ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন।

১. ৬৪০/৪৮০ পিক্সেলের একটি নতুন ডকুমেন্ট খুলুন এবং লেয়ার প্যালেট থেকে লেয়ারটি সিলেক্ট করে তালাসদৃশ আইকনে ডাবল ক্লিক করে ওকে করুন।

1

২.এবার টাইপ টুল সিলেক্ট করে মেনুবারের নিচে দেখুন অনেকগুলি অপশন এসেছে এখানে ফন্ট Impact,Font Size-100pt,Align Center,Color-Black করে দিন এবং নিজের ইচ্ছেমত টেক্সট লিখুন-যেমন:

FFF

৩. এবার যে লেয়ারে টেক্সক্ট লিখলেন সেটা সিলেক্ট করে ড্রাগ করে Create New Layer আইকনে ফেলে দিন ফলে এর একটি কপি তৈরী হয়ে যাবে।

23

৪.এখন Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করলে একটা মেসেজ বক্স আসবে ওকে করুন এবং Radius 4 px করে ওকে দিন।

Gaussian Blur

৫.আবার Edit>Fill নিচের মত সেট করুন।লেয়ার প্যালেট থেকেও multiply সিলেক্ট করুন।

Fill

6

৬.মুল টেক্সট লেয়ারটি হাইড করে দিন।

5

4

৭.এবার Filter>Stylize>Solarize এবং কিবোর্ডে এবার Ctrl+L প্রেস করে নিচের মত করুন।

7

এখন এ লেয়ারটির আবার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরী করুন-লেয়ারটি সিলেক্ট করে ড্রাগ করে Create New Layer আইকনে ফেলে দিন ফলে এর একটি কপি তৈরী হয়ে যাবে।

৮.এবার Filter>Distort>Polar Coordinates.. তে ক্লিক করে Polar to Rectangular রেডিও বাটন সিলেক্ট করে ওকে দিন।একটু আশ্চর্যজনক ইমেজ আসছে না?ওকে আসুক আপনি ২ নম্বর লেয়ারটি (WEBCRAFT copy) হাইড করে দিন এবংImage>Image Rotation>90CW হিট করুন।নিচের মত আসবে।

10

যত বিদঘুটে ইমেজেই আসুকনা কেন ,বিরক্ত হবেননা কাজ কিন্তু হচ্ছে।আচ্ছা এখন কিবোর্ড থেকে Ctrl+I.তারপর Filter>Stylize>Wind তে ক্লিক করুন ও ৩ বার Crtl+F প্রেস করুন।

11

মেহেরবানী করে আরেকবার Ctrl+I করে আবার ৩ বার Ctrl+F.

৯.এ ধাপে Ctrl+L প্রেস করে Auto বাটনে ক্লিক করে ওকে করুন এবং Image>Image Rotation>90 CCW তে ক্লিক করার পর Filter>Distort>Polar Coordinates সিলেক্ট করে Rectangular to Polar রেডিও বাটন সিলেক্ট করে ওকে করুন।ফলে নিচের মত পাবেন।

12

১০.হাইড লেয়ারগুলি ভিজিবল করুন এবং ব্লেন্ডিং অপশন থেকে Screen সিলেক্ট করুন।(৬ নম্বরে দেখুন চোখ আইকনগুলোতে ক্লিক করলেই হাইড/আনহাইড হয়),Screen সিলেক্ট করার জন্য লেয়ার প্যালেটের ড্রপডাউন মেনু ব্যবহার করুন-ঐ যে নিচের মত

13

১১.সবশেষে একটি নতুন লেয়ার তৈরী করে ব্লেন্ডিং অপশন থেকে Color সিলেক্ট করে(১০ নম্বরে যেভাবে Screen সিলেক্ট করেছেন সেভাবে), গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে ইচ্ছেমত কালার সেট করুন।এখন ডকুমেন্টের উপর (লেখার উপর) যেকোন কোথাও মাউস কারসর (আসলে তখন কারসরটি +চিহ্ন এর রুপ ধরে) রেখে যেকোন দিকে ড্রাগ করুন আর উপভোগ করুন চোখ ধাধানো ইফেক্ট।

Untitled-1

ISLAM2 - Windows Picture and Fax Viewer

TT

এবং ইত্যাদি............

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ভাই……..খুব সুন্দর একটি জিনিষ শিখলাম। add me on [email protected]

Level 0

Its nice,….. Thanku……….

Level 0

অনেক দারুন !!!!!!!!!

কাজের পোষ্ট ফ্রি কল করার জন্য একটি ভাল সাইট এতে নতুন নতুন সাইটে ফ্রি কলের লিংক দেওয়াআেছ সময় পেলে ঘুরে আসুন http://www.Call4world.blogspot.com.

Level 2

ধন্যবাদ, গ্রাফিক্সের দারুন একটি কাজ উপস্থাপনের জন্যে। ইফেক্টটি আসলেই চমৎকার।

    আশাকরি যারা পড়েছেন তাদের উপকার হয়েছে,ধন্যবাদ।

ভাই, সালাম, গ্রাফিক্সের দারুন । ইফেক্টটি খুব চমৎকার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    ওয়াআলাইকুম আসসালাম।ধন্যবাদ ভাই।

Level 0

এটা করতে গেলে যে যে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে সেটা ও আলোচনা করা দরকার ছিল।
যাই হোক সুন্দর টিউন।

সুন্দর টিউন। ধন্যবাদ। আরো টিউন চাই।

১১ নম্বরটি ভাল মত বুঝতে পারি নি। দয়া করে আমাকে কি একটু Screenshot সহ বুঝিয়ে দিবেন। ধন্যবাদ। [email protected]

Level 0

দারুণ………।।