হুমম! আজ আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো। যার সাহায্যে পিসিতে আপনি ছবিতে বিভিন্ন ধরণের চুলের স্টাইল লাগাতে পারবেন। সফটওয়্যারটির নাম ভার্চুয়াল হেয়ারস্টাইল ফ্যাব।
তবে আসেন চুল লাগাই!!!
স্টেপস:
১। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন:
http://depositfiles.com/files/6rkx5qkp4
২। এরপর সফটওয়্যারটি ইন্সটল করুন, সিরিয়াল চাবে, সিরিয়াল দিন:
7745304E-8B04-4133-9C03-66F25ADA5827
E6C3AA06-C5CB-48cc-8882-0597E2127629
৩। এরপর সফটটি ওপেন হবে।
৪। এখন নিচের দিতে এ্যালবাম আইকনে ক্লিক করে যেকোন একটি ফটো ওপেন করুন।
৫। ছবিটি ওপেন হলে একটি মুখমন্ডল সিলেক্টশন বক্স আসবে। আপনার মুখের অংশে সিলেক্ট করে ডাবল ক্লিক করুন।
৬। এরপর নিচের ডান দিকে হেয়ার ব্রাশ আইকনে ক্লিক করতে থাকুন। একের পর এক চুল আসবে!!
৭। আপনার পছন্দের স্টাইলটি সিলেক্ট করে নিচের ক্যামেরার আইকনে ক্লিক করে ছবিটি সেভ করুন।
এবার কাজ শেষ। ছবিটি ওপেন করে দেখতে পারেন কেমন হলো!
আপনি যদি ফটোশপ পারেন তবে আরে কিছু ইফেক্ট যোগ করতে পারেন
হাহাহাহা!!!
বি:দ্র: টিউনটি আমি গত বছর টিউনারপেজে করেছিলাম: http://www.tunerpage.com/archives/78924
আজ টেকটিউনস এর জন্য নতুন করে টিউন করালাম। আসল উৎস দিলাম যাতে আমাকে আবার টিউন চোর না বলতে পারেন সেই জন্য!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
কাজ করে দেখি আমার টা কেমন হয়, (আর একটা টিউন করলে আপনার ১০০ তম টিউন পরিপূর্ন হবে ) ফাটাফাটি একটি টিউন চাই আপনার কাছ থেকে ১০০ তম টিউন উপলক্ষে।