয়েছে আসা করি আপনারা সবাই তা bookmark করে রেখেছেন এবং পরবর্তীতে নিয়মিত পড়াশুনা করে যাচ্ছেন। আমি আগের পর্ব গুলোতেও বলেছে, এখন এবার ও বলছি, academic background ছাড়া যারা ডিজাইনার হবার চেষ্টায় আছেন, তাদের পরিস্রম করতে হবে অনেক। ১-২ দিন বা ১-২ মাসে কিন্তু বস ডিজাইনার হওয়া যায়না। একেবারে একগাদা না পড়ে অভ্যাস করুন প্রতিদিন একটু একটু পড়ার এবং রপ্ত করার।

আজকে আমরা আলোচনা করব ডিজাইনার এর কিছু  বেসিক রুলস নিয়ে। ডিজাইন এ রুলস কেন সেখান হয় জানেন? ডিজাইন এ রুলস শেখানো হয় ডিজাইন এর প্রবলেম সল্ভিং এর জন্য এবং প্রয়োজন অনুযায়ী রুলস গুলো ভাঙার জন্য।

ডিজাইন কি?

অল্প কথায়, ডিজাইন হচ্ছে কোন কিছুকে সাজানো। এই মহা বিশ্ব টাই তো একটা মহান ডিজাইন। দেখুন কিভাবে সৌর জগতের গ্রহ নক্ষত্র গুলো সূর্যকে কেন্দ্র করে সুন্দর নিয়মিত ভাবে ঘুরছে। আমাদের চারপাশে আমরা যে প্রকৃতি দেখছি তাও তো ডিজাইন। আসলে একটু যদি লক্ষ করেন, তাহলে সন কিছুতেই ডিজাইন আছে। আমরা এর আগের পর্ব গুলোতে কালার, ফন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করলাম, এসব হচ্ছে ডিজাইনের কম্পোনেন্ট। এক একটা কম্পোনেন্ট এক এক ধরনের ভূমিকা পালন করে থাকে।

ডিজাইনার মুল প্রানশক্তি টাই হল Composition । ঐ যে বললাম কোন কিছুকে সাজানো যেটা চোখকে আরাম দেয় এবং সহজে মনে রাখতে সাহায্য করে।

মেইন ডিজাইন ইলিমেন্টঃ

গ্রাফিক ডিজাইন এর ৫ টি প্রধান ইলিমেন্ট আছে যেগুলো হলঃ Line, Shape, Mass, Texture এবং Color.

Line:

Line প্রধানত আমাদের ডিজাইন এর সীমানা নির্ধারণ করতে সাহায্য করে। এছাড়া ও লাইন থেকে আমরা একটা দিগ নির্দেশনা পাই। আপনার ড্রয়িং খাতায়, একেবারে সোজা কতগুলো লাইন আঁকুন। স্কেল দিয়ে লাইন টানলে যে রকম সোজা হয়, ঠিক সেই রকম হতে হবে হাতে টানা লাইন গুলো। যতক্ষণ বা যতদিন পর্যন্ত লাইন সোজা হবেনা, আঁকতে থাকুন। একেবারে না পারলে প্রতিদিন ১০ মিনিট করে লাইন আঁকুন।

ডিজাইন এর সময় আমরা বিভিন্ন ধরনের লাইন ব্যাবহার করতে পারি। বিভিন্ন ধরনের লাইন সম্পর্কে জানতে হলে পড়ে আসুনঃ এই লিঙ্ক থেকে

Shape:

ডিজাইন এ আমরা Shape বলতে মুলত জ্যামিতিক shape গুলো কেই বুঝে থাকি। ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই তিনটি হল প্রধান shape. এছারাও নানান রকম shape আছে যা আমরা ডিজাইন এ ব্যাবহার করতে পারি। যেমনঃ বর্গক্ষেত্র, অর্ধবৃত্ত, পেনটাগন, হেক্সাগন ইত্যকুন।আপ্নার ড্রয়িং খাতায়, পেন্সিল দিয়ে বৃত্ত আকার চেষ্টা করুন। কম্পাস দিয়ে আঁকলে একটা বৃত্ত যেমন নিখুঁত হয়, ঠিক তেমনি আপনার বৃত্ত টাকে নিখুঁত করার চেষ্টা করুন। যতদিন freehand এ বৃত্ত নিখুঁত হবেনা, চেষ্টা করে যেতে থাকুন বা প্রতিদিন ১০ মিনিট করে পেন্সিল দিয়ে বৃত্ত আঁকুন।

Mass:

MASS হল সাইজ এবং ওয়েট যা সরাসরি Shape এর সাথে সম্পর্কযুক্ত। একটা ইলিমেন্ট কি পরিমান বড় বা ছোট হবে তা mass/size দিয়েই নির্ধারণ করা হয়। এই পয়েন্ট এ আমি একটা টার্ম এর সাথে পরিচয় করিয়ে দেই, তা হল Visual Weight. এই ভিসুয়াল ওয়েট ডিজাইন এ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুগলে সার্চ দিলে অনেক লিঙ্ক পেয়ে যাবেন আসা করি।

Texture:  Texture হল আপনার ডিজাইনার ব্যাকগ্রাউন্ড। ২ বা তার অধিক ইলিমেন্টের মদ্ধে যে জায়গাটুকু থাকে তাই হল Texture. Texture নিয়ে আরও পড়াশুনা করতে চাইলে এই লিঙ্ক ঘুরে আসতে পারেন।

Color:

Color নিয়ে ৩ নাম্বার টিউনে বিসদ আলোচনা করা হয়েছে। এই খানে  দেখুন।

এই হল আমাদের ডিজাইন এর ৫ টা প্রধান ইলিমেন্ট। একটা খুব গুরুত্বপূর্ণ ইলিমেন্ট বাদ পড়েছে যা আমার পূর্বের টিউন গুলোতে আমি আলোচনা করেছি। দেখি কে বলতে পারেন, comment এর মাদ্ধমে জানাবেন।

পরবর্তী পর্বে আমরা Composition এর রুলস গুলো নিয়ে আলোচনা করব।

অনেক university তে ডিজাইন এর ৬ টা প্রধান ইমিমেন্ট পড়ান হয়। এই লিঙ্ক এ দেখতে পারেন।

ডিজাইন ইলিমেন্ট নিয়ে আরও গভীর পড়াশুনার জন্য নীচের লিঙ্ক গুলো বুকমার্ক করে রাখতে পারেনঃ

ডিজাইন নিয়ে পড়াশুনা কেমন চলতেসে সবার, জানাবেন।

আমার একটা পারসোনাল ব্লগ আছে ইচ্ছে হলে Subscribe করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

Level 0

আমি Amit Mojumder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a professional tech entrepreneur, designer, developer, web engineer and author. But, beside all those designations, I am more of a "Life Long Learner" or "The Searcher" as I constantly study, research on design and various web technology related topics. My top interest relating to my profession includes as...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার লেখা পড়েই প্রথম ডিজাইন এর থিওরিগুলোর ব্যাপারে জানার আগ্রহ শুরু হয়, শুরু করেছিলাম অনলাইন কমুনিটি খোঁজা। ডিজাইন এখনো খুব ভালো না পারলেও অনেক মজার মজার তথ্য জানতে পেরেছি। বেশ বড় বড় কিছু কমুনিটিতে জায়গাও পেয়েছি। ধন্যবাদ বরাবরের মত সুচিন্তিত পোস্ট করার জন্য।

আর আমার মনে হয় টাইপোগ্রাফি এলিমেন্টটা বাদ গেছে 🙂

Level 0

Typography!