প্রিয় টিউনার ভাইয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আজকে গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে শিরোনামের ১১তম টিউনটি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কি করব আজ। ইলাস্ট্রেটর খুব মজার একটি আর্ট ওয়ার্ক প্রোগ্রাম না দেখলে এর মর্ম উপলদ্ধি করতে পারবেন না। পেচাল বাদ এবার কাজ শুরু করি।
ধাপ-১ ইলাস্ট্রেটর প্রোগ্রামটি চালু করুন যে কোন সাইজের একটি ডকুমেন্ট নিন। টুলবক্স হতে ইলিপস বা রাউন্ড টুলসটি সিলেক্ট করুন চিত্রের মত একটি শেপ তৈরী করুন এবার ব্যাকগ্রাউন্ড কালার এবং স্ট্রোক কালার চিত্রের মত করে দিন।
ধাপ-২ এবার চিত্রের মত কমান্ড দিন।
ধাপ-৩ এর মত একটি উইনডো পাবেন চিত্রের মত সেটিং দিন। আগে প্রিভিউ করে নিবেন তাতে আপনি চিত্রের ফলাফল দেখতে পারবেন। সবশেষে ওকে দিন
ধাপ-৪ এখানে চিত্রে দেখেন আপেলটির বোটা এবং পাতা তৈরী করেছি। আপনি এই কাজটি করবেন পেন টুলস দিয়ে।
দেখুন কি সুন্দর একটি থ্রিডি আপেল তৈরী হয়ে গেল। কত সহজে আজ এই পর্যন্ত কাল দেখাবো আরেক জিনিস। ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটির জন্য ধন্যবাদ।
আশা করছি আবারো এইরকম সুন্দর টিউন খুব দ্রুতই নিয়ে আসবেন।