ফ্রিল্যান্সিং প্ল্যাটফরমগুলোতে কিংবা বর্তমানে বিশ্বে প্রথম সারির হাই সেলারীর চাকুরীগুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমেই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের বডির ডিজাইন করতে হবে। আমাদের দেশিয় অনেক কোম্পানীই এখন গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দিচ্ছে। এইরকম একটি জব পোষ্টিং দেখতে নীচের লিংক এ যানঃ
http://jobs.bdjobs.com/JobDetails.asp?ID=507689
যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্যও আছে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয়ের সুযোগ। 99Design, Odesk, Freelancer.com, Elance সহ অনেক বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছে প্রচুর UI ডিজাইন, ব্যানার, লোগো, ফেস্টুন, পিএসডি ডিজাইন এর ফিক্সড, হাওয়ারলি রেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার সুযোগ। কাজগুলোর কিছু নমুনা এবং রেট দেখতে পাবেন নীচের লিংকেঃ
https://www.odesk.com/o/jobs/browse/c/design-multimedia/sc/graphic-design/
মোদ্দাকথা একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। চাকুরীর বাজারে তার জন্য অনেক ধরনের চাকুরীই আছে। গ্রাফিক্স ডিজাইনিং বিপ্লবের এই যুগে নিজের ক্যারিয়ার গড়তে পারেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। যারা আঁকতে ভালবাসেন, ডিজাইন করতে ভালবাসেন তাদের জন্য এই সেক্টর হতে পারে দারুন সম্ভাবনার একটি ক্ষেত্র।
আমি এসআইআইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চট্টগ্রামে স্বল্পমূল্যে আন্তর্জাতিকমানের আইটি প্রশিক্ষণের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান এসআইআইটি। ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য প্রযুক্তিকে দক্ষ সমাজ গড়ার। আমাদের ফ্যান পেইজঃ http://fb.me/siitbd এবং আমাদের ওয়েবসাইটঃ http://sadiit.com
উৎসাহী করার জন্য ধন্যবাদ!! 🙂