গ্রাফিক ডিজাইনে শুরু হোক পথচলা

সকল কে শুভেচ্ছা। আমাদের ফেসবুক গ্রুপ বি ডিজাইনার এ প্রতিদিনই অনেক লোক জিজ্ঞেস করে আমি কিছু জানিনা বা কিছু কিছু জানি, কেম্নে ডিজাইনার হবো? যেহেতু আমি ডিজাইন ভালবাসি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে ভেবেছি একটা গ্রুপ ডক করি।কিন্তু পরে টিউন করার চিন্তা নিলাম।নতুন পুরাতন সবারই কাজে লাগবে আশা করি।

প্রথমে বলে রাখি,  ডিজাইন জগতে আমার পথচলা মাত্র এক-দেড় বছর। অর্থাৎ আমি এখনও নতুন ছাত্র, তাই আমি আপনাকে হইত পরা বুঝাতে পারবনা, তবে পরা কিভাবে শেষ করবেন মানে আমি কিভাবে করি সেইটা একটু আলোচনা করব। ফালতু প্যাঁচাল বহুত হইসে, কাজের কথাই ফিরে আসি......।

তবে কাজের কিছু শর্ত আছে। ধরে নিলাম ডিজাইন শেখা একটি বাস যাত্রা। তাহলে তার তো কিছু পুর্ব প্রস্তুতি থাকতে হবে। ঘাবরাবেন না, খুব বেশি কিছু লাগবে না...

শুধু,

  • আপনাকে ধৈর্যশীল হতে হবে।
  • অবশ্যই কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। আপনি কতটা ভাল পারেন তার থেকে কতটা যত্ন করে কাজটা করবেন সেইটাই মুল কথা।
  • ইংলিশ আপনার দুর্বল হতে পারে, কিন্তু ইংলিশ কে ভয় পাওয়া চলবে না
  • সহনশীল হতে হবে। আপনার কাজ দেখে অনেকে ভুল ধরিয়ে দিবে, হাসি মুখে শুধরে নিবেন।

ওকে এই বিষয় গুলা আপনার মাঝে থাকলে শুরু করেন যাত্রা। 🙂

দীর্ঘ পথচলা শুরু হোক ছোট্ট কদমেঃ

প্রথমে নিজের মত পথচলা শুরু করুন। দোকান থেকে ডিভিডি কিনে ফটোশপ আর ইলাসট্রেটর ইন্সটল  করুন।নিজের মতো করে ছবি ওপেন করেন, টুলস গুলি নাড়েন, সব গুলা অপশন নিয়ে খেলা করেন।

এখন সাথে সাথে প্রশ্ন আসে, কোন ভার্সন চালাব?

উঃ আপনি স্বাধীন, তবে সর্ব আধুনিক বা Latest ভার্সন ব্যবহার করা উচিত। কিন্তু সত্যি বলতে সিএস৬ আপডেট হলেও সিএস৫ আমার প্রথম পছন্দ। কারন, এটা অনেক ইউজার ফ্রেইনডলি।

এইভাবে কয়েকদিন চালান, জায়গাই জায়গাই হোচট খাবেন তবে অনেক উপকার হবে।

কদম ছাড়ুন, বাসের টিকেট কিনুনঃ

এখনও আপনার  মূল যাত্রার আগে প্রস্তুতি একটু বাকি, ব্যাসিক জানা চাই এবং বাংলাতে হলে সুবিধা। এই জন্য আল-হেরা মাল্টিমিডিয়া বা আইটি নেক্সট থেকে ওদের ভিডিও টিউটোরিয়ালগুলা দেখে ফেলুন। ৩০০/= মত লাগতে পারে। তবে একটা কথা না বললেই নয়, ওদের টিউটোরিয়াল এর মান খুব ভাল নয় এবং একদম ব্যাসিক। কিন্তু আমাদের তো ব্যাসিকটাই শিখতে হবে।আর মান নিয়া চিন্তার কিছু নাই, এসি বাসের টিকেট ভালো-মন্দ হতে পারে, টিকেট পাইলেই হইল...। J

বাসে এইবার পা রাখুনঃ

এখন শুরু হতে যাবে আপনার মূল যাত্রা, চলে যান আইডিবি মালটিপ্লান-এ কয়েকটা ডিভিডি কিনতে হবে। lynda.com,totaltraining.com,kelbytraining.com  এর essential শিরোনামের  ডিভিডি কিনে ফেলুন।খরচ ১৫০/= থেকে ২০০/= টাকার মত পরতে পারে। এর ঢাকার বাইরে যারা তারা খোঁজ করুন্ন আশে-পাশে কিংবা পরিচিত কাওকে দিয়ে আনান। এইখানে বলে রাখি আমি মফঃস্বলের ছেলে, গত দুই বছর ঢাকা যাই না। ভালো কিছু করতে ঢাকাতেই থাকতে হবে এই রকম কোন কথাও নেই

আইগুলা দেখতে থাকলে আপনার ভিতরে একটা পরিপক্কতা চলে আসবে। এখন গুগল করে প্রোজেক্ট আকারে লিখিত অনেক টুটস পাবেন, ওইগুলা দেখেন এবং করতে থাকেন। আর গুগল করার যোগ্যতা না থাকলে ডিজাইন শিখা একটু কষ্টকর।

তবু আমি একটা ঠিকানা দিচ্ছি ঢু মেরে আসেনঃ http://psd.tutsplus.com/

এছাড়াও বাংলাতে বেশ কিছু ভালো লিখা টিটি তে পাবেন, তা ছাড়াও http://bdgeeks.com/  , http://www.chobirdokan.com/bangla  এই দুই জাইগাতে দেখতে পারেন।

তো আর কি? প্র্যাকটিস চালু রাখেন......... কি অনেক কিছু শিখে ফেলতেছেন, তাইনা?

বাস কিন্তু কেবল ছাড়ল.........

হা!হা! আপনি যখন এই জাইগাতে আসলেন কি বুঝলেন?=> কি কমু ভাই কিছু তো করতে পারলাম না!! অথচ এই খানে আসতে মিনিমাম এক বছর তো লাগবেই।

তো এখন কি করব? এখন আমিও তো এই জাইগাতে আছি। সামনে কি আছে কেম্নে বলি, তবে এখন আমাদের উচিত সরাসরি মার্কেট প্লেস এ না গিয়ে, গ্রাফিকরিভার , 99Designs এর মত ভিন্নধর্মী সাইটগুলোর ভালো কিছু কাজ দেখা পাশাপাশি এই সব সাইট এ  কিছু কাজ জমা দেওয়া। আতে উদ্দিপনা বারবে, কিছু টাকাও হাতে হবে এবং সর্বপরি অভিজ্ঞতা হবে। আর একটা কাজ করা দরকার মিনিমাম ৩০ টা করে হুবহু নকল করতে হবে।তারপর নিজের মত করে কাজ শুরু করতে হবে। পাশাপাশি নেট ঘেঁটে ডিজাইন এর প্রিঞ্চিপাল কালার, টাইপোগ্রাফি সহ বিভিন্ন বিষয় নিয়ে  বিস্তারিত জানা। এই জন্য এই সাইট টি আমার প্রথম পছন্দঃ http://smashingmagazine.com/

আর আপনার কাজ গুলয়া বিভিন্ন ফেবু গ্রুপ এ জগ দিন এবং কাজ শেয়ার করেন , দেখেন। নিজেকে পরিপক্ক করে ডিজাইন এর অসীম জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুন।

মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।যেকোনো উপদেশ দিতে চাইলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আপনার জন্য।

বস হ্যাপি ডিজা ক্যারিয়ার.........!

Level 0

আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো হয়ছে। Thank you

    Level 0

    @bloggermaster: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। 🙂

Level 0

দারুন!!!!!!

বাংলায় গ্রাফিক্স ডিজাইন শিখতে ফ্রী বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন এখানে
http://www.projuktiteam.com/

Onek guchiye likhechen vai. Thanx

আমার কাছে- Kelby Training.com Adobe Photoshop CS5
Lynda Photoshop CS5 Essential Training
Total Training Adobe Photoshop CS5 Extended Essentials
এবং আল-হেরা মাল্টিমিডিয়া এর ৫০০ টাকা মুল্য এর Total Graphics Design এর বাংলা টিউটোরিয়াল আছে লাগলে আমাকে জানান
Skype= akasernil17

Tahmid hasan@ kelby training er tutorials gulo ki vabe pete pari? Amito vai apnar kach theke oneek dhure achi tai link ta jodi share korten ami load kore nitam. Thanx

হিমু ভাই kelby training tutorials টা কিন্তু ইংলিশ এ, এটার size 932 MB এটাতে পাবেন – Kelby.CrashCourse
Kelby.MasteringSmaObs
Kelby.PowerSession
ইত্যাদি । টিউটোরিয়াল টি পেতে আপনাকে যা করতে হবে। Graphics Design এর উপর যদি কনো টিউটোরিয়াল আপনার কাছে থাকে তাহলে ওই টিউটোরিয়াল টি আমাকে মিডিয়াফায়ারে উপলোড করে দিতে হবে।
এর বিনিময়ে আমি আপনাকে kelby training এর tutorials দিতে পারব । আমি আপনাকে মিডিয়াফায়ারের লিঙ্ক দিব

থাঙ্ক ইউ ব্রাদার ফর ইউর গুড টিউন।

তবে এখন আমাদের উচিত সরাসরি মার্কেট প্লেস এ না গিয়ে ভালো কিছু কাজ দেখা পাশাপাশি এই সব সাইট এর কাজ দেখা ও কিছু জমা দেওয়া। আতে উদ্দিপনা বারবে, কিছু টাকাও হাতে হবে এবং সর্বপরি অভিজ্ঞতা হবে।~ vai ei kotha gulo bujlam na. Market place a na gele tk asbe kivabe?

    Level 0

    @হিমালয়: আমার লেখায় সামান্য ভুল ছিলো আপডেট করে দিছি।আসলে ওয়ারড আগে লিখে পরে পোষ্ট করছিতো, একটা লাইন বাদ গেছে।
    মনোযোগ দিয়ে পড়াতে ধন্যবাদ। 😀

আপনার লেখা খুব সুন্দর হয়েছে। এটা কে কোন নতুন ডিজাইনার কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিতু উপরে tahmid hasan ভাই কি বিনিময় প্রথা চালু করলেন? হা হা হা বিষয়টা পরিস্কার না।dont mind

    Level 0

    @Suvashkarmoker: আপনাকে ধন্যবাদ।আর ওনাদের ব্যাপারে বলার মত কিছুই নাই 😉

আমি আবার comment করলাম। অসাধারন সুন্দর

হাই হাই আমার আগের কমেন্ট টা গেল কই?

সিয়াম ভাই খুব সুন্দর হইছে। তবে “লিনডা” এর টিউটোরিয়ালটা কিভাবে পাওয়া যাবে সেটা একটু বিস্তারিত বললে উপকার হতো।

    Level 0

    @মুন্না: ভাই ভালো করে পড়লে বোঝা যেত। ভাই ভালো কোন কম্পিউটার বা সিডির দোকানে খোজ নেন।

ভাল লাগল। ক্যারিয়ারটা গ্রাফিক্সেই করব ভাবতেছি। ধন্যবাদ লিখার জন্য। 🙂

Level 0

ভাল লাগল কিন্তু আইডিবি মালটিপ্লান এর লোকেশান টা একটু বলেন । ঢাকার কোথায়?

    Level 0

    @princem: Multiplan Centre,
    New Elephant Road, Dhaka.

সুন্দর লিখেছ (Y)
এমন কিছু পোস্ট মাঝে মাঝে দরকার যাতে নতুনরা দিকনির্দেশনা পায়

ধারাবাহিক টিউন আশা করছি 🙂

Level New

পোস্টটি দারুন কাজের।নতুন গ্রাফিক্স ডিজাইনারদের কাজে লাগবে-http://bangla-tutor24.blogspot.com/2013/09/blog-post_9.html

Level 0

সুন্দর লিখছেন! অনেকের কাজে লাগবে!