গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে [পর্ব-০৭] :: আপনার ছবি দিয়ে দিয়াসিলাই বা ম্যাচ বক্স তৈরী করুন ইলাস্ট্রেটরে

গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে

প্রিয় টিউনার ভায়েরা ইলাস্ট্রেটর নিয়ে এটা আমার 3য় পোষ্ট এবার দেখাব কিভাবে আপনার ছবি দিয়ে দিয়াসিলাই বা ম্যাচ বক্স তৈরী করা যায়। যারা ইলাস্ট্রেটর অপারেট করতে পারেন তাদের বুঝতে অসুবিদা হবে না কারন স্ক্রিনশনে সব কিছু বাতিয়ে দেওয়া হয়েছে। তো দেরি কেন মজা করুন কিভাবে তৈরী করবেন একটি দিয়াসিলাই বক্স।

আসুন স্ক্রিন শনের মাধ্যমে শিখি। ইলা্স্ট্রেটর ওপেন করুন এ ফোর সাইজের একটি ডকুমেন্ট নিন। তারপর নিচের চিত্র অনুসরন করুন।

2য় ধাপ 1ম ধাপের উপর সেট করুন 3য় ধাপের মত পাবেন


নিচে দেখেন কিভাবে বারুদের প্যাটার্ট তৈরী করতে হয়

আপনার বক্সটি সম্পূর্ন  তৈরী। এবার কালার প্রিন্টার থাকলে শক্ত কাগজে প্রিন্ট করুন। মাপমত কেটে আঠা অংশে আঠা লাগিয়ে তৈরী করেফেলুন

বিঃদ্রঃ সকল পরিমাপ সেঃমি। কারন সেঃমিঃ এর পরিমাপ নিখুত হয়।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন, টিউনটি আমাদের মাঝে শেয়ার করা জন্য ধন্যবাদ ।

    Level 0

    হোছাইন আহম্মদ ঃ ভাই অসখ্যা ধন্যবাদ কমেন্ট করার জন্যে। চেষ্টা করবো আরো পোষ্ট করার জন্য।

Level 0

শেষের ফটোটা কিভাবে করছেন বললে উপকৃত হতাম।

    Level 0

    @rakib7845: শেষে ফটোটা ইলাস্ট্রেটরে করা, খুব সহজ পেন টুল দিয়ে কাজটি করেছি।সময় পেলে এটাও বানানো দেখাব। ধন্যবাদ

Level 2

Vai Salaier Factory kholben naki ???

অনেক সুন্দর টিউন………চালিয়ে যান সাতে আছি