সোশ্যাল নেটওয়ার্ক ভেক্টর আইকন- কাজে লাগবে গ্রাফিক্স ডিজাইনারদের

বন্ধুরা  আজ আপনাদের কিছু সোশ্যাল নেটওয়ার্ক আইকন ভেক্টর দিলাম । আজকাল বিভিন্ন লিফলেট, বিজনেস কার্ড, পেপার এড-  ডিজাইন  এর  ক্ষেত্রে এসব আইকন  ব্যাবহার লক্ষ্য  করা যায়। কিন্তু  অনেকের  কাছে  হয়ত সোশ্যাল নেটওয়ার্ক আইকন এর ভেক্টর  না থাকায় কষ্ট  করে পাথ  তৈরি  করে  কাজ   চালীয়ে নেন ।  তাই  আজ এই টিউন টা দিলাম।  যাতে  করে আমার  বন্ধুরা  খুব  সহজে  ডিজাইন  এর  কাজ  করতে  পারেন।  আমার কাছে   অনেক ধরনের  ভেক্টর   আছে।  কিন্তু  কোনটা  ছেড়ে  কোনটা   দিব  এটাই  বুঝে  উঠতে  পারিনা।   তাই বারবার আপনাদের  সাহায্য    চাইছি। আপনারা  কি ধরনের  ভেক্টর  চান জানাবেন। তাহলে   আমার টিউন  করতে  সুবিধা  হয়। পরবর্তী টিউনটা  আশা  করি  আপনাদের  পছন্দ মত  দিতে  পারব। আজ তাহলে  এই   টুকুই   । সবাই ভাল থাকবেন।

এখানে মিডিয়া ফায়ার এর Download Link

Level 2

আমি Shakil Rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Life is Nothing But Sun Is Hot.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দিতে থাকেন ভাই। স্টপ দিয়েন না। নিতেছি আর ভাল্লাগতাছে 🙂

দিতে থাকেন ভাই। স্টপ দিয়েন না। নিতেছি আর ভাল্লাগতাছে 🙂 (নওশাদ সাইফ) এর সাথে একমত। ধন্যবাদ