TOON BOOM ANIMATE PRO 2 V 7.9
যারা এ্যানিমেশনের সাথে জড়িত এই সফটওয়্যারটি তাদের কাজের গতিকে বাড়িয়ে দিতে সহায়ক হবে হয়তো।তাহলে আসুন জেনে নেয়া যাক সফটওয়্যারটি সম্পর্কে।
এটিও প্রফেশনালি এ্যানিমেটেড কার্টুন তৈরীর একটি সফটওয়্যার। আপনার যদি আঁকাআকির অভ্যাস থেকে থাকে তবে এই সফটওয়্যারটির মাধ্যমে তা এঁকে ফ্ল্যাশ এ্যানিমেশন তৈরী করতে পারবেন।
এদের ওয়েব সাইটের একটি স্ক্রীনশট এবং তাতে যা বলছে কি ভাবে তোইরী করবেন এ্যানিমেশন?দূর আমি কি এত কিছু জানি নাকি?তাহলে তো টিউটোরিয়াল সহ টিউন করতাম।শুধু বলি সফটওয়্যারটি খুলুন,ফ্রেম সিলেক্ট করুন এবং বিভিন্ন টুল ব্যবহার করে তৈরী করে নিন স্কেচ।
ফাইল দু’টি ডাউনলোড শেষ হলে winrar দিয়ে এক্সট্রাক্ট করে নিন।এরপর ইন্সটল করুন।সঙ্গে একটি প্যাচ ফাইল আছে যা / c drive/programs/toonboom animate pro 2/nt/bin এ প্রবেশ করিয়ে ২ বার ক্লিক করলে ছোট্ট একটা ইন্সটল হবে এবং এরপর বেরিয়ে আসুন।ছবি দেখুন
এরপর ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন এবং work offline সিলেক্ট করে কাজ শুরু করুন।ছবি দেখুন
সৌজন্যেঃ অর্থহীন
আমি toothless। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Download Link Koi?