আপনি দীর্ঘদিন পিকাসা ব্যবহার করেন কিংবা আজ প্রথম নাম শুনেছেন সবাই জেনে রাখুন, এর কার্যক্ষমতা অত্যাধিক। আমি আপনাদের মূল জিনিসগুলো জানানোর চেষ্টা করব।
তার আগে জানুন পিকাসা কী ?
পিকাসা একটি একটি ইমেজ সংগঠিত এবং ডিজিটাল ছবি সম্পাদনার জন্য সংগঠক এবং ইমেজ ভিউয়ার, প্লাস একটি সমন্বিত ফটো শেয়ারিং ওয়েব সাইট।
এর সুবিধা গুলো সংক্ষেপে জেনে নিইঃ
- ছবিকে কয়েক হাজার গুণ পর্যন্ত বড় করে দেখা।
- একটি মুক্ত সফটওয়্যার।NO crack,No serial.
- Built-in Photo-editor, যা খুবই শক্তিশালী।
- সবচেয়ে বড় কথা আপনি পিকাসা দিয়ে ছবি এডিট করলে তা আবার আগের রুপে ফিরিয়ে আনা সম্ভব।
- সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড সুবিধা।
- টেক জায়ান্ট গুগল পরিচালিত অনলাইন album-এ ফ্রী ছবি রাখা।
- ছবি কোলাজ, মিউজিক সহ slideshow এর সিডি তৈরি।
- ছবিকে খুব সহজে হার্ডডিস্ক থেকে খুজে বের করায় জুরি নেই।
- ব্লগার সহ অন্য যেকোন সাইট ও ছবি আপলোড সুবিধা।
- এবং আরো অনেক কিছু.......
তো চলুন এবার ডাউনলোড করিঃ
http://picasa.google.com/
[বড় জোর ১৫mb হতে পারে। ]
আশা করি এখন আপনার কাছে সফটওয়্যারটি আছে........আপনি ঠিকভাবে ইনস্টল করে রান করেছেন।তো চলুন শুরু করিঃ
- আপনি রান করলে প্রথমেই একটি উইন্ডো আসবে, আপনি কী পিকাসাকে পুরো
কম্পিউটারের ছবি এক করতে দিবেন নাকি শুধু ডিফল্ট লাইব্রেরীর গুলো এক
করবে।আপনি সুবিধা মত নির্বাচন করুন।তবে ঘাবড়াবেননা, এটি ব্যাকগ্রাউন্ডে কাজ
করবে। আপনার কোন সময় খরচ হবেনা। - এরপর আবার একটি উইন্ডো আসবে। মহামুশকিল, কিন্তু এই ধাপ দুটি ঠিকভাবে
এগোলে পরে আপনার সুবিধা হবে।তো এখানে আপনাকে মূলত আপনি পিকাসা দিয়ে কোন
ফাইল ডিফল্ট ভাবে দেখতে চান।gif বাদে অন্য গুলোতে টিক দিন।কেননা পিকাসা gif
animation রীড করেনা।
এবার চলুন এর ইন্টারফেস একনজরে দেখে নিইঃ
অনেক পুরাতন ব্যবহারকারীকেও এখন আবার ভাবতে হচ্ছে।ব্যাপারনা।ভাবতে থাকুন,খুব তাড়াতাড়ি পরের পর্বে এই ইন্টারফেস নিয়ে চুলছেড়াছেড়ি চুলচেরা বিশ্লেষণ হবে।ততক্ষণ ভালো থাকুন।
ভালোকথা এটি আমার সাইটের ২য় পোষ্ট।ঘুড়ে এসে কিছু ফিডব্যাক দিতে পারেন।ওখানে কিছু ভালো বইয়ের মিডিয়াফায়ার লিঙ্ক আছে।http://sopnobajeradda.blogspot.com
সুন্দর টিউন বস,
পরবর্তী টিউন এর অপেক্ষায় থাকলাম 😀