গ্রাফিক্স ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার? জানুন কোন রঙ, কি অর্থ বহন করে?

গ্রাফিক্স ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার সবারেই অনেক সময় কাটে নিজের ডিজাইনের জন্য উপযুক্ত কালার ম্যাচিং এর নিয়ে ভাবনা-চিন্তায়। কোন রঙ সবচেয়ে আকর্ষনীয় কিংবা ডিজাইনের বিষয়বস্তু ফুটিয়ে তুলতে পারে, কোন রঙ ব্যবহার করলে সেটি দর্শকের কাছে গ্রহনযোগ্যতা পাবে, এমন অনেক বিষয় নিয়েই ডিজাইনের আগে অনেক বেশী ভাবতে হয়। এছাড়া যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্লায়েন্টের মনোভাব কিংবা ব্যবসার ধরণ বুঝে সেইরকম রঙ পছন্দ করে ডিজাইন করতে হয়। একেক ডিজাইনার একের ধরনের রঙ ব্যবহার করলেও, বিশেষ বিশেষ  রঙ এর ব্যাপারে মানুষের মাঝে আছে নানা রকমের মনোভাব। চলুন এক নজরে নীচের ইনফোগ্রাফিকটি দেখে মানুষের কালার সাইকোলজী সম্পর্কে জেনে আসি। ইনফোগ্রাফিটি বানিয়েছে DEHAHS। সৌজন্যেঃ এসআইআইটি 

The Psychology of Color

 

Level New

আমি এসআইআইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে স্বল্পমূল্যে আন্তর্জাতিকমানের আইটি প্রশিক্ষণের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান এসআইআইটি। ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য প্রযুক্তিকে দক্ষ সমাজ গড়ার। আমাদের ফ্যান পেইজঃ http://fb.me/siitbd এবং আমাদের ওয়েবসাইটঃ http://sadiit.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

awesome post…….keep it up……bro

vai ki post krecen ata? kisu hylo?

    @এস. এম. ফাহাদ: কেন ভাই কি হইছে? আপনি কি ইমেজটা দেখতে পাচ্ছেন না?