সকল কে শুভেচ্ছা। আমাদের ফেসবুক গ্রুপ বি ডিজাইনার এ প্রতিদিনই অনেক লোক জিজ্ঞেস করে আমি কিছু জানিনা বা কিছু কিছু জানি, কেম্নে ডিজাইনার হবো? যেহেতু আমি ডিজাইন ভালবাসি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে ভেবেছি একটা গ্রুপ ডক করি।কিন্তু পরে টিউন করার চিন্তা নিলাম।নতুন পুরাতন সবারই কাজে লাগবে আশা করি।
প্রথমে বলে রাখি, ডিজাইন জগতে আমার পথচলা মাত্র এক-দেড় বছর। অর্থাৎ আমি এখনও নতুন ছাত্র, তাই আমি আপনাকে হইত পরা বুঝাতে পারবনা, তবে পরা কিভাবে শেষ করবেন মানে আমি কিভাবে করি সেইটা একটু আলোচনা করব। ফালতু প্যাঁচাল বহুত হইসে, কাজের কথাই ফিরে আসি......।
তবে কাজের কিছু শর্ত আছে। ধরে নিলাম ডিজাইন শেখা একটি বাস যাত্রা। তাহলে তার তো কিছু পুর্ব প্রস্তুতি থাকতে হবে। ঘাবরাবেন না, খুব বেশি কিছু লাগবে না...
শুধু,
ওকে এই বিষয় গুলা আপনার মাঝে থাকলে শুরু করেন যাত্রা। 🙂
প্রথমে নিজের মত পথচলা শুরু করুন। দোকান থেকে ডিভিডি কিনে ফটোশপ আর ইলাসট্রেটর ইন্সটল করুন।নিজের মতো করে ছবি ওপেন করেন, টুলস গুলি নাড়েন, সব গুলা অপশন নিয়ে খেলা করেন।
এখন সাথে সাথে প্রশ্ন আসে, কোন ভার্সন চালাব?
উঃ আপনি স্বাধীন, তবে সর্ব আধুনিক বা Latest ভার্সন ব্যবহার করা উচিত। কিন্তু সত্যি বলতে সিএস৬ আপডেট হলেও সিএস৫ আমার প্রথম পছন্দ। কারন, এটা অনেক ইউজার ফ্রেইনডলি।
এইভাবে কয়েকদিন চালান, জায়গাই জায়গাই হোচট খাবেন তবে অনেক উপকার হবে।
এখনও আপনার মূল যাত্রার আগে প্রস্তুতি একটু বাকি, ব্যাসিক জানা চাই এবং বাংলাতে হলে সুবিধা। এই জন্য আল-হেরা মাল্টিমিডিয়া বা আইটি নেক্সট থেকে ওদের ভিডিও টিউটোরিয়ালগুলা দেখে ফেলুন। ৩০০/= মত লাগতে পারে। তবে একটা কথা না বললেই নয়, ওদের টিউটোরিয়াল এর মান খুব ভাল নয় এবং একদম ব্যাসিক। কিন্তু আমাদের তো ব্যাসিকটাই শিখতে হবে।আর মান নিয়া চিন্তার কিছু নাই, এসি বাসের টিকেট ভালো-মন্দ হতে পারে, টিকেট পাইলেই হইল...। J
এখন শুরু হতে যাবে আপনার মূল যাত্রা, চলে যান আইডিবি মালটিপ্লান-এ কয়েকটা ডিভিডি কিনতে হবে। lynda.com,totaltraining.com,kelbytraining.com এর essential শিরোনামের ডিভিডি কিনে ফেলুন।খরচ ১৫০/= থেকে ২০০/= টাকার মত পরতে পারে। এর ঢাকার বাইরে যারা তারা খোঁজ করুন্ন আশে-পাশে কিংবা পরিচিত কাওকে দিয়ে আনান। এইখানে বলে রাখি আমি মফঃস্বলের ছেলে, গত দুই বছর ঢাকা যাই না। ভালো কিছু করতে ঢাকাতেই থাকতে হবে এই রকম কোন কথাও নেই।
আইগুলা দেখতে থাকলে আপনার ভিতরে একটা পরিপক্কতা চলে আসবে। এখন গুগল করে প্রোজেক্ট আকারে লিখিত অনেক টুটস পাবেন, ওইগুলা দেখেন এবং করতে থাকেন। আর গুগল করার যোগ্যতা না থাকলে ডিজাইন শিখা একটু কষ্টকর।
তবু আমি একটা ঠিকানা দিচ্ছি ঢু মেরে আসেনঃ http://psd.tutsplus.com/
এছাড়াও বাংলাতে বেশ কিছু ভালো লিখা টিটি তে পাবেন, তা ছাড়াও http://bdgeeks.com/ , http://www.chobirdokan.com/bangla এই দুই জাইগাতে দেখতে পারেন।
তো আর কি? প্র্যাকটিস চালু রাখেন......... কি অনেক কিছু শিখে ফেলতেছেন, তাইনা?
তো এখন কি করব? এখন আমিও তো এই জাইগাতে আছি। সামনে কি আছে কেম্নে বলি, তবে এখন আমাদের উচিত সরাসরি মার্কেট প্লেস এ না গিয়ে, গ্রাফিকরিভার , 99Designs এর মত ভিন্নধর্মী সাইটগুলোর ভালো কিছু কাজ দেখা পাশাপাশি এই সব সাইট এ কিছু কাজ জমা দেওয়া। আতে উদ্দিপনা বারবে, কিছু টাকাও হাতে হবে এবং সর্বপরি অভিজ্ঞতা হবে। আর একটা কাজ করা দরকার মিনিমাম ৩০ টা করে হুবহু নকল করতে হবে।তারপর নিজের মত করে কাজ শুরু করতে হবে। পাশাপাশি নেট ঘেঁটে ডিজাইন এর প্রিঞ্চিপাল কালার, টাইপোগ্রাফি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানা। এই জন্য এই সাইট টি আমার প্রথম পছন্দঃ http://smashingmagazine.com/
আর আপনার কাজ গুলয়া বিভিন্ন ফেবু গ্রুপ এ জগ দিন এবং কাজ শেয়ার করেন , দেখেন। নিজেকে পরিপক্ক করে ডিজাইন এর অসীম জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুন।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।যেকোনো উপদেশ দিতে চাইলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আপনার জন্য।
বস হ্যাপি ডিজাইন ক্যারিয়ার.........!
আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো হয়ছে। Thank you