গ্রাফিক্স ডিজাইনারদের কর্মক্ষেত্র ও আয় করার উপায় সমূহ

বর্তমান সময়ের একটি আকর্ষণীয় পেশা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন । যারা নিজেদের ক্রিয়েটিভ ধারনাকে রঙ তুলির মাধমে প্রকাশ করতে চান তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটি অন্যতম মাধ্যম । গ্রাফিক্স ডিজাইন যেমনি একটি সম্মান জনক পেশা তেমনি আয়েরও অন্যতম উৎস। বাংলাদেশ এবং দেশের বাইরে ভাল মানের গ্রফিক্স ডিজাইনারদের ব্যাপক চাহিদা । সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হচ্ছে, যার ফলে সকল কাজের মধ্যে একটি আর্টিফিশিয়াল ভাব লক্ষণীয় । অতীতের ধ্যান ধারনাকে পেছনে ফেলে বিনোদন এবং প্রচারের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনারদের শিল্প কর্ম গুলোর গ্রহন যোগ্যতা দিন দিন বেড়েই চলছে । আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- ভিজিটিং কার্ড, ডাইরি, বিবাহের কার্ড, ক্যালেন্ডার, ডিজিটাল ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড, ঈদ কার্ড,পেপার অ্যাড,পোস্টার সকল প্রকার প্রিন্টিং কাজের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনারদের হাতের ছোঁয়ায় সেগুলো আরও দৃষ্টিনন্দন হয়ে উঠে । এগুলো গ্রহন করার মধ্য দিয়ে আমাদের রুচিবুদের পরিবর্তন লক্ষ করা যায় । এ পরিবর্তনই অন্যান্য পেশা জীবীদের সাথে গ্রাফিক্স ডিজাইনারদের একই সারিতে দাড়াতে সহায়তা করছে ।

       গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে আমরা আয় করতে পারি চলুন এবার দেখি :


               করতে পারেন কোন প্রাতিষ্ঠানিক চাকুরি :

অতীতে গ্রাফিক্স ডিজাইন শেখাকে মানুষ শখের বিষয় হিসেবে মনে করত কিন্তু এই সময়ে ডিজাইনের কাজটির অবস্থান এখন অনেক উচ্চতায় । গ্রাফিক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্র এখন আর কোন একটি জায়গাতে সীমাবদ্দ নেই । বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনারদের চাকরির বাজারে প্রচুর চাহিদা রয়েছে । প্রাইভেট কোম্পানি গুলোতে নিজেদের বিভিন্ন ডিজাইন এবং প্রচারের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনারদের কাজে লাগানো হচ্ছে । তাই এই প্রতিযোগিতা মূলক বাজারে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা দিন দিন বেড়েই চলছে । এক্ষেত্রে বেতনও নজর করা । একজন গ্রাফিক্স ডিজাইনার কাজের দক্ষতা অনুযায়ী প্রতি মাসে ১৫-৪০ হাজার টাকা  বেতন পাচ্ছে । যা শুধু বেকারত্ব দূর নয় সচ্ছলতাও এনে দিচ্ছে অনেক খানি ।

           হয়ে যেতে পারেন একজন দক্ষ ফ্রিলান্সার :

একজন গ্রাফিক্স ডিজাইনারের দেশে রয়েছে যেমন কাজের ক্ষেত্র তেমনি দেশের বাহিরেও এদের প্রচুর চাহিদা রয়েছে । বর্তমান সময়ের ফ্রিলান্সিং হচ্ছে একটি সম্মান জনক পেশা । একজন ভালমানের গ্রাফিক্স ডিজাইনারের শুধু দেশে নয় বিদেশেও রয়েছে ব্যাপক চাহিদা । অনলাইন মার্কেটপ্লেস গুলোতেও গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ পাওয়া যায় । উদাহরন সরূপ আমরা ওডেস্ক, ফ্রিলান্সার, ইলান্স অনলাইন মার্কেটপ্লেস গুলোর কথা বলতে পারি যেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি ঘণ্টায় ১০-৩০ ডলার রেটে কাজ কতে পারে । আয় করতে পারে প্রচুর বৈদাশিক মুদ্রা ।

                       নিজেই হতে পারেন একজন সফল উদ্দোক্তা :

আমাদের সমাজের শিক্ষিত – অশিক্ষিত সকল শ্রেণীর মানুষের মধ্যে চাকরি পাওয়া বিষয়টি ইতিবাচক হিসেবে কাজ করে কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার এ ভ্রান্ত ধারণাটিকে ভুল প্রমাণিত করতে পারেন । একজন গ্রাফিক্স ডিজাইনার নিজেই হয়ে উঠতে পারেন একজন সফল উদ্দোক্তা । নিজের ক্রিয়েটিভ ধারনাকে কাজে লাগিয়ে লোকাল বা অনলাইনে বিক্রি করতে পারে নিজের প্রোডাক্ট । সে নিজেই তৈরি করতে পারে অন্য দশজন বেকার যুবকের কর্মসংস্থান । প্রথম দিকে বিষয়টি অনেক তুচ্ছ মনে হলেও পরবর্তীতে এটি হতে পারে একটি বিশ্ব মানের প্রতিষ্ঠান ।

 

আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়ার পথে শুভ কামনা থাকল ।

 

গ্রাফিক্স , এসইও বা ওয়েব ডিজাইন সম্পরকিত নানা ধরণের সমস্যার সমাধান বা গুরুত্ত্বপূর্ণ তথ্যের জন্য  আমার প্রিয় এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন http://www.facebook.com/groups/creativeit/

Level 0

আমি nazmuljnu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস