গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-১৪] :: যারা ইলাস্ট্রেটরে গ্রাফিক্স শিখছেন তাদের জন্য এই টিউন, সিডি কভার তৈরীর প্রক্রিয়া।

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে শিরোনামে আজকে ১৪তম টিউনটি একটু জটিল মনে হলেও কাজটি করতে খুব ভালো লাগবে। আসুন একটি সিডি কাভার তৈরী করি। সবচেয়ে বড় কথা হলো আগ্রহ থাকতে হবে নইলে কোন কিছু আয়ত্বে আনা সম্ভব নয়। পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি। অতএব কাজ শিখতে হলে কাজ দেখতে হবে এবং করতে হবে। তো আর কথা না বাড়িয়ে কাজে আসুন।

ধাপ-১ ইলাস্ট্রের চালু করুন যে কোন সাইজের ডকুমেন্ট ওপেন করুন, টুলস বক্স হতে রেক্টএ্যাংগেল টুলস টি সিলেক্ট করে ডকুমেন্টর উপর ক্লিক করুন চিত্রে + চিহ্নিত এবার মেজরমেন্ট বক্সে ওয়াইড-14 সেমি, এবং হাইড-18 সেমি বসিয়ে ওকে করুন চিত্রের মত একটি বক্স পাবেন।

ধাপ-২ পেনটুলস টি সিলেক্ট করে চিত্রের মত শেপ তৈরী করুন আমি 1 নং অবজেক্ট এবং 2নং অবজেক্টের কথা বলছি।

ধাপ-৩ দেখেন সিডি বক্স এরিয়া বা 3নং ব্যাকগ্রাউন্ড বক্সটি আর্টবোর্ড হতে বাহিরে এনেছি কারন কাজটি আলাদা আলাদা ভাবে করব কাজের সুবিদার প্রয়োজনে।

ধাপ-৪ 1নং অবজেক্টটি সিলেক্ট করে চিত্রের মত গ্রেডিয়েন্ট ফিল করুন 2নং ও একই প্রক্রিয়া এবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে 1নং ও 2নং অবজেক্টের গ্রেডিয়েন্ট আমার চিত্রের মত মডিফাই করুন (উজ্জল অংশ বামে নিচে এবং ডিপ অংশ ডান উপর)। মনে রাখবেন 1নং উপরে আর 2নং অবজেখ্ট নিচে থাকবে।

ধাপ-৫ এ 2নং অবজেক্টি কে আর্টবোর্ডের বাইরে নিয়ে যান চিত্রের মত কারন 1নং অবজেক্টে কিছু কাজ করব।

ধাপ-৬ এ 1নং অবজেক্টি সিলেক্ট করে কন্ট্রোল+সি=কপি, কন্ট্রোল+এফ=ওভার পেষ্ট করুন 1নং অবজেক্টের উপর আরো একটি অবজেক্ট ওভার পেষ্ট হবে এটা দেখতে পারবেন না তাই ওভার পেষ্টটি সিলেক্ট থাকাব্ষায় সোসেস প্লেট হতে গোল্ড কালার ফিল করুন এবার দেখতে পারবেন এখন এই ওভার পেষ্টটি কে নিচে নেওয়ার জন্যে ওভার পেষ্টির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন এরেজ্ঞ এ যান নিচে দেখেন সেন্ড টু ব্যাক আছে তাতে ক্লিক করুন 1নং অবজেক্টের নিচে চলে যাবে এবার কী বোর্ড হতে এ্যারো কী রাইট চাপতে থাকুন চিত্রে লক্ষ করুন নিচের গোল্ড অবজেকটি বেরিয়ে আসে কিনা অল্প বের করুন এটা একটা সলিড স্যাডো এবার দুটো অবজেক্ট একসাথে যুক্ত করার জন্যে কন্ট্রোল+জি=গ্রুপ করুন।

ধাপ-৭ এ 2নং অবজেক্টের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অবলম্বন করুন শুধু সলিড শেডোটি বামে শো করাবেন এই দুটোকেও কন্ট্রোল+জি=গ্রুপ করে নিবেন। আমি এটা দেখাই নাই সময় সল্পতার কারনে এবার নিচের চিত্রের মত বসান

ধাপ-৮ এবার অবজেক্ট 3নং  ব্যাকগ্রাউন্ড এর কাজ করব প্রথমে বক্সটি সিলেক্ট করুন তার পর গ্রেডিয়ে টুলসটি সিলেক্ট করে চিত্রের সোসেস প্লেট হতে গ্রেডিয়েন্ট টি ফিল করুন।

ধাপ-৯ এবার বক্সটি লক্ষ করুন সাদা মাটা দেখাচ্ছে এর উপর যদি কিছু ইফেক্ট দিয় তা হলে দেখতে যেমন সুন্দর হবে কাজও প্রফেশনালদের মত হবে। টুলস বক্স হতে রেক্টএ্যাংগেল টুল টি সিলেক্ট করে ওয়াইড-14 এবং হাইড চিত্রের মত রেখে একটি শেপ তৈরী করি। এখানে ১নং এ গ্রেডিয়েন্ট সিলেক্ট ২নং এ শেপ তৈরী ৩নং এ গ্রেডিয়েন্ট ফিল। এবার বানানো শেপ টি ৪নং স্থানে বসাই।

ধাপ-১০ চিত্রের ভাষা অনুযায়ী ১নং শেপটি সিলেক্ট করি 2নং এ সিফট+অল্ট্রা কী ধরে মাউস দিয়ে নিচে আরো একটি কপি করি তাহলে দুটো শেপ হলো এবার ৩নং এ কন্ট্রোল + ডি চাপতে থাকুন পেষ্ট হতে থাকবে চিত্রে যে পর্যন্ত পেষ্ট করা আছে তত পর্যন্ত করুন। ৪নং এর মতে নিচের ব্যাকগ্রাউন্ড টি সিলেক্ট করে কন্ট্রোল+2 চাপুন ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যাবে। ৫নং এর মতে ব্যাকগ্রাউন্ডের উপর যে শেপগুলো পেষ্ট করেছি তার সবগুলো সিলেক্ট করুন গোলাপী চিহ্নিত লাইন দিয়ে দেখিয়েছি সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল+জি=গ্রুপ করুন সবগুলো একসাথে যুক্ত হয়ে যাবে। ৬নং এর মতে ট্রান্সপারেন্সি প্লেট হতে এর অপাসিটি 60 করে দিন। এবার ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দুটোই সিলেক্ট করে কন্ট্রোল+জি=গ্রুপ হবে।

ধাপ-১১ এবার এই ব্যাকগ্রাউন্ডকে টেনে আর্টবোর্ডে স্থাপন করুন যদি এর এরেজ্ঞ উপরে থাকে তাহলে এরউপর মাউস রেখে রাইট ক্লিক করুন এরেজ্ঞে যান সেন্ড টু ব্যাক ক্লিক করুন সবার নিচে চলে যাবে। সবশেষে 2নং এবং 1নং অবজেক্ট ভালো বাবে মিলিয়ে নিন।

এবার দেখুন কেমন হয়েছে দেখতে। মাঝখানে যে নকশা টা দেখতে পারছেন তা নিয়ে আমি লিখি নাই  আপনি টুলস বক্স হতে লাইন টুলস টি ক্লিক করে ধরে রাখেন পেচানো রেখাটি দেখতে পাবেন এটা সিলেক্ট করে যে কোন জায়গায় শেপ তৈরী করুন চিত্রের মত বানিয়ে সেট করুন। আমি ইলাস্ট্রেটর সিএস লিখেছি আপনি আপনার ইচ্ছে মত অন্য কিছু টাইপ করে ব্যবহার করুন।

আজ এই পর্যন্তই অনেক সময় অনেক পরিশ্রম করে পোষ্টটি করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোন জায়গায় আটকে যান আমাকে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি CS6 দিয়ে কাজ করে তাহলে আরো উন্নতি করতে পারবেন

    Level 0

    @সবুজ হাসান: বুঝলাম কিন্তু আমার কম্পিউটার এই ভার নিতে পারবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্যে

স্ক্যানার লাগবে এক্ষেত্রে?

    Level 0

    @Iron maiden: বুঝলাম না

      @Jaman:এখানে তো ডিজাইন টা তৈরি করলেন,আমি সেটার বাস্তব আউটপুটের প্রসেসের কথা বলেছি।

Level 0

টিটি মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি আমার ১৩নং টিউট টি চেইন টিউনে যুক্ত না হয়ে ১৪নং টিউন যুক্ত হয়েছে আশা করি আমার ১৩নং টিউনটি চেইন টিউনে যুক্ত করবেন।

Level 0

টেটি মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি আমার ১৩নং টিউট টি চেইন টিউনে যুক্ত না হয়ে ১৪নং টিউন যুক্ত হয়েছে আশা করি আমার ১৩নং টিউনটি চেইন টিউনে যুক্ত করবেন।

Level 0

bro adove illustrator softwere download link hobe?

Jaman ভাই@ আপনাকে অনেক ধন্যবাদ। আশা করব আপনি আপনার ধারবাহিক টিউন চালিয়ে যাবেন। আমাদের জন্য নিয়ে আরো সুন্দর সুন্দর কাজ।

Level 0

ভাইয়া, বাংলা টেক্সটের উপর একটা টিউন দিলে উপকার হয়!

Level 0

ভাই আপনার tutorial গুলুর উপরে ই বুক থাকলে দেন।
ইলাস্ট্রেটরে উপরে ই বুক থাকলে দেবেন প্লজ ।
ইমেইল : [email protected]