“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সবাইকে আবারো স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। লোগো তৈরির জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি যার মধ্যে অন্যতম হল ফটোসপ কিন্তু এসব সফটওয়্যার দিয়ে লোগো তৈরি করা গেলেও তা আমাদের নিকট বেশ কঠিন এবং সময় সাপেক্ষ্য হয়ে দাড়াঁয়। তাই আমাদের এই বিজি লাইফটাকে একটু সহজ করতে একটি অসাধারন সফটওয়্যার AAA Logo Software 3.10। এটি একটি প্রফেশনাল লোগো সফটওয়্যার। যাদের লোগো সম্পর্কে তেমন কোন অভিঙ্গতা নেই বা হাত-যস নেই তাদের নিকট এটি একটি পূর্ণাঙ্গ টিউটর হিসাবে আপনাকে সাহায্য করবে কারন এতে সংযোগ করা হয়েছে বেশ কয়েকটি টিউটরিয়াল আরও রয়েছে অসংখ্য লোগোর নমুনা (প্রায় 8500 টি)। যার ফলে আপনি এগুলো অনুস্বরন করে সহজে হয়ে যেতে পারবেন একজন প্রফেশনাল লোগো ডিজাইনার।
_______________________________________________________________________________________________
যা যা থাকছে AAA Logo Software 3.10 তেঃ
এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য।( Link I )
এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য।( Link II )
এখানে ক্লিক করুন keygen টি ডাউনলোড করার জন্য।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
“ আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
বেয়াদোবি মাফ করবেন, খুবই ঘুম পাইছে… NooD Gight !!!
কালকে আবার 6:30 AM এ উঠার লাগবো > স্যার / স্কুল / খানাপিনা… 🙁