সুপ্রিয় টিউনার ভায়েরা কেমন আছেন সবাই, আশা রাখি ভালো আছেন। আজকে আমি ১৩তম টিউন করব আজকে যে টিউন টি শেয়ার করব তা হলো আপনার অংকন করা ফন্ট কি ভাবে ডিজাইনে ব্যবহার করা যায় তা নিয়ে। অনেক সময় ডিজাইন করার জন্য ভালো ফন্ট পাওয়া যায় না যদি মনে করে আমি নিজেই ফন্ট তৈরী করব তাহলে আপনার জন্য এই টিউন।
ধাপ-১ আপনি সুন্দর করে একটি কাগজে ফন্ট ডিজাইন করুন স্ক্যানার থাকলে স্ক্যান করুন অথবা আপনার মোবাইল সেট দিয়ে কাগজটির ছবি তুলেনিন। এবার আপনার কম্পিউটারে সেভ করুন। ইলাস্ট্রেটর প্রোগ্রাম চালু করে আপনার পছন্দমত ডকুমেন্ট নিন। এবার আপনার সেভ করা কাগজটি প্লেস করুন ফাইল মেনুতে প্লেস অপশনটি পাবেন।
ধাপ-২ পেন টুলসটি সিলেক্ট করে টুলস বক্স হতে ব্যাকগ্রাউন্ড 0 থাকবে স্ট্রোক কালার যেকোন একটি সেট করুন। এবার পেন টুল দিয়ে চিত্রের মত ড্র করুন। লাল চিহ্নিত বর্ডার এবং সবুজ চিহ্নিত বর্ডর এর মত পেন টুলস দিয়ে ড্র করুন।
ধাপ-৩ এ আপনার ড্র করা শেষ হলে কাগজের ইমেজটি সিলেক্ট করে ডিলিট করে দিন নিচের চিত্রের মত পাবেন।
ধাপ-৪ এ কালার করুন আপনার মনের মত করে আশা করি এই কাজটি অন্তত করতে পারবেন।
ধাপ-৫ এ আপনার কাঙ্খিত ডিজাইনে ব্যবহার করুন।
আমি সাধামাটা ভাবে করেছি আপনি আরো ভালোবাবে করুন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।