Photoshop: Ctrl+N চেপে একটা নতুন পেজ নেন। G চেপে অথবা Tool Bar থেকে Gradient Tool টি সিলেক্ট করে নিন। এইবার পিকচার এর এক পাস থেকে টেনে অন্য পাসে এনে ছেড়ে দিন। তারপর Gradient Overlay তে যান, Blend Mod: Normal, Opacity 100, Gradient Color সিলেক্ট করে Style: Redial দিয়ে Angel 138 এবং Scale 100 দিয়ে OK প্রেস করুন।
Tool Bar থেকে Ellipse Tool টি সিলেক্ট করে পিকচার এর উপরের অংশে ড্রপ করে নিন।
এবার Gradient Overlay তে গিয়ে সবকিছু ঠিক ঠাক করে OK দিন।
Custom Shape Tool টি সিলেক্ট করে পিকচার এর উপর মাউজ রেখে রাইট বাটন ক্লিক করুন। Heart Card সিলেক্ট করে নিয়ে পিকচার এর উপর একটা লাভ চিহ্ন একে নিন।
Move Tool নিয়ে alt চেপে ধরে একটা চিহ্ন কে অনেকগুলা কপি করে নিন।
আবার Custom Shape Tool টি নিয়ে পিকচার এর উপর মাউজ রেখে রাইট বাটন ক্লিক করে আইকন টি সিলেক্ট করে পিকচার এর বড় একটা লাভ একে নিন। 3 নম্বর এ Drope Shadow অপসন এ যান, এবং অপসন গুলা ঠিক করে OK ক্লিক করুন।
এইবার Gradient Overlay তে যান এবং এইখানেও পিকচার এর মত সব গুলা অপসন ঠিক করে OK প্রেস করুন।
উপরে আরেকটি লাভ চিহ্ন একে নিন, এখন এইটার Opacity 100% থেকে 10% কমিয়ে করে দিন।
কোনো কিছু লিখতে চাইলে Text Tool টি নিয়ে লিখতে পারেন।
আমি MITOO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিঠু ফ্রম নোয়াখালী... :)
মচুৎকার টিউন।:)
ভাল্লাগলূ।