সবাই ভালো আছেন, অনেক দিন পরে এলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ডিজাইন নিয়ে।
আমার আগের tune গুলাতে আপনাদের সাড়া পেয়ে আজকে আমি আমার আজকের tune টা post করলাম। আশা করি এটাও ভাল লাগবে।
আর আমি Tuner হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি আমার Tune আপনাদের কাছে ভালো লাগলে আমার Graphics Design page টি visit করুন এবং Connected থাকুন । আমার পেজ link- Mx Style BD
কিভাবে একটি টেক্স এর উপর ফায়ার ইফেক্ট দেওয়া যায়। একবার ভালো করে দেকলে সবাই করতে পারবেন। আমি আগেই বলে রাখছি এই post টা আমি তৈরি করি নাই। এতা আমি সংগ্রহ করেছি ।
১. প্রথমে একটি ৮০০*৬০০ পিক্সেলের একটা নিউ পেজ নিবেন। এর Background Color হবে সাদা।
২. এরপরে Horizontal Type Tools এর মাধ্যমে Front Name-Arial ফন্ট সাইজ 160 দিয়ে টাইপ করুন ADOBE এর কালার হবে ব্লাক এবং বোল্ড হবে।
৩. এরপরে Layer >> Duplicate Layer করে নিন।
৪. Duplicate Layer লেয়ার করার পরে একে Layer >> Rasterize>> Type করে নিন।
৫. এবার Edit থেকে Fill করে নিন।
৬. এরপরে Filter >> Distort >>> Polar Coordinateness এ গিয়ে Polar To Rectangular দিতে হবে।
৭. এটিকে এখন রোটেট করতে হবে। ৯০০CW তে। এর জন্য Image >> Rotate Canvas >> 900 CW।
৮. এখন Filter >> Stylize >>> Wind এ গিয়ে এর ম্যাথড থাকবে উইন এবং এর ডিরেকশন থাকবে ফরম দ্য রাইড, এর পরে OK। এখন দেখাযাবে যে লেখার উপর একটা ইউন্ড শেপ ফিল হয়েছে।
এরপর আপনার কি বোর্ড থেকে ৪ বার Ctrl+F দিন।
৯. এরপর Image >> Adjustment >> Inverts দিন।
১০. আবার Filter >> Stylize >>> Wind এ গিয়ে এর ম্যাথড থাকবে উইনড এবং এর ডিরেকশন থাকবে ফরম দ্য রাইড, এর পরে OK। এখন দেখাযাবে যে লেখার উপর একটা ইউন্ড শেপ ফিল হয়েছে।
এরপর আপনার কি বোর্ড থেকে ৪ বার Ctrl+F দিন।
১০. এটিকে এখন রোটেট করতে হবে। ৯০০CCW তে। এর জন্য Image >> Rotate Canvas >> 900 CCW।
১১. এরপরে Filter >> Distort >>> Polar Coordinateness এ গিয়ে Rectangular To Polar দিতে হবে।
১২. এর পরে Layer pallet থেকে Normal মোড পরিবর্তন করে Multiply mode দিতে হবে।
১৩. এবার কালার পরিবর্তনের মাধ্যমে নতুন একটি লুপ দিব এর জন্য Image >> Adjustment >> Hue/Saturation অথবা Ctrl+U দিন। Hue/Saturation টেমেপ্লট এর ডানপাশের Colorize অপশনটি মার্ক করে দিন তারপরে পিকচারে দেওয়ার মানগুলোদিন। এরপরে OK দিন। এতে এই লেয়ারের কাজটি শেষ।
১৪ এর পরে ADOBE লেখা লেয়ারটি থেকে ADOBE text ক্লক করে এর কালার ব্লাক পরিবর্তন করে রেড # CC0000 এটি দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এরপরে এটি এটিকে JPEG Mode or BMP মোড এ সেভ করুন ।
আমার এই post টা যদি আপনাদের ভালো লাগে তবে ই আমার সার্থকতা। Graphics Design সম্পর্কে আরও এরকম tips পেতে আমার সাথে connected থাকুন।
Please connecting with me by like this page Max Style BD
ধন্যবাদ 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
আমি Sajib Sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি মানুষের উপকার করতে । ভালবাসি নিজেকে ভাল মাপের মানুষ হিসেবে গরতে।
কারোর কাছে ultraseps v2 ফুল র্ভাশন ডাউনলোড লিংক থাকলে শেয়ার করেন প্লিজ। আর যদি সিরিয়াল থাকে তবেও দেন ।