প্রিয় টিউনার ভায়েরা ইলাস্ট্রেটর নিয়ে এটা আমার 3য় পোষ্ট এবার দেখাব কিভাবে আপনার ছবি দিয়ে দিয়াসিলাই বা ম্যাচ বক্স তৈরী করা যায়। যারা ইলাস্ট্রেটর অপারেট করতে পারেন তাদের বুঝতে অসুবিদা হবে না কারন স্ক্রিনশনে সব কিছু বাতিয়ে দেওয়া হয়েছে। তো দেরি কেন মজা করুন কিভাবে তৈরী করবেন একটি দিয়াসিলাই বক্স।
আসুন স্ক্রিন শনের মাধ্যমে শিখি। ইলা্স্ট্রেটর ওপেন করুন এ ফোর সাইজের একটি ডকুমেন্ট নিন। তারপর নিচের চিত্র অনুসরন করুন।
2য় ধাপ 1ম ধাপের উপর সেট করুন 3য় ধাপের মত পাবেন
নিচে দেখেন কিভাবে বারুদের প্যাটার্ট তৈরী করতে হয়
আপনার বক্সটি সম্পূর্ন তৈরী। এবার কালার প্রিন্টার থাকলে শক্ত কাগজে প্রিন্ট করুন। মাপমত কেটে আঠা অংশে আঠা লাগিয়ে তৈরী করেফেলুন
বিঃদ্রঃ সকল পরিমাপ সেঃমি। কারন সেঃমিঃ এর পরিমাপ নিখুত হয়।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর টিউন, টিউনটি আমাদের মাঝে শেয়ার করা জন্য ধন্যবাদ ।