গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-৯] :: ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড মুছে দিন।

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। ইলাস্ট্রেটর নিয়ে আমি চেইন টিউন করছি ৮ পর্বের টিউনের পর এবার আসলাম ৯ নং পর্বের টিউন নিয়ে। তো চলুন কি করব আজ আমি আজকে আপনাদের দেখাব কি ভাবে ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড মুছা যায়। ধরুন আপনার ডিজাইনে লেপটপের একটি ছবি যোগ করবেন কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ড আছে এখন কি করবেন? হ্যা অনেকে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটি কেটে যুক্ত করবেন কিন্তু সেটা কিছু প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমি যাব না ফটোশপে এখানেই কাটব ব্যাকগ্রাউন্ড। প্রথমে ইলাস্ট্রেটর চালু করুন আপনার ডিজাইনটি ওপেন করুন লেপটপের ছবিটি প্লেস করুন আপনার ডিজাইনে চলে আসবে। নিচের ধাপ অনুসরন করুন।

ধাপ-১ টুলস বক্স হতে পেন টুলসটি সিলেক্ট করুন।

ধাপ-২ নিচের চিত্রের মত মানে ফটোশপে যে ভাবে পেন টুলস দিয়ে কাজ করেন সে ভাবে লেপটপের চারদিক সিলেক্ট করুন। পেন টুলস দিয়ে কাজ করার আগে টুলস বক্স হতে ব্যাকগ্রাউন্ড কালারটি ডিলেট করুন আমার স্ক্রিন শটের মত দেখেন আর নিচের স্ট্রোক কালারে কালো রং যুক্ত করুন এখানে শুধু আপনি লেপটপের স্ট্রোক অংকন করবেন

ধাপ-৩ এবার পেন টুলস দিয়ে লেপটপের যে স্ট্রোক তৈরী করেছেন সেটা সিলেক্ট করুন এবার সিফট কী চেপে মাউস দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন দেখুন দুটুই সিলেক্ট হয়েছে। অবজেক্ট মেনুতে যান ক্লিপিং মাক্সে এ যান মেক ক্লিক করুন।

ধাপ-৪ এ দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড  ‍মুছে গেছে এবার কাজ চালিয়ে যান। আশা করি বুঝতে পেরেছেন।

এই প্রক্রিয়াটি শুধু ছোট্ট  ইমেজের জন্য বড় ছবি থেকে কোন অংশ কাটলে সমস্যায় পরবেন। চাইলে পরীক্ষা করেন কি হয়।

ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা ভাই পর্ব ১০ হবে না? এর আগের টাতেই তো পর্ব নয় লেখা!

    Level 0

    @টেক মশাই: ভাইয়া আগে ফটোশপ নিয়ে চেইন টিউন করেছি ৯ পর্বের শিরনাম ফটোশপে মজা। আর এটা হলো গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে অর্থ্যাৎ এটা ইলাস্ট্রেটর এর পর্ব-৯। ধন্যবাদ

valo laglo