গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-০৫] :: ডিজাইন এবং আউট পুট বা প্রিন্টি পাওয়ার পূর্ব কাজ

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন ? আজকে যে বিষটি নিয়ে আলোচনা করব তা সম্পুর্ন নতুন ইলাস্ট্রেটর শিখনেওয়ালা ভাইদের জন্য, জ্ঞানীরা না আসাই ভালো কারন যেটা জানি সে কাজ দেখতে বিরক্ত  লাগে। তাই নতুন ভাইদের বলছি এই টিপসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাতে আপনার কাজের মান উন্নত হবে। একজন প্রফেশনাল আপনার কাজ দেখলে যেন বলে নাহ!! লোকটি কাজ জানে। আমি নিচে স্ক্রিন শর্টের মাধ্যমে পুরু প্রক্রিয়াটি দেখালাম।

আরেকটি কথা পূর্বে আমি 12345 পর্বের ধারাবাহিক টিউন করেছি তা আমার ধারাবাহিকতায় ভুল হয়েছে  বর্তমান পর্ব-6 টিউনটি 1 নং পর্ব বলে বিবেচিত কারন আগা না বুঝলে গোরার খবর নিব কিভাবে? তাই 6 এবং 7  যথাক্রমে 1 ও 2 নং পর্ব  হবে। আশারাখি যে, নতুন টিউনার ভাইয়েরা আমার এই ধারাবাহিক টিউনগুলো যদি দেখেন তার আগে 6 এবং 7 নং টিউনটি দেখবেন। শেষে আবার ও বলছি সম্পুর্ন নতুনদের জন্যে।

1 নং ধাপে ইলাস্ট্রেটর প্রোগ্রামটি চালু করে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করে নতুন একটি আর্ট বোর্ড নিন। নিচে চিত্র দেখুন।

ধাপ 2 খেয়াল করে  দেখেন  চিত্রে আমি 1-6 পর্যন্ত ধারা দিলাম পর্যায়ক্রমে কাজগুলো করুন নতুন বলে এগুলো দেখালাম। আশারাখি বুঝতে অসুবিদা হবে না।

ধারা 3, আট বোর্ডে কোনায় বক্সগুলো সেট করলাম কেন? দেখুন বক্সে আকার 1*1 সেঃমিঃ যেটা আপনি 2 নং ধাপে ক্রিয়েট করেছিলেন। এই কাজটি করার অর্থ্ হলো নির্দিষ্ট একটি মেজরমেন্ট পেলাম। এবার চিত্রের মত ভাটিক্যাল এবং হরিজেন্টাল রোলারে মাউস ক্লিক করে গ্রিড লাইন টানুন কন্ট্রোল বাটন চেপে নিবেন নিখুত হবে।

নিচে যা বলছি চিত্রের কথা বলছিঃ

কথায় আসি কেন এগুলো করা বা জানা দরকার নতুনদের। 3নং চিত্রে দেখেন লাল চিহ্নিতঃ এটা আর্ট বোর্ডঃ 1 নং চিত্রের পর এই আর্ট বোর্ড পাবেন যার মধ্যে আকাআকি করবেন। মনে রাখবেন আর্টবোর্ড থেকে উপর, নীচ, ডানে, বায়ে, থেকে 1 সেঃমি প্রায় ছেডে নিবেন। ছেড়ে দেওয়া অংশের পর থেকে আবারও উপর, নীচ, ডানে, বায়ে, 1 সেঃমিঃ ছেড়ে নিন, যেটা আমি 1নং ও 2নং ধাপের চিত্রে দেখিয়েছি।

এখন প্রথম বারে যে 1 সেঃমি করে ছেড়েছেন সেটা হলো আপনার ব্যাগ্রাউন্ড অথবা যে কোন বর্ডার হতে পারে এই এরিয়ার ভিতর থাকলে আপনার ডিজাইনের কোন অংশ প্রিন্টিং এর পর কাটা যাবে না। তবে বাইরে থাকলে  কাটা যাবে।

দ্বিতীয় বারে যে 1 সেঃসি করে ছেড়েছেন সেটা হলো আপনার ডিজাইন এর উপকরন যেমনঃ টেক্সট, বিভিন্ন শেপ, ইমেজ ইত্যাদি রাখার এরিয়া নিচের চিত্রে দেখেন একটি ক্যালেন্ডার কিভাবে করেছি।

আপনি যদি পুরো আর্ট বোর্ড জুড়ে ডিজাইন করেন, প্রিন্ট করার পর দেখবেন পেপারের চার সাইডে কিছু অংশ কেটে সাদা হয়ে আছে এর কারন প্রিন্টার তার প্রিন্টিং এলাইনমেন্টে এর জন্যে চারদিক থেকে কিছু অংশ ছেড়ে প্রিন্ট করে। প্রিন্টার থাকলে পরীক্ষা করে দেখতে পারেন। লিখে এত কিছু বোঝান সম্ভব হয় না তবু ও  যাই বোঝাতে পেরেছি তাই বুঝে নিন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এখনই ডাউনলোড করুন Adobe Illustrator CS6 এর Full Version
https://www.techtunes.io/adobe-illustrator/tune-id/196180

Level 2

ভাই কিছুই বুঝতে পারলাম না। অনেক চেষ্টা করলাম । ক্যালেন্ডার কোথা থেকে আসলো বুঝলাম না। যাই হোক খুব ভালো হয়েছে । আশা করি আরও ভালো কিছু শিখতে পারব সেই আশা রইলো।

    Level 0

    @Rockbuzz: ভাই আমি তো ক্যালেন্ডার তৈরী নিয়ে আলোচনা করিনি, করেছি ডকুমেন্ট লেআউট নিয়ে। আপনি ভালো ভাবে দেখুন কি বুঝাতে চেয়েছি। ধারাবাহিক পর্বগুলো সম্পুর্ন নিজের প্রচেষ্টায় করেছি কোন মিডিয়ার সম্মুক্ষিন হই নাই সেজন্য হয়তো ভালোবাবে বুঝাতে পারি নাই। ধন্যবাদ

Nice Tunes, Keep it up and continuous.

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি টেকটিউনস চেইন টিউনের শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে। চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

খুবই কাজের জিনিস… চালিয়ে যান…