আমাদের মধ্যে অনেকে নিজের ফাইল বা ফোল্ডারে বিভিন্ন আইকন ব্যবহার করতে পছন্দ করেন । এই আইকন যদি নিজে তৈরী করা যা্য় তাহলে কেমন হ্য় ? হ্যা আপনি নিজেই আপনার চাহিদা মত আইকন তৈরী করতে পারেন তাও ফটোসপে । এজন্য এখানে ক্লিক করে ছোট্ট ফাইলটি ডাউনলোড করে নিন । এই জিপ ফাইল থেকে ICOFormat.8bi এক্সট্রাক্ট করুন । এখন একে কপি করে Program Files থেকে Adobe\Photoshop CS\Plug-Ins\Adobe Photoshop Only\File Formats এ যান। Photoshop CS ব্যবহার না করলে আপনার ভার্সন অনুযায়ী ডিরেক্টরী দিয়ে যান। এবার File Formats ফোল্ডারে একে পেষ্ট করে বেরিয়ে আসুন। এখন Photoshop খুললে কোনো ফাইল সেভ করার সময় ফরমেটের লিস্টে icon ফরমেটটিও থাকবে।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মনে মনে আমি এটাই খুজছিলাম ধন্যবাদ