প্রফেশনাল লোগো ডিজাইন এবং গ্রাফিক্স কাজের জন্য আমরা ফটোশপে বা অন্যান্য অনেক সফটওয়্যার ব্যবহার করি যাতে প্রচুর সময় ব্যয় হয়। তার পরে মনমতো লোগো ডিজাইন এবং গ্রাফিক্যাল ডিজাইন মন মত হয়ে না। মাঝে মাঝে আফসোস হয় ইস আমি যদি খু্ব সুন্দর করে গ্রাফিক্যাল ডিজাইন করতে পারতাম। অন্তত: এটা বলতে পারি যে, এখন আর এই আফসোস টা বোধহয় করতে হবে না।আপনাদের সবার সাথে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয় দেব যা হতে পারে আপনার গ্রাফিক্যাল ডিজাইন এর জন্য নিত্য সঙ্গী। নিম্নের যে গ্রাফিক্যাল ডিজাইনটি দেখেছেন তা হল এই সফটওয়্যার এর দ্বারা সম্পন্ন করা। এ ছাড়া নিম্নে দেখুন সুন্দর লোগোর ডিজাইন সম্পন্ন করা হয়েছে এই সফটওয়্যারটি দ্বারা।
এতক্ষন যে সফটওয়্যারটির এত গুনগান করলাম সেটা হচ্ছে The Logo Creator। নিম্নে এর ইনস্টলশেন স্ক্রীন শট এবং এটা দিয়ে কিভাবে আমরা লোগো এবং গ্রাফিক্যাল ডিজাইন এর কাজ সম্পন্ন করতে পারি তার সংক্ষিপ্ত বর্ননা দেয়া হল।
ইনস্টলেশন সম্পন্ন করার পর (I have my key তে key নাম্বার দিয়ে আনলক করে নিন) নিম্নের স্ক্রীন শটটি দেখতে পাবেন।
উপোরক্তো স্ক্রীনশটটিতে I have my key বাটনে ক্লিক করুন এবং কী এর খালি ঘরে key নাম্বার দিয়ে সাবমিট কী বাটনে ক্লিক করুন।
কী আনলক করা হয়ে গেল অত:পর নিম্নের স্ক্রীন শটটি দেখতে পাবেন।
ক্লোজ করে বেরিয়ে যান এর পর নিম্নের স্ক্রীন শটটি দেখতে পাবেন।
উপরে ডিজাইন শুরু করার জন্য File> logo click করুন এবং Select a logo Set এ ক্লিক করুন এবং নির্বাচন করুন কি ধরনের লোগো আপনি ডিজাইন করতে চাচ্ছেন।
নিম্নে নিউ লোগো ক্রিয়েটের জন্য নিম্নের স্ক্রীন শটটি দেখুন-
এখানে আট ধরনের বিষয়রে উপর ডিজাইন করতে পারবেন।নীচের স্ক্রীন শটটি দেখুন।
যে ক্যাটাগরীর ডিজাইন করতে চান সেটা সিলক্ট করুন । নীচের স্ক্রীন শটটি দেখুন ঐখানে Buiseness muscat edition সিলক্ট করুন সিলেক্ট করা হয়েছে এবং এর পার্শের লোগোটির স্ক্রীনটি থেকে আপনার পছন্দের লোগোটি সিলেক্ট করুন। এবং লক্ষ্য করুন একটি লোগো লোড হচ্ছে।
Buiseness muscat edition সিলেক্ট করার ফলে নীম্নের লোগোটি দেখা যাচ্ছে। ইচ্ছে করলে এটা আমরা এডিট করে নিজের পছন্দ অনুযায়ী টেক্সট, ইমেজ, ডিজাইন, বেকগ্রাউন্ড সব বদলাতে পারি।
আমরা এডিট করে নিজের পছন্দ অনুযায়ী টেক্সট ব্যবহার করতে পারি টেক্সট এডটি করার জন্য Text এ ক্লকি করুন এবং আপনার কাঙ্খিত লোগো Text লিখুন বক্স এর মধ্য তার পর Use thistext এ ক্লিক করুন।দেখুন টেক্সটি নীচে লোগোর ট্যাগ হিসাবে শো করছে।এভাবে ইচ্ছা মত আপনার পছন্দের লোগো টেক্সট ব্যবহার করত পারেন। এছাড়া বাই ডিফল্ট কিছু ট্যাগলাইন আছে যা Select Taglines ক্লিক করলে পাবেন এবং তা লোগো টেক্সট এর জন্য ব্যবহার করতে পারেন।
টেক্সটি মাউস দ্বারা সিলেক্ট করুন বাম পার্শ্বে টেক্সট মেনুতে যান এবং পছন্দঅনুযায়ী Format,color, shadow, Blur, out line More text effcet ব্যবহার করুন।
টেক্সট ইফেক্ট এর মাধ্যমে টেক্সট এ বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
এবারে দেখবো কি করে টেক্সট এবং ইমেজ পুন:স্থাপন, এডিট করা যায়। Element setter এ Images এ ক্লকি করুন এবং যে ইমজেটি আপনার পছন্দ সেটাকে মাউস দ্বারা ড্রাগ করে লোগোর উপর রাখুন এবং প্রয়োজন অনুসারে সাইজ ছোট বড় করুন।নিম্নে বিভিন্ন ধরনের লোগো অবজেক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের ইমেজের সেম্পল দেখুন।
ডিজাইন শেষ করার পর মনেুত গিয়ে Export এ ক্লিক করুন ফা্ইল ।ফাইল এর নাম লিখুন এবং পছন্দ অনুয়ায়ী ইমেজ ফরমেটে এবং সাইজ নির্বাচন করে সেভ করুন।
সর্বশেষে আমরা এই আউটপুটি পেলাম।
সফওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে
http://www.mediafire.com/?gnemjzttmz1
ডাউনলোড এর জন্য নতুন লিংক
http://www.download.thelinkportal.com/LogoCreator.rar
প্রয়োজনে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন : http://www.thelogocreator.com/The-Logo-Creator/tutorials.html
আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।
ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...
উপহার এবং অসাধারন software টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।