৯৯ টা সাইট যেগুলো সকল ডিজাইনার এর জানা উচিত!!!

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আগেই বলে নেই কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে  দেখবেন...

নিচে ৯৯+ একটা লিস্ট দেওয়া হল গ্রাফিক্স ডিজাইন রিসোর্স এর যেটা সকল ডিজাইনার এর জানা উচিত।

আপনি ডিজাইনিং খুব পছন্দ করেন? সঠিক সাইট খুঁজে পান না কিভাবে শিখবেন কোথা থেকে শুরু করবেন?তাহলে এই পোস্ট টা পড়ুন
ওয়ার্ল্ড এর সব বাঘা বাঘা ডিজাইনাররা এখানে আর্টিকেল লিখে এবং তাদের করা কাজ শেয়ার করে যেই কাজগুলো দেখলে সত্যিই অনুপ্রেরণা পাওয়া যায় ।

General Design

১/ Spunk United

দারুণ একটা ম্যাগাজিন সাইট যেখানে ওয়ার্ল্ড এর নামি দামী ডিজাইনাররা তাদের আইডিয়া প্রকাশ করে এবং  এই বিষয়ে আর্টিকেল লেখে। অনুপ্রেরণা মূলক অনেক কিছুই আছে এখানে ঘুরে দেখতে পারেন। ২/ FreeLance Switch

ফ্রিলান্সারদের জন্য দারুণ একটা রেফারেন্স কমিউনিটি সাইট! অনেক টিউটোরিয়াল,টিপস পাওয়া যায় দেখতে পারেন।

৩/ Computer Arts 

দারুন একটা কম্পিউটার ম্যাগাজিন সাইট Computer Arts সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আপডেট পেতে। 

৪/ David Airey

David Airey গ্রাফিক্স এবং লোগো ডিজাইনার। তার ব্লগ সাইটে ওই টিউটোরিয়াল গুলো পোস্ট করে।

৫/ Behance

পোর্টফলিও দেখে কি ডিজাইন আইডিয়া নেন ? তাহলে এই সাইট টা দেখেন বাঘা বাঘা সেরা ডিজাইনারদের পোর্টফলিও এখানে জমা করে রাখা হয় । অবশ্যই দেখবেন।

৬/ Pdf Mags

৭/ Design Is Kinky

অস্ট্রেলিয়ান একটা নিউজ সাইট যেখানে নিয়মিত ডিজাইনিং এর উপর নিউজ প্রকাশ করা হয়.

  ৮/ Freelance Folder

এটাও একটি ফ্রিলান্সারদের জন্য ব্লগ এইখানে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখা হয়। বিশেষ ভাবে ডিজাইনারদের জন্য ।

৯/ Bittbox

ডিজাইনারদের জন্য এখানে নিয়মিত টিউটোরিয়াল এবং অনেক রিসোর্স আছে। যেমন ব্রাশ, ভেক্টর,প্লাগ-ইন আরও অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়।

১০/  Vandelay Webdesign

এই সাইটে অনেক টিউটোরিয়াল টিপস এবং রিসোর্স লিস্ট পাওয়া যায় ।  ১১/ You The Designer

এই সাইটে ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক টিউটোরিয়াল টিপস এবং রিসোর্স লিস্ট পাওয়া যায় ।

  ১২/  Design You Trust

এই সাইটে ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক টিউটোরিয়াল টিপস এবং পোর্টফলিও পাওয়া যায়।  দারুণ দারুণ ডিজাইন সম্পর্কে ধারনা নেওয়া যায়।

আজকে এই পর্যন্তই পরবর্তী পোস্টে আরও ১১ টি বিভাগ নিয়ে বাকি ৮৭ টা সাইট নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ১১ টি বিভাগ নিচে দেওয়া হল।

  • Web Design

  • Resources

  • Show Cases

  • Development

  • Flash and Flex

  • Typography

  • Video and Motion

  • Personal Design Blogs

  • Web 2.0

  • Relaxation

  • Various

 সাথেই থাকুন । ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

Level 0

আমি হুসাইন আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি প্রেমী


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ…।কিন্তু ফন্ট উল্টাপাল্টা

মানে আপনার পোষ্টের লেখার অক্ষর গুলো এলোমেলো দেখাচ্ছে,কমেন্টে যেভাবে লিখছেন সেরকম আসে নাই।টিউন আপডেট করেন

thanks