অনেক বন্ধুদের আগ্রহের কারণে এই টিউন টা দিলাম। আশা করি সবার কাজে লাগবে। আর এই কার্ড এর সুবিধা হচ্ছে গুলো ভেক্টর গ্রাফিক্স তাই অনেক ভাবে এর ব্যাবহার আপনি করতে পারবেন। শুধু যে বিজনেস কার্ড হিসেবে ব্যাবহার করবেন এমন কোন কথা নাই। বিভিন্ন কাজে Background হিসেবে ব্যাবহার করতে পারবেন। প্রতিটা ্পাথ যেহেতু আলাদা তাই কাজ করে মজা পাবেন। আপনারা আর কি ধরনের ভেক্টর চান জানাবেন আমি দেয়ার চেষ্টা করব। আজ তাহলে এই টুকুই । সবাই ভাল থাকবেন।
দুটা আলাদা আলাদা ফাইল করে দিলাম।
আমি Shakil Rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Life is Nothing But Sun Is Hot.....
ভাই এগুলোর ব্যাবহার কিভাবে করবো?? একটু ক্লিয়ার করে বললে ভাল হয়। কারন আমি photoshop তেমন পারিনা।