খুব সহজেই ফটোস্কেপ দিয়ে ইমেজ স্লাইডার তৈরী করুন

ফটোশপ দিয়ে ইমেজ স্লাইডার তৈরী করা বেশ জটিল ও সময় সাপেক্ষ।আবার অনেকেই ফটোশপ দিয়ে কাজ করতে স্বাছন্দ্যবোধ করে না।যদিও ফটোশপই সর্বসেরা ও বস!ফটোশপ দিয়ে ইমেজ স্লাইডার তৈরী করতে যাদের কঠিন মনে হয় তাদের জন্য এই পোস্ট।ছোট-খাট একটা ইমেজ এডিটর ‘Photoscape’ দিয়ে খুব সহজেই আপনি ইমেজ স্লাইডার তৈরী করতে পারেন।

প্রথমেই ফটোস্কেপ সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।এখান থেকেঃ Download Photoscape

  • কম্পিউটারে ইনস্টল করে ওপেন করুন।নিচের ছবির মত একটা উইন্ডো আসবে।সেখান থেকে “Animated GIF” এ ক্লিক করুন।
ফটোস্কেপ ০১
  • এবার ডান পাশের সাইডবারের উপরে ‘Add’ অপশনে ক্লিক করুন।তারপর ড্রপডাউন মেনু থেকে ‘Add a Photo’ তে ক্লিক করুন।

ফটোস্কেপ ০২

  • এবার আপনার যে কয়টি ইমেজ স্লাইডারে যোগ করতে চান সেগুলো সিলেক্ট করুন।এক সাথে অনেকগুলো ফটো সিলেক্ট করতে কী-বোর্ডের Ctrl বাটন চেপে ধরে মাউস দিয়ে সিলেক্ট করতে থাকুন।সিলেক্ট করা শেষ হলে ‘Open’ বাটনে ক্লিক করুন।
ফটোস্কেপ ০৩
  • স্লাইডারে ইমেজযুক্ত হয়ে গেছে।এবার স্লাইডারে কিছু Effect দেওয়া যাক।Default ভাবে ‘No Effect’ সিলেক্ট করা থাকে।ডান পাশের সাইডবারে ‘Change Effect’ অপশনে ক্লিক করুন।বিভিন্ন ইফেক্ট এর ড্রপডাউন মেনু আসবে।আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন।

ফটোস্কেপ ০৪

  • স্লাইডারের ইমেজগুলো একটা নিদির্ষ্ট সময় পরপর আসতে থাকে।Default ভাবে ০.৯০ সেকেন্ড পরপর একটার পর একটা ইমেজ আসবে।আপনি চাইলে এটা পরিবর্তন করে বাড়াতে বা কমাতে পারেন।ডানপাশের সাইডবারে “Change Time” অপশনে ক্লিক করুন।নতুন একটা উইন্ডো ওপেন হবে।সেখানে স্লাইডারের সময় টাইপ করে দিন।

ফটোস্কেপ ০৫

  • স্লাইডারের ইমেজগুলোর সাইজ বাড়াতে বা কমাতে পারেন।নিচের ছবিটা দেখুন।বাটনটি ডান-বাম পাশে মুভ করে বাড়াতে/কমাতে পারবেন।

ফটোস্কেপ ০৬

  •  এবার আর কিছু বলব না।নিচের ছবিটা অনেকটা ইনফো গ্রাফিক্সের মতই। 😀 দেখলেই কাজ বুঝতে পারবেন।

ফটোস্কেপ ০৭

  •  আপনার ইমেজ স্লাইডার তৈরী হয়ে গেছে অনেক আগেই।এবার এটাকে সেভ করে ফেলতে পারেন। 😛 সেভ করতে ডানপাশের সাইডবারে উপরে ‘Save’ বাটনে ক্লিক করুন।মিনি একটা উইন্ডো আসবে।‘Yes’ বাটনে ক্লিক করুন।

ফটোস্কেপ ০৮

  •  আপনার ইমেজ স্লাইডারটি কোথায় সেভ করবেন তার ঠিকানা দেখিয়ে দিন।সেভ টাইপ অবশ্যই .Gif রাখবেন।কোনো পরিবর্তন করবেন না।

ফটোস্কেপ ০৯

  •  কিছুক্ষণ অপেক্ষা করুন।আপনার ইমেজ স্লাইডার সাকসেসফুলি তৈরী! 😀

ফটোস্কেপ ১০

 পূর্ব প্রকাশিতঃ দুরন্ত তৌফিকের ব্লগ
ফেসবুকে আমিঃ দুরন্ত তৌফিক
টুইটারে আমিঃ দুরন্ত তৌফিক 

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Trail Verson Share না করে ফুল ভার্সন Share করলে ভাল হত ।

    @Fbboy হিমু: এটা ওপেনসোর্স সফটওয়্যার।ট্রায়েল ভার্সনের তো প্রশ্নই আসে না 😛

Hmm..পছন্দ হয়েছে ।
Thank u…

Not Bad