নিমিশেই হয়ে যান প্রফেশনাল লোগো ও গ্রাফিক্স ডিজাইনার। এক্ষুনি যাচাই করে দেখুন এবং ডাউনলোড করুন $129.95 মূল্যর সফটওয়্যার একদম ফ্রী- স্বাধীনতা দিবসের উপহার

প্রফেশনাল লোগো  ডিজাইন এবং গ্রাফিক্স কাজের জন্য আমরা ফটোশপে বা অন্যান্য অনেক সফটওয়্যার ব্যবহার করি যাতে প্রচুর সময় ব্যয় হয়। তার পরে মনমতো লোগো  ডিজাইন এবং গ্রাফিক্যাল ডিজাইন মন মত হয়ে না। মাঝে মাঝে আফসোস হয় ইস আমি যদি খু্ব সুন্দর করে গ্রাফিক্যাল ডিজাইন করতে পারতাম। অন্তত: এটা বলতে পারি যে, এখন আর এই আফসোস টা বোধহয় করতে হবে না।আপনাদের সবার সাথে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয় দেব যা হতে পারে আপনার গ্রাফিক্যাল ডিজাইন এর জন্য নিত্য সঙ্গী। নিম্নের যে গ্রাফিক্যাল ডিজাইনটি দেখেছেন তা হল এই সফটওয়্যার এর দ্বারা সম্পন্ন করা। এ ছাড়া নিম্নে দেখুন সুন্দর লোগোর ডিজাইন সম্পন্ন করা হয়েছে এই সফটওয়্যারটি দ্বারা।

Logo Template - Logo_83

TnL_Logo_17_j

Logo_1_jLogo_16_j

Logo_6_j

এতক্ষন যে সফটওয়্যারটির এত গুনগান করলাম সেটা হচ্ছে The Logo Creator। নিম্নে এর ইনস্টলশেন স্ক্রীন শট এবং এটা দিয়ে কিভাবে আমরা লোগো এবং গ্রাফিক্যাল ডিজাইন এর কাজ সম্পন্ন করতে পারি তার সংক্ষিপ্ত বর্ননা দেয়া হল।

ইনস্টলশেন:

logo1

clos

ইনস্টলেশন সম্পন্ন করার পর (I have my key তে key নাম্বার দিয়ে আনলক করে নিন)  নিম্নের স্ক্রীন শটটি দেখতে পাবেন।

clos2

উপোরক্তো স্ক্রীনশটটিতে I have my key বাটনে ক্লিক করুন এবং কী এর খালি ঘরে key নাম্বার দিয়ে সাবমিট কী বাটনে ক্লিক করুন।

keyy2

কী আনলক করা হয়ে গেল অত:পর নিম্নের স্ক্রীন শটটি দেখতে পাবেন।

keyy3

ক্লোজ করে বেরিয়ে যান এর পর নিম্নের স্ক্রীন শটটি দেখতে পাবেন।

logo2

উপরে ডিজাইন শুরু করার জন্য File> logo click করুন এবং Select a logo Set এ ক্লিক করুন এবং নির্বাচন করুন কি ধরনের লোগো আপনি ডিজাইন করতে চাচ্ছেন।

নিম্নে নিউ লোগো ক্রিয়েটের জন্য নিম্নের স্ক্রীন শটটি দেখুন-

use

এখানে আট ধরনের বিষয়রে উপর ডিজাইন করতে পারবেন।নীচের স্ক্রীন শটটি দেখুন।

p3

যে ক্যাটাগরীর ডিজাইন করতে চান সেটা সিলক্ট করুন । নীচের স্ক্রীন শটটি দেখুন ঐখানে Buiseness muscat edition সিলক্ট করুন সিলেক্ট করা হয়েছে এবং এর পার্শের লোগোটির স্ক্রীনটি থেকে আপনার পছন্দের লোগোটি সিলেক্ট করুন। এবং লক্ষ্য করুন একটি লোগো লোড হচ্ছে।

logo5

Buiseness muscat edition সিলেক্ট করার ফলে নীম্নের লোগোটি দেখা যাচ্ছে। ইচ্ছে করলে এটা আমরা এডিট করে নিজের পছন্দ অনুযায়ী টেক্সট, ইমেজ, ডিজাইন, বেকগ্রাউন্ড সব বদলাতে পারি।

logo6

আমরা এডিট করে নিজের পছন্দ অনুযায়ী টেক্সট ব্যবহার করতে পারি টেক্সট এডটি করার জন্য Text এ ক্লকি করুন এবং আপনার কাঙ্খিত লোগো Text লিখুন বক্স এর মধ্য তার পর Use thistext এ ক্লিক করুন।দেখুন টেক্সটি নীচে লোগোর ট্যাগ হিসাবে শো করছে।এভাবে ইচ্ছা মত আপনার পছন্দের লোগো টেক্সট ব্যবহার করত পারেন। এছাড়া বাই ডিফল্ট কিছু ট্যাগলাইন আছে যা  Select Taglines ক্লিক করলে পাবেন এবং তা লোগো টেক্সট এর জন্য ব্যবহার করতে পারেন।

use4

টেক্সটি মাউস দ্বারা সিলেক্ট করুন বাম পার্শ্বে টেক্সট মেনুতে যান এবং পছন্দঅনুযায়ী Format,color, shadow, Blur, out line More text effcet ব্যবহার করুন।

use1

টেক্সট ইফেক্ট এর মাধ্যমে টেক্সট এ বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারবেন।

use3

এবারে দেখবো কি করে টেক্সট এবং ইমেজ পুন:স্থাপন, এডিট করা যায়। Element setter এ  Images এ ক্লকি করুন এবং যে ইমজেটি আপনার পছন্দ সেটাকে মাউস দ্বারা ড্রাগ করে লোগোর উপর রাখুন এবং প্রয়োজন অনুসারে সাইজ ছোট বড় করুন।নিম্নে বিভিন্ন ধরনের লোগো অবজেক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের ইমেজের সেম্পল দেখুন।

logo8

orb2

orb1orb14

orb13

orb12

orb8orb7orb6orb5orb4orb3orb1orb15

logo11logo10logo9

ডিজাইন শেষ করার পর মনেুত গিয়ে Export এ ক্লিক করুন ফা্‌ইল ।ফাইল এর নাম লিখুন এবং পছন্দ অনুয়ায়ী ইমেজ ফরমেটে এবং সাইজ নির্বাচন করে সেভ করুন।

exp1

exp

can

সর্বশেষে আমরা এই আউটপুটি পেলাম।

Untitled Logo

সফওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে

http://www.mediafire.com/?gnemjzttmz1

ডাউনলোড এর জন্য নতুন লিংক

http://www.download.thelinkportal.com/LogoCreator.rar

প্রয়োজনে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন : http://www.thelogocreator.com/The-Logo-Creator/tutorials.html

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপহার এবং অসাধারন software টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

Simply awesome !

Level New

বিশাল ভাল,ধন্যবাদ ভাই।

তথ্য বহুল টিউন। ধন্যবাদ
ভাই আমার আগেই ডাউনলোড করা আছে আপনি আমাকে শুধু সিরিয়াল কি টা মেইল করে দেন।
[email protected]

    আপনি ডাউনলোড লিংকটি থেকে সফটওয়্যারটি সিরিয়াল সহ ডাউনলোড করুন তাহলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। সফটওয়্যারটি ভার্সন নির্ভর সিরিয়াল মেইনটেইন করে। তাই এটাই সহজ সমাধান। ধন্যবাদ।

ইয়াকুব ভাই, সত্যিই চমৎকার একটা টিউন।
এক্ষুণি ডাউনলোড করছি……কাজ করে দেখি কতটা মজা পাই।

    আমি সফটওয়্যারটি ব্যবহার করেছি খুব ভালো লেগেছে । আশা করি আপনার ভালো লাগবে। ধন্যবাদ।

ভাই এই সফটওয়্যারটার সাইজ কত মেগা বাইট?

ভাই এইটা আপনি কি সফটওয়্যার দিছেন??

win rar দিয়ে ফাইল Extact দিলে ইরর আসে কেন?????

অনেক মেজাজ খারাপ হইছে। আমার নেট স্পিড স্লো তার পর ও ডাউনলোড করছি।:@

    অনেক মেজাজ খারাপ হইছে- তাই নাকি? হয়াটাতো স্বাভাবিক। আপনার ডাউনলোডটি অসম্পূর্ন তাই উল্লেখিত সমস্যা হচ্ছে।
    আপনার মেইল চেক করে দেখুন কোন সলিউশন পান কিনা? ধন্যবাদ।

amar to 43 mb download ar por complete hoise

    আপনার ডাউনলোডটি অসম্পূর্ন । সফটওয়্যারটির ফাইল সাইজ150.01MB

    ডাউনলোড এর জন্য দেয়া লিংকটি সাময়কিভাবে কাজ করছে না। খুব শিঘ্রই লিংকটি কার্যকর করার চেষ্টা চলছে। অনাকাঙ্খিত এই সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দু:খিত।

ওরে ভাই ১৫০ mb…………………….. ! ! ! আমার নেটের ডাউনলোড স্পিট 5-6kb/s ! ! !

ডাউনলোড করতে পরবো না তবে টিউনটি করার জন্য ধন্যবাদ।

    পরিচিতদের মধ্য কেউ না কেউতো ডাউনলোড করবে। তাদের থেকে সংগ্রহ করে নিও। ধন্যবাদ আলমাস।

ধন্যবাদ।

ডাউনলোড এর জন্য উল্রেখিত লিংকটি সাময়কিভাবে কাজ করছে না। খুব শিঘ্রই লিংকটি কার্যকর করার চেষ্টা চলছে। অনাকাঙ্খিত এই সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দু:খিত।

    আশা করি স্থানীয় সময় বিকেল ৬-০০টা এর মধ্য লিংকটি সচল হবে অথবা বিকল্প লিংক এর ব্যবস্থা হবে। ধন্যবাদ সবাইকে। অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আমি দু:খিত।

    লিংকটি প্রতিশ্রুত সময়ের পূর্বেই ঠিক করে দেয়া হয়েছে লিংকটি হতে এখন থেকে ডাউনলোড করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

লিঙ্ক কাজ করছে না ভাই

    ব্যবস্থা নেওয়া হয়েছে শীগ্রই লিংকটি কাজ করবে।

ইয়াকুব ভাই এক্কেবারে টিউ্ন কইরা ফাডাই ফালাইছেন ধন্যবাদ 🙂

    মামুন ভাই টিউন ফাইট্টা লিংক কাজ করেনা আমার ওয়েভ সাইট সহ বইয়া গেছে। মুক লাগাই দিলেন নাকি?
    যাক দেশী ভাইয়ের কমেন্টস পড়লো শেষ পর্যন্ত।
    অনেক ধন্যবাদ সাবটাইটেল মামুন ভাই আপনাকে।

ভাই Account Suspended দেখায় কেন

    সার্ভার ডাউন, বিকল্প লিংক এর ব্যবস্থা করা হয়েছে ঐ লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

ভাই জটিল একটা জিনিস । কিন্তু একাউন্ট সাসপেন্ড দেখায় কেন।
ভাই আমার এরকম একটা সফট খুব জরুরী ছিল । যদি লিংক দেওয়া সম্ভব হয় আমার ইমেলে লিংক টা দিলে খুব খুশি হতাম।

ইমেলঃ [email protected]
আশা করি সফট এর লিংক পাব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    সবার উপকারের জন্য এই সফটওয়্যার উপহার দেয়া যাতে সবাই উপকৃত হয়। সার্ভার এ অতিরিক্ত লোড এর কারনে সার্ভার ডাউন হয়ে গিয়েছে। ইতিমধ্য বিকল্প লিংক এর ব্যবস্থা করা হয়েছে ঐ লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাকে ধন্যবাদ।

ভাল একটি Software নিয়ে টিউন করার জন্য ধন্যবাদ। সম্ভব হলে mediafire বা অন্য কোথাও Upload করে দেন।

    আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। বিকল্প লিংক এর ব্যবস্থা করা হয়েছে ঐ লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। তবে আপনার চাহিদা অনুযায়ী mediafire এর লিংক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ

TUNETI

    অরনব টিউনসটির ডাউনলোড লিংক নির্দিষ্ট একটা সময় কাজ করেনি। এখন বিকল্প লিংক এর ব্যবস্থা করা হয়েছে ঐ লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

Level 0

ভাই বিকল্প লিঙ্ক কই দিলেন পাইতেছিনা তো

    razsohan লিংকটি ইতিমধ্য লিংক এর সমস্যা সমাধান করে দেয়া হয়েছে ঐ লিংকটি থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

ইয়াকুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ , এত সুন্দর একটা টিউন করার জন্য ।

    আপনাকে ধন্যবাদ এই কমেন্টস করার জন্য ।

ইয়াকুব ভাই আমি তো লাইসেন্স কি টা দিতে পারতেছিনা। দয়া করে একটু পরিষ্কার ভাবে বলে।

সবচেয়ে ভাল হয় স্কিনসট দিয়ে সবাইকে বুঝিয়ে বলা।

আর একটা কথা এই সফটওয়্যারটি আমার মনে হয় না কেউ এখন পর্যন্ত ডাউনলোড করে নাই। শুধু মনে হয় আমিই করছি। তাই এতো সমস্যর সম্মুখিন হচ্ছি। প্লিজ আপনার টিউনটি আবার আপডেট করেন বিভিন্ন স্কিনসট দিয়ে। (কিভাবে লাইসেন্স করা যায়)

ধন্যবাদ।

    ইনস্টলেশন সম্পন্ন করার পর প্রথম যখন সফটোয়ার প্রথম রান করবে তখন খেয়াল করে দেখবেন I have my key এবং অনলাইন রেজিষ্ট্রশন বাটন দেখতে পাবেন।I have my key তে ক্লিক করে key নাম্বার দিয়ে আনলক করে নিন। এত খুবই সহজ। আশা করি সমাধান করতে পারবেন।

ভাই আপনি দয়া করে স্কিনসট দেন। দিলে তো কোন সমস্যা নাই। আরো সহজ হবে ব্যপারটা। সবার জন্যই।

    হুমমমম… আমাকে এটা ফোন দাও তো

    কেন ফাসিক ভাই তুমি কি যাদু জানো। নেক্সাসে দেখা হবে। ওকে? 😛

    আপনার মতামতের জন্য ধন্যবাদ। কী আনলকের স্ক্রীনশট সংযোজন করে আপডেট করা হয়েছে।

ওরে আল্লা, দারুন।

Info নামরে য টেক্স ফাইলটি আছে সেটা ওপেন করুন এবং নিম্নের এই লাইনটা দেখুন এখানে সিরিয়াল কী দেয়া হয়েছে।
usa questo seriale per l’attivazione key “xxxx-xxxx”
আনলকের জন্য এই সিরিয়াল কী ব্যবহার করুন।

ধারুন টিউন

    ধন্যবাদ ফাগুন রেইন ।
    এটা কি অরিজিনাল না ফেইক ফাগুন রেইন ? 🙂 🙂

ভালো টিউন ইয়াকুব ভাই।
আপনারা সত্যি টেকটিউনসের কোয়ালিটি টিউন এর ধারনা পাল্টে দিচ্ছেন।

    ধন্যবাদ সাম্য , চেষ্টা করছি ।
    ধন্যবাদ।

চমৎকার টিউন ধন্যবাদ আপনাকে।

Great tune…….one more plzzz 😛 😛

    ধন্যবাদ Hasan Jubair, আরো কিছু আইডিয়া আছে, আশা করি সময় স্বাপেক্ষে সবার সাথে শেয়ার করবো।

অসাধারণ লিখেছেন। সেভ করে রাখলাম। পরে চেষ্টা করবো। ভালো থাকবেন।

    আপনিওতো ভালো লিখেন।:) 🙂 ধন্যবাদ আপনাকে।

Level 0

এই লিংকে যান আর দেখুন কি অবস্থ। এভাবে টিউন মুছার একটা বাজে প্র্রবণতা দূর করতে হবে।https://www.techtunes.io/reports/tune-id/21821/

    আপনি বলতে পারেন শিরোনাম কি ছিল?

    Level 0

    শিরনাম ছিল “ওহে হুজুর (সাঃ) উম্মত দেখুন, আপনারা কি এই রকম বেয়াদব লোকের উপযুক্ত শাস্তি চাননা? “

    Level 0

    এখন নতুন করে আবার দিয়েছি https://www.techtunes.io/reports/tune-id/21826/

    আপনি কি শুধু টে.টি এই প্রতিবাদ জানাচ্ছেন, আমার মনেহয় সংশ্লিষ্ট সাইটে আপনি আরো জোড়ালো প্রতিবাদ করলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। ধ্বিক তাদেরকে যারা নবী করিম (সা:)কে নিয়ে ব্যঙ্গ করে। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    শুধু এখানে নয় আমার সাধ্য মত আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করি সকলে একসাথে প্রতিবাদ জানালে এর একটা হিত হবে ইনশআল্লাহ
    এই পোস্টের http://www.somewhereinblog.net/blog/asomoy/29122761
    ৪১ এবং ৪২ নং মত বাদ দেখুন (লেখকের মন্তব্য বাদে) সেই হুজুর সা: এর ব্যঙ্গ করেছে। তার উপযুক্ত বিচার চাই

খুব ভাল সফট্।আমার কাজ হয়েছে ধন্যবাদ ভাই।

    ধন্যবাদ খুব ভালো লাগলো আপনি সফল হয়েছেন শুনে। কেউ কেউতো ডাউনলোড করতে সমস্যায় পড়ছেন, কারো কারো ইনষ্টলেশনে সমস্যা হচ্ছে, আমার মতে কোন সমস্যা থাকার কথা নয়। তারপরতো হচ্ছে যাক নতুন লিংন্ক দিলাম আশা করি সমস্যা হবে না।

Level 0

! D:\Software\dl\March_10\The Logo Creator MegaPak Edition.rar: CRC failed in The Logo Creator MegaPak Edition\TLC5_MEGApak_Setup.exe. The file is corrupt

! Cannot execute “C:\Users\LuckyFM\AppData\Local\Temp\Rar$EX03.446\The Logo Creator MegaPak Edition\TLC5_MEGApak_Setup.exe”

কি ভাই এসবের কোন মানে হয়…১৩৭.০৭ মেগাবাইটের একটা ফাইল নামিয়ে যদি CORRUPT পাই তাহলে কেমন লাগে???????????????

Link গুলো CHEQUE করে দিবেন না???????????????????????????????????????????????????????????

    ভাই আমার ও কালকে মেজাজ খারাপ হইছে। আমিও এই সমস্যায় পড়ছি। এই টিউনে এখন পর্যন্ত ৭১ টি মন্তব্য হইছে। কিন্তু আমার মনে হয় না যে কেউ এখন পর্যন্ত কেউ সফটওয়্যারটা ডাউনলোড করছে। তাইলে সবাই আপনার মতো মন্তব্য করত।

    আমার জানা মতে এরকম সমস্যাতো হয়ার কথা না। দুটি ফাইল আছে একটি এক্সজি ফাইল অন্যটা টেক্সট ফাইল। এই ফাইলগুলি যদ থাকে তাহলেতো সম্যা হয়ার কথা নয়। প্রবলেম সলভ না হলে নতুন লিংক থেকে আবার ডাউনলোড করুন।লিংকগুলি সঠিক আছে, আমি ডাউনলোড করো টেষ্ট করে দেখেছি। দু:খিত আপনার সমস্যাটির জন্য।

    সোহেল says: আমার মনে হয় না যে কেউ এখন পর্যন্ত কেউ সফটওয়্যারটা ডাউনলোড করছে।
    বোকা পাঠক says: খুব ভাল সফট্।আমার কাজ হয়েছে ধন্যবাদ ভাই।
    ঠিক বুঝলাম না সমস্যাটা কোথায় হচ্ছে। কেউ কি এর সমাধান দিতে পারেন।

Level 0

nice & great tuneeeeeeeeeeeeeeee

thnx a lot

ইয়াকুব ভাই আমি ডাউনলোড করেছি প্রথম দিনই কিন্তু সিরিয়াল কী টা দিতে পারছি না।দয়া করে যদি একটু খোলাসা করে বলতেন তাহলে আমার মত সবার উপকার হতো।আর যদি সিরিয়াল কী টা দেয়া সম্ভব না হয় তবে সে্টাও খোলাখুলি বললে ভালো হতো।ধন্যবাদ সুন্দর একটি টিউনের জন্য।

    আমি ইতিমধ্যই ইনস্টলেশন এবং কী আনলকের অংশটুকু স্ক্রীন শটসহ আপডেট করেছি। ৩,৪ এবং ৫ নং স্ক্রীন শটটি লক্ষ্য করুন সমাধান পেয়ে যাবেন।
    Info নামের যে টেক্সট ফাইলটি আছে সেটা ওপেন করুন এবং নিম্নের এই লাইনটা দেখুন এখানে সিরিয়াল কী দেয়া হয়েছে।
    usa questo seriale per l’attivazione key “xxxx-xxxx”
    আনলকের জন্য এই সিরিয়াল কী ব্যবহার করুন।
    অনেক ধন্যবাদ আপনাকে।

ইয়াকুব ভাই আমাকে সিরিয়াল কী দেখাচ্ছে wtmk-5kdz কিন্তু কাজ করছে না।

    আপনি সফটোয়াটি আনইন্সটল করেন। তার পর পিসি রিস্টার্ট করুন অত:পর পুনরায় ইনস্টল করুন। ইনস্টলেশনের সময় ইন্টারনেট ডিসকানেক্ট করে নিবেন। ইনস্টল করার সময় থেকে পাশাপাশি স্ক্রীনশটগুলোর সাথে মিলিয়ে দেখুন একই স্ক্রীন কিনা, তাহলেই আপনার সমাধান পেয়ে যাবেন।
    I have my key বাটনে ক্লিক করুন এবং কী এর খালি ঘরে“xxxx-xxxx” key নাম্বার দিয়ে সাবমিট কী বাটনে ক্লিক করুন তারপর ‘রেজিষ্টার না অনলাইন ফর ফ্রী গিফট’ এই লেখাটি আসলে “ক্রস চিহ্নে” ক্লিক করে সামনে এগিয়ে যান।হ্যা সিরিয়াল কী ঠিক আছে। ধন্যবাদ।

আমার ১০০% কাজ হয়েছে।ধন্যবাদ ইয়াকুব ভাই

    ধন্যবাদ খুব ভালো লাগলো আপনি ১০০% কাজ হয়েছে শুনে।

ভাই
ডাউনলোড লিংক টা তে গিয়ে কোন পেজ ওপেন হচ্ছে না।

    ডাউনলোড লিংক ২ টা এখন ঠিক আছে। ধন্যবাদ।

Level 0

Hello Brother Yakub! as you said to see the “info” file as follows….

__…–~~~~~-._ _.-~~~~~–…__
// \\
// Release \\
// ¨˜”°º•M@ññÏוº°”˜¨ \\
// [colombo-bt.org] \\
//__…–~~~~~~- ._ !_.-~~~~~~–…__ \\
//_…—–.—–~~~~._\ ! /_.~~~~—-….___ \\
===============\\!//===============

][______][______][______][____][______][______][______][______][______][______][____
______][______][______][____][______][______][______][______][______][______][____]
RELEASE MANNIX S:P:G
Visit to> [colombo-bt.org]
][______][______][______][____][______][______][______][______][______][______][____
______][______][______][____][______][______][______][______][______][______][____]
ITA
lancia TLC5_MEGApak_Setup.exe to Install App
lancia l’aggiornamento TLC51_Update_Setup.exe To Update To Version 5.1
usa questo seriale per l’attivazione key “WTMK-5KDZ”
][______][______][______][____][______][______][______][______][______][______][____
______][______][______][____][______][______][______][______][______][______][____]
ENG
Run TLC5_MEGApak_Setup.exe to Install App
Use Serial “WTMK-5KDZ” To Activate
Run TLC51_Update_Setup.exe To Update To Version 5.1
][______][______][______][____][______][______][______][______][______][______][____
______][______][______][____][______][______][______][______][______][______][____]

AND SAD TO SAY THAT “WTMK-5KDZ” it’s a Invalid key!!!!!

Please give us the valid key…………

    আমি আজকে- এইমাত্র —— উক্ত কী ব্যবহার করলাম সমস্যা হয়নি। আপনি সফটোয়ারটি আনইন্সল করে পুনরায় ইনস্টল করুন এবং ইনস্টলশেন এর প্রথম ৫টি স্ক্রীন শট মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবং স্ক্রীন শট অনুযায়ী ইনস্টলশেন প্রক্রিয়া সম্পন্ন করুন। আশা করি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।

কাজের একটি Software ধন্যবাদ এম ইয়াকুব ভাই ।

অসাধারন। অসাধারন।
সিরিয়াল নম্বরটি যদি দিতেন।
ইমেইল: [email protected]

Level 0

লিঙ্ক ডেড। প্লিজ একটু দেখুন।

Level 0

ভাই Software টা ডাউনলোড করতে পারতেছিনা কেউ কি আমাকে সাহায্য করতে পারেন ?

vi links are not working.Could u please check ……….
If possible plz give us another link for DL this……

Level 0

ভাই কোন লিঙ্কই তো কাজ করে না