বিভিন্ন ধরনের আবেদন ফর্মের সাথে আমাদের ছবি সংযোজন করতে হয় । যারা চাকুরির জন্য আবেদন করতে থাকেন তাদের যে কত কপি ছবি লাগে তার কোন হিসাব নেই । সাধারনত স্টুডিও হতে প্রতি কপি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট দিতে দশ টাকা খরচ হয় । এই হিসাবে যাদের বেশি ছবির দরকার তাদের খরচের পরিমাণটাও অনেক ব্যাপক । তাই একটু বুদ্ধি করলেই এই খরচ অনেক কম হয় । মাত্র ৭ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি প্র্রিন্ট করা সম্ভব । এই কাজটি আপনাকে নিম্নরূপে করতে হবে ।
১) প্র্রথমে আপনার পিসির হার্ডড্রাইভে আপনার ছবিটি সংরক্ষণ করুন।
২) ফটোসপ ওপেন করুন ।
৩) Ctrl+O চেপে আপনার ছবিটি ওপেন করুন ।
৪) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।
৫) Ctrl+N চাপুন।
৬) পাসপোর্ট সাইজের জন্য –
Name: PP
Width: 1.57 inches
Height: 1.96 inches
Resolution: 300 pixels/inches
আর স্ট্যাম্প সাইজের জন্য –
Name: S
Width: 0.8 inches
Height: 1 inch
Resolution: 300 pixels/inches
মানগুলো লিখে ok করুন।
৭) Ctrl+V চাপুন এবং Ctrl+T চাপুন। অত:পর ছবিটির সাইজ ঠিক করুন ।
৮) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।
৯) Ctrl+N চাপুন।
১০) 4R এর জন্য-
Name: 4R
Width: 4 inches
Height: 6 inches
Resolution: 300 pixels/inches
লিখে ok করুন ।
১১) Ctrl+V চাপুন । এই ছবিটিকে ড্রাগ করে বাম দিকের উপরে কোনায় সাজান । এরপর Ctrl+Alt চেপে ছয়টি ছবি ড্রাগিং করে সাজান । প্রতিটি ছবির মাঝে কিছু পরিমাণ ফাকা জায়গা রাখতে হবে ।
১২) Jpeg ফরমেটে ছবিটিকে Save As করুন।
১৩) এই 4R ছবিটি যেকোন ল্যাবে (স্টুডিও বাদে) মাত্র ৭ টাকা খরচে আপনি প্রিন্ট করতে পারবেন । আর পেয়ে যাবেন ছয় কপি ছবি ।
বি:দ্র: মন্তব্যের পরে টিউনটি আপডেট করা হয়েছে । মন্তব্য প্রদান করে টিউনটি সংশোধন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
হূমম…. ভাল টিউন, ধন্যবাদ।