সকল টিউনার ভাইদের জন্য টিউনার আইডি কার্ড । ভালো লাগলে উপহার স্বরূপ নিবেন ।

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন? মনে হয় ভালো আছেন যাক মনটা ভালো থাকলেই চলে মন ভালো না থাকলে আবার কমেন্ট পাওয়া যায় না, আর কমেন্ট না থাকলে টিউনের স্বার্থকাতা আসে না। যাই হোক মনের তাগিতে টিউনটি করলাম টেকটিউনস কে ভালোবেসে। আমার পক্ষ থেকে সকল টিউনার ভাইদের জন্য একটি সাদামাটা আইডি কার্ড তৈরী করলাম এবং কার্ড তৈরীর প্রক্রিয়াটা দেখালাম আশা করি নিজের কার্ড নিজেই তৈরী করতে পারবেন। আমরা যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি  তারা অবশ্যই কার্ড তৈরী করতে জানি কম বেশি কিন্তু অনেক সময় ডিজাইন নিয়ে সমস্যা হয় কিভাবে করব কিভাবে সেট করব আপনি সাদা সিদে বিভিন্ন শেপের মাধ্যমেও তৈরী করতে পারেন।

---------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------

ধাপ-১ প্রথমে ইলাস্ট্রেটর প্রোগ্রামটি চালু করুন এফোর সাইজের একটি ডকুমেন্ট নিন। টুলস বক্স হতে রেক্টএ্যাংগেল টুলটি সিলেক্ট করে ডকুমেন্ট এর উপর ক্লিক করুন। একটি বক্স পাবেন সেখানে ওয়াই-8 এবং হাইড-5 সেমি দিয়ে ওকে দিন এই মাপের একটি বক্স পাবেন এটাই আপনার কার্ডের সাইজ ঠিক ভিজিটিং কার্ডের মত। এবার ধাপে ধাপে শেপগুলি তৈরী করুন আশা করি বুঝাতে হবে না।

ধাপ-২ এবার চিত্রে এরো চিহ্নিত দিয়ে দেখিয়ে দিলাম সেট  করে নিবেন। আমি আলাদা করে দেখালাম বুঝানোর জন্য।

 

নিচের কার্ডটি আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

Level 2

কার্ড উপহার দেয়ার জন্য ধন্যবাদ

Level 0

কার্ডের জন্য ধন্যবাদ

moja!