এডবি ইনডিজাইন সিএস৬ :: টেকটিউনসে প্রথমবারের মত ইনডিজাইন সিএস৬ কোর্স (বাংলা ভিডিও লেসন)

আসসালামু আলাইকুম,

অনেকদিন পর টেকটিউনসে লিখতে বসা। ব্যস্ততার জন্যই এই বিরতি। আশা করি সবাই স্বাভাবিক ভাবেই নিবেন। আবার আসলাম। তবে এবার ব্যতিক্রমধর্মী এক টিউন নিয়ে। শিরোনামটি আবার দেখুন

এডবি ইনডিজাইন সিএস৬ :: টেকটিউনসে প্রথমবারের মত ইনডিজাইন সিএস৬ কোর্স (বাংলা ভিডিও লেসন)

কিছু কথাঃ

আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করছি অনেকেই। কেউ প্রফেশনাল আবার কেউ শখের বশে। এডবি ফটোশপ আর এডবি ইলাষ্ট্রেটরে হাতের তুড়িতে কাজ করি কিন্তূ এডবি ইনডিজাইন পারিনা। আর এডবি ইনডিজাইন বর্তমান প্রিন্ট মিডিয়ায় কতখানি প্রয়োজনীয় তা যে সকল ভাইয়েরা অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন তারা জানেন। আর যদি কারও অজানা থাকে তাহলে গুগল মামাকে জিজ্ঞেস করুন এডবি ইনডিজাইন সম্পর্কে, তিনি সব বলে দিবে আপনাকে। এই সিরিজে আমি ভিডিও টিউন করব। প্রতিদিন একটি করে পাবলিশ করব। খুব বেশিদিন লাগবেনা সিরিজটি শেষ করতে।

আর যে কথা না বললেই নয়

আমি Deke Mccellend কিংবা Nigel french, Mordi Golding এদের কারোরই সমকক্ষ নই। অথবা বাংলাদেশে যারা ভিডিও লেসন করে অনেক খ্যাতি অর্জন করেছেন তাদের মতও কেউ নই। আমি টেক্সট আকারে যা লিখতাম শুধুমাত্র সেগুলো ভিডিও এর মাধ্যমে দেখাব। তথ্যগত কোন ভূল হবেনা ইনশাআল্লাহ, তবে উপস্থাপনাজনিত সমস্যা হতে পারে কারন আমি বারাক ওবামা কিংবা নাজমুল হোসেন নই, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর সাজেশন দিবেন যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আমি অভিজ্ঞ, একথাটিও বলবনা। শুধুমাত্র ইনডিজাইন শিখার রাস্তায় নামিয়ে পথ দেখিয়ে দেয়ার চেষ্টা করব। পথ চলতে হবে আপনাদেরকে।

যারা যারা এই সিরিজের মাধ্যমে ইনডিজাইন সিএস৬ শিখবেন তারা মতামত এর ঘরে একটু হাজিরা দেন প্লিজ! আমি শুধুমাত্র দেখব কতজনের ইনডিজাইন শিখার আগ্রহ আছে।

আর বেশি কিছু লিখবনা।

শীঘ্রই আসছি “এডবি ইনডিজাইন সিএস৬” ভিডিও লেসন নিয়ে।

যতটা সম্ভব শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। জ্ঞান বিতরনে জ্ঞান ফুরাইনা কখনই।

আপনাদেরকে ধন্যবাদ।

আমি ফেসবুকে আছি নিচের ইমেজ লিংকে। যেকোন প্রয়োজনে যোগাযোগ করবেন। যতটুকু সম্ভব সাড়া দেওয়ার চেষ্টা করব। দেরী হলে কিছু মনে না করে জবাবের জন্য একটু অপেক্ষা করবেন।



সরাসরি আমাকে পাবেন ফেসবুকে

Level 0

আমি মোঃ সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চালিয়ে যান|

Level 2

ধন্যবাদ চমৎকার লেখার জন্য । একটা প্রশ্ন এটা (ইনডিজাইন সিএস৬) শিখতে কি ফটোশপ বা ইলাষ্ট্রেটর ভালো জানতে হবে ? যদি উত্তর না হয় তাহলে চেষ্টা করব শেখার ।
পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম ।

Level 0

সাথে আছি।

Level 0

sathei aci.1ti request. Youtube er sathe video gulo valo kono cloud a (like media fire) upload korben jate easily download korte pari.

সবাইকে ধন্যবাদ। ইনডিজাইন শিখতে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ভালো জানতে হবে এরকম কোন শর্ত নেই। কারন এটি আলাদা একটি প্রোগ্রাম। আর অবশ্যই ইউটিউবের সাথে অন্য স্টোরেজে রেখে লিংক দিব। সাথে থাকুন।

Level 0

সাইফুল ভাইয়া, ধন্যবাদ। আমিও আপনার সাথে আছি।

টিটি’র কর্তৃপক্ষকে অনুরোধ করব ক্যাটাগরিতে এডবি ইনডিজাইন সংযুক্ত করার জন্য।

চমৎকার ‍উদ্যোগ সাইফুল ভাই।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ ভাই। আপনাকে দেখে ভালো লাগে।

সাথে আছি।

    @মাহমুদ কলি।: আপনি সাথে থাকলেতো আমারে আর পায় কে? ভাই কেমন আছেন?

Level 0

আমি প্রস্তুত

সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ সাইফুল ভাই, সাহস দেয়ার জন্য, সাথেই আছি ।

vaia adobe indesign er download link ta diben/

Level 2

Go on Mr. Saiful, I’m with you on this journey. Best of luck!

✋✋ সাথে আছি।