সবাইকে স্বাগতম। টেকটিউনস থেকে এত কিছু পেয়েছি যে সবার কাছে আমি কৃতজ্ঞ। অনেকদিন ধরে ভাবছিলাম AUTODESK REVIT নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করবো।বাংলাদেশে খুব একটা কেউ হয়তো ব্যাবহার করে না। কিন্তু আমি বলে দিচ্ছি আর কয়েক বছরের মধ্যে এটি হবে বিল্ডিং ডিজাইন এর জন্য সেরা সফটওয়ার
পড়াশুনা নিয়ে এতো ব্যস্ত ছিলাম লাস্ট কয়েকটা মাস যে কিছুতেই সময় করতে পারছিলাম না। আজকে লাস্ট ক্লাস ছিল।
আমি একজন আর্কিটেকচার এর স্টুডেন্ট। এই শেষ সেমিস্টারে আমরা AUTODESK এর REVIT সফটওয়ারটি নিয়ে বেশ কিছু কাজ করেছি। আমার জানা সবগুলো সফটওয়ারের মধ্যে এটি ছিল বেস্ট। বাংলা টাইপ করার অভ্যাস নাই তাই আজকে খুব বেশী কিছু লিখতে পারলাম না। তবে আপনারা যদি কেঊ আগ্রহী হন তাহলে আমি ভাবছি কিছু ভিডিও টিঊটোরিয়াল বানাবো যাতে সবাই খুব সহজে শিখতে পারেন।
তো কথা না বাড়িয়ে আসুন দেখে নি। এই সফটওয়ারে আমার ডিজাইন করা সর্বশেষ একটি প্রজেক্ট। আমাদের কে বলা হয়েছিলো একটি হেলথ সেন্টারের ডিজাইন করতে।
মাত্র দুই সপ্তাহের ভিতর পুরোটা ডিজাইন করা আবার সেটি REVIT এ মডেল করা আসলে বেশ কষ্টসাধ্য ছিল। বেশ কয়েকরাত না ঘুমিয়ে কাজ করতে হয়েছে। আমি চেয়েছিলাম খুব সিম্পল রাখতে। দেখুন আপনাদের কেমন লাগে।
সবার শেষে আমার আরও একটি ডিজাইন করা অফিস এর পিছনের ছবি।
আমি Jackson। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক কথায় চমতকার । চালিয়ে যান । ইনশাল্লা আপনি একদিন বিশ্বমানের ডিজাইনার হতে পারবেন ।
অটোক্যাড, 3D Max মানে টোটাল শিখতে কতদিন লেগেছে ?