গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-১০] :: টেকটিউনস এর জন্য ব্ল্যাংক সার্টিফিকেট তৈরী করা।

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে টিউন শিরোনামে ৯তম পর্বের পর ১০তম পর্বের টিউনটি আপনাদের মাঝে শেয়ার করব। আজ যে টিউনটি করব তা হলো টেকটিউনস এর জন্য একটি সাদামাটা ব্ল্যাংক সার্টিফিকেট তৈরী করা। তো আসুন কাজটি করি। মূলত আপনাদের খসরা দেখালাম আপনারা আরো উন্নত করে তোলতে পারবেন সার্টিফিকেটটিকে। এই কাজগুলো শিখেন এবং আপনার মনের মত করে আরো ভালোভাবে তৈরী করুন। প্রথমে ইলাস্ট্রেটর চালু করুন। এ ফোর সাইজের একটি ল্যান্ডসক্যাপ ডুকুমেন্ট নিন। নিচের মত অবলম্বন করুন।

ধাপ-১ এ চিত্রে দেখানো রেক্টএ্যাংগেল টুলস টি সিলেক্ট করে একটি স্কয়ার বর্ডার তৈরী করুন। ব্রাস প্লেটে গিয়ে অপশনে ক্লিক করুন।

ধাপ-২ এবার লাল চিহ্নিত ওপেন ব্রাশ লাইব্রেতে যান তারপর বর্ডার ওরনেট এ ক্লিক করুন।

ধাপ-৩ এ যে নতুন ব্রাশ প্লেটটি পেলেন লাল চিহ্নিত, আগে বর্ডারটি সিলেক্ট করে এই ব্রাসে ক্লিক করুন দেখুন আপনার বর্ডারটি তৈরী হয়ে গেছে।

ধাপ-৪ এবার যে কাজটি করব বর্ডারের ভিতর টেকটিউনস লেখা সম্বলিত একটি ব্যাকগ্রাউন্ড তৈরী করব। প্রথমে বাংলায় অথবা ইংরেজিতে টেকটিউনস কথাটি টেক্স টুলস দিয়ে লিখুন কারেক্টার প্লেট থেকে এর সাইজ দিন 12 দেখুন টেক্সটি ছোট হয়ে গেছে এবার এটাকে মাউস দিয়ে টেনে পেটার্ন এরিয়াতে ছারুন।

ধাপ-৫ এবার বর্ডারে ভিতর রেক্টএ্যাংগেল টুলস দিয়ে আরেকটি বর্ডার তৈরী করুন, সিলেক্ট থাকা অবস্থায় টুলস বক্স হতে ব্যাকগ্রাউন্ড টি সিলেক্ট করে আপনার তৈরী কৃত সোসেস প্লেট হতে টেকটিউনস এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন দেখুন টেকটিউনস সম্বলিত ব্যাকগ্রাউন্ড তৈরী হয়েছে। এবার চিত্রে দেখানো ট্রান্সপারিন্সে ক্লিক করুন এর অপাসিটিতে 15 দিন। দেখুন ঝাপসা হয়ে গেছে।

ধাপ-৬ এ একটি বেনার ক্রিয়েট করুন। তার জন্যে ব্রাশ প্লেটে গিয়ে ডানে ছোট্ট অপশনটিতে ক্লিক করুন ওপেন ব্রাশ লাইব্রেরিতে যান তারপর ডিকোরেটিভ বেনার এন্ড সেলস এ ক্লিক করুন 3নং চিত্রের মত প্লেট পাবেন। 3নং চিত্রে বেনারটি না দেখতে পারলে ডানে স্ক্রল বার দিয়ে নিচে টানুট পেয়ে যাবেন। এই ব্যানারটি ব্যবহার করতে চাইলে 1নং চিত্রের মত পেন টুলস দিয়ে বাম দিকে একটি ক্লিক করুন তার পর সিফট কী ধরে ডান দিকে একটি ক্লিক করুন এখানে টুলস বক্সে ব্যাকগ্রাউন্ডে কোন কালার থাকবেনা থাকলে ডিলিট করুন শুধু স্ট্রোক কালার যে কোন একটি হলে হবে। রেখাটি সিলেক্ট করুন তারপর 3নং চিত্রের ব্যানারটিতে ক্লিক করুন দেখুন একটি ব্যানার তৈরী হয়ে গেছে।

ধাপ-৭ টেক্সট টুল দিয়ে টেকটিউনস লিখে জায়গা মত সেট করে কালার করুন নিচে মেতে উঠুন প্রযুক্তির সুরে লেখাটি লিখে সেট করুন। এখন টুলস বক্স হতে ইলিপসটিক্যাল বা রাউন্ড টুলস দিয়ে মাঝখানে একটি বিত্ত তৈরী করুন এর ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে কোন স্ট্রোক কালার থাকবে না। তারপর আপনার কাছে যদি টেকটিউনস এর লোগোটি থাকে তা এনে বৃত্তের মাঝখানে বসান ট্রান্সপারেন্সি প্লেট হতে অপাসিটি 15 করে দিন। ব্যাস হয়ে গেল একটি সাদামা সার্টিফিকেট।

ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, মেতে উঠুন প্রতুক্তির সুরে না হয়ে হবে (মেতে উঠুন প্রযুক্তির সুরে)
নিচের ছবিটা আবার আপডেট করে দেন।

অসাধারণ বললেও অনেক কম বলা হয় এমন টিউনকে। 😀

    Level 0

    @Iron maiden: অসাধারন ধন্যবাদ আপনাকেও। সামনে আরো টিউন করব সব প্রস্তুত করে রেখেছি।

ভাল হয়েছে।

অনেক অনেক ধন্নবাদ ভাই ।