গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে শিরোনামে ১১তম টিউনটি পর এবার আপনাদের মাঝে ১২তম টিউনটি করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন। আজ যে টিউনটি করব তা হলো থ্রিডি প্লেট তৈরী করা। আপনারা হয়তো ইলাস্ট্রেটরকে কঠিন মনে করেন আমি বলব না কঠিন কিছু নয় তবে ইলাস্ট্রেটর যেহুত আর্টওয়ার্ক প্রোগ্রাম তাই আর্ট করার প্ররিশ্রম টা বেশি হয়। আপনি একজন অংকন শিল্পী হলে এই প্রোগ্রামটি আপনার জন্য অতি প্রয়োজনীয়। নতুন যারা শিখছেন তারা আমার পোষ্টগুলি দেখবেন পরে মন্তব্য করুন সহজ না কঠিন। তো চলুন-
ধাপ-১ এ ইলাস্ট্রেটর প্রোগ্রামটি চালু করুন যে কোন সাইজের একটি ডকুমেন্ট নিন। টুলস বক্স হতে পেনটুলস সিলেক্ট করুন নিচের চিত্রের মত একটি শেপ তৈরী করুন, শেপটি সিলেক্ট থাকাবস্থায় এর ব্যাকগ্রাউন্ড কালার এবং স্ট্রোক কালার চিত্রের মত দিন।
ধাপ-২ এ আপনার শেপটি সিলেক্ট থাকাবস্থায় নিচের চিত্র তম কমান্ডে যান-
ধাপ-৩ একটি উনডো পাবেন চিত্রের মত অনুসরন করুন। প্রিভিউতে আগে ক্লিক করে নিবেন তাহলে আপনি আপনার কাজের প্রক্রিয়াটি দেখতে পারবেন। কাজ হয়ে গেলে ওকে দিয়ে বেরিয়ে আসুন।
ধাপ-৪ এ হয়ে গেল আপনার থ্রিডি প্লেট এবার ডেকোরেশন করুন। আপেল তৈরীর প্রক্রিয়াটি ১১তম টিউন দেখুন হয়ে যাবে।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বরাবরের মতই অসাধারণ।