পোর্টেবল সফটওয়্যার কালেকশন (পর্ব-১০):::Professional মানের Logo তৈরি করতে চান, চলে আসুন । আমিই আপনাদের শেখাব, মাত্র ২ মিনিটের কাজ !!!_বাচ্চারাও আসতে পারো, একদম সহজ [বিশেষ সফটওয়্যার]

সবাইকে সালাম ও শুভেচ্ছা ।

সাথে বিশাল একখানা ঈদ মোবারক।

এখন আপনাদের কিছু সুন্দর সুন্দর Logo তৈরি করা শেখাব । একদম Professional মানের Logo .

নিন শুরু করি...

1. প্রথমে সফটটি ওপেন করুন । এরপর কি স্টাইলের লোগো বানাবেন তা সিলেক্ট করুন ।

2. মাউস দিয়ে পূর্বের লেখাগুলো সিলেক্ট করুন । এরপর ডিলিট করুন...

3. এবার Add Text দিন...

4. এবার আপনার কোম্পানির নাম লিখুন । লেখা শেষে, কি-বোর্ডের Aero দিয়ে লেখা up, down, right, left করতে পারবেন ।

5. এবার নিচে একটা text লিখে দিন (একইভাবে)

দেখুন তো কি সুন্দর হল !!!

যাই হোক সফটওয়্যার তো দিলাম না !!

এই নিনঃ Download Here [পোর্টেবল, ইন্সটল করা লাগবে না]

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন

আজকের মত বিদায়...

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পোর্টেবল সফটওয়ার এর কালেকশান আজকেরটিও অনেক দারুন হয়েছে !!

Level 0

shortink logo maker??

nice post

vector image paua na gala kono lav nae

ভাইয়া একটু হেল্প করুন প্লিস। আমার লেপিটায় জেনুইন উইন্ডোজ ৮ দাওয়া। কিন্তু এর মধ্যে যেটা ms office 2010. আছে আমি কোন ভাবেই একটিভ করতে পারছি না। আপনি কি আমাকে এই বিষয় কোন সাহায্য করতে পারবেন।

Level 0

black dragon vai aye post apnar age probashe vai korse

Level 0

darun

অবশ্যই, মাফ করে দিয়েন আমারি প্রথমে দাওয়া উচিত ছিল। skype saadrahmanbd mail [email protected] phone +8801611111611

    @saad rahman: না না, ঠিক আছে । আমি আপনার মেইলে পাঠিয়ে দিয়েছি… চেক করেন ।

Thank you vi & Eid Mubarak.

Level 0

ভাই কিছু মনে করবেননা।সেটা হলো এইভাবে লোগো ডিজাইন করা মানে আত্মহত্যার সামিল।
একটা লোগো মানে একটা পরিচয়। সেটা হবে ইউনিক। কখনই টেম্পলেট নয়। এবং এই গুলা ডিজাইনদের সৃজনশীলতা নষ্ট করে দেয়।

    @seeam: ভাইয়া, আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ ।
    আমাদের মধ্যে সবাই খুব ভাল ফটোশপ বা অন্যান্য Graphics design-এর কাজ পারি তা নয় । এই সফট শুধু তাদের জন্য যারা, সপ্তাহ ধরে পরিশ্রম করে লোগো বানাতে পারবে না, সেই সময় তাদের নেই ।
    আর সৃজনশীলতার কথা বলছেন ? যেখানে আমি লোগোই বানাতে পারি না সেখানে তো এই প্রশ্ন একেবারেই বেমানান।
    হ্যাঁ, আপনার যুক্তি সঠিক। আমার যুক্তিটাও ভেবে দেখুন…

      Level 0

      @βℓąȼЌ ďяąǥ๏ɲ: বানাতে পারেননা তার মানে এইনা যে পারবেন না 🙂 কিন্তু যখন এর উপর নির্ভরশীল হবেন তখন শেখার ইচ্ছা মরে যাবে।
      আর সব কাজ সবার জন্য নয়। যার কাজ তার সাজে। যে ডিজাইন বা হতে চাই সেই ডিজাইন করবে। যারা পারেনা, তাদের ডিজাইন করার দরকার কি?

Level 0

software ta email koren [email protected]

Level 0

sorry vai email ta bool [email protected]

Thanks vi

awsome

Level 0

uffff purai osthir….chalaye jan….

Level 0

গালিব ভাই, পুরাই ফাটাইয়া দিসেন !!!!!!!

    @tahmim: Thank you ভাইয়া… আপনার কমেন্ট দেখলে খারাপ মন ভাল হয়ে যায় ।

    আপনাদের মত এমন একটা কমেন্টের জন্য টিউনার অধীর আগ্রহে অপেক্ষা করে ।

    ধন্যবাদ…

Level 0

দারুণ জিনিষ।

Level New

vai apni solidfiles bade onno kothao uplod kore den r ai jonnoi sobar moto amro download korte

problem hocche dekhenna sobai email pathacche please vai parle copy.com e

Level 0

Nice and nice tune

সুন্দর জিনিস কিন্তু ছবিগুলোর ফরমেট পরিবর্তন করতে পারছি না। যেমন জেপিজি বা অন্য কোন ফরমেট