বিটম্যাপ ইমেজ থেকে ভেক্টর। যারা ডিজাইনের কাজ করেন তাদের জন্য।

গ্রাফিক্স ডিজাইন। হতে পারেন আপনি ওয়েব ডিজাইনার অথবা গ্রাফিক্স ডিজাইনার। আবার নিজের ব্যক্তিগত কাজের জন্যও আপনার এটির প্রয়োজন হতে পারে। একজন ডিজাইনারই বুঝবেন ভেক্টরে কত সুবিধা।

আমি আপনাদের দেখাবো কিভাবে বিটম্যাপ ইমেজ থেকে ভেক্টর আর্ট তৈরী করবেন। ভেক্টরে সুবিধা হচ্ছে যতই বড় করেন সেটা ফাটবে না অথবা কোয়ালিটি নষ্ট হবে না। তাহলে আমার সাথে শুরু করে দিন।

এই কাজের জন্য আপনার লাগবে ১টি সফটওয়্যার। নাম হচ্ছে ভেক্টর মেজিক ডেস্কটপ এডিশন।

এই সাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং সরাসরি অনলাইনেও এই কাজ করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করে ২টা ফাইলের বেশি ডাউনলোড করতে পারবেন না।

যদি লিগ্যাল ভাবে ব্যবহার করতে চান তাহলে নিচের প্রাইস এর ছবিটি দেখুন-

আর ফ্রী চাইলে টরেন্ট  থেকে নামিয়ে নিন-

http://thepiratebay.se/torrent/7711615/Vector_Magic_Desktop_Edition_1.15

কার্যপ্রনালী

প্রথমেই ছবি ড্রাগ করে ড্রপ করুন সফটওয়্যার এর উপর।

তারপর Fully Automatic –এ ক্লিক করুন। দেখবেন কাজ শুরু হয়েছে।

কিছুক্ষন পরে দেখবেন আপনার ছবিটি স্পষ্ট হয়ে ভেক্টর টাইপ হয়ে গেছে। Detail level মিডিয়াম থেকে হাই করে দিতে পারেন।

তারপর সেভ করতে পারেন। তবে ইচ্ছে করলে খুব সহজে এখান থেকে বেকগ্রাউন্ড ফেলে দিতে পারবেন। এর জন্য Remove Background-এ ক্লিক করে সাদা অংশে ক্লিক করলেই দেখবেন ডিলিট হয়ে যাচ্ছে।

তারপর next চেপে Done Reviewing চাপতে হবে।

এখন আপনি save as-এ ক্লিক করে ইচ্ছে মত সেভ করতে পারেন। ডিফল্ট হিসেবে .ai ফাইল হিসেবে থাকে। আপনি ইচ্ছে করলে .eps, .pdf, .svg ইত্যাদি ফরমেটে পরিবর্তন করতে পারবেন।

আশা করি সবার ভাল লাগবে।

Level 0

আমি ভাল মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই কাজট‍া কিন্তু Illustrator-এ করা যায়। তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি tune করার জন্য।

    @deenu: Bhai illustrator e korar niom ta bolben ki?

      Level 2

      @Anwarul Islam: ভাই প্রথমে ছবিটি select করুন। তারপরে Object>Live Trace>Tracing Options প্রয়োজনমত settings change করুন।

      আবার Object>Live Paint>Make
      কাজ শেষ।

        Level 2

        @deenu: আলাস্ট্রেটর এ করা গেলেও অনেক সময় ডিটেইলড কাজ করার সময় ভেক্ট ম্যাজিক টা দারুন কাজে দেয় । বিশেষ করে মাল্টি কালার লোগো নিয়ে কাজ করার সময় ।

        ইলাস্ট্রেটর ও ভালো সময় বাচায় তবে ভেক্টরের জন্য ভেক্ট ম্যাজিক ই সেরা ।

    @deenu: ইলাস্ট্রেটরে যে করা যায় তা জানতাম না। তবে আপনার কথায় ইলাস্ট্রেটরে এই ছবিটা করতে গিয়ে বুঝলাম এই সফট দিয়ে যত সুন্দর ভেক্টর পেয়েছিলাম ইলাস্ট্রেটরে ততটা সুন্দর হয়নি। যাই হোক নতুন ১টা জিনিস জানলাম। 🙂

    vai ami Software ti download koresi but image vector o hoy but save as option ashena keno?? solve chai please

Level 0

@dinnu vai illustrator a korar niyom ta bolben ki?

    @Anwarul Islam: @rakib7845:
    ইলেস্ট্রেটর দিয়ে করার জন্য প্রথমে ইমেজটি ইলেস্ট্রেটরে নিয়ে আসুন। তারপরে Image Trace এ ক্লিক করেন। (ইমেজ ট্রেসিং এর সময় বিভিন্ন ধরনে ইফেক্ট পাবেন। প্রয়োজনে পছন্দ মত সিলেক্ট করে নিন।)

    এর পর Expand এবং Un Grouping করে প্রয়োজন মতো মডিফাই করতে পারবেন।

      @স্বপ্নীল বালক: image trace ta kothay pabo?

        Level 2

        @shofiqsohel48: ভাই প্রথমে ছবিটি select করুন। তারপরে Object>Live Trace>Tracing Options প্রয়োজনমত settings change করুন।

        আবার Object>Live Paint>Make
        কাজ শেষ।

Level 0

nice tune….. thankyou

Level 5

thanks for this tune.it works really great bro

oshomvob valo lagse. priote nilam. down load korbo ekhon

amar avast to thread hishabe doenload korte disse na.pls help

    @shofiqsohel48: আমার ইসেট কোন প্রব্লেম করেনি।

    Level 2

    @shofiqsohel48: ১ ঘন্টার জন্য টেম্পরারি ডিএকটিভ করে নিয়ে সেটাপ দিবেন । সমস্যা হবে না আশা করি ।

Level 0

ভাইয়া আমি পল্লী এলাকাতে থাকি তাই নেট স্পীড স্লো আপনার ছবি গুলো দেখা যায় না স্পষ্ঠ ভাবে দয়া করে সমাধান দিন।

    @ekrum: ছবির প্রয়োজন নেই। আপনি সফট নামিয়ে দখলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে।

Vai jottil ekta software er khoj dilen 🙂 Khub kajer jinish..
Many many thnaks…

VAI, MEDIAFIRE ER EKTA LINK DEA JAE NA?

দেখুনতো http://www.rarefile.net/9c0xiko5i2nm/VectorMagic.1.15.rar এই লিংক থেকে ডাউনলোড হয় কিনা…

vai ami Software ti download koresi but image vector o hoy but save as option ashena keno?? solve chai please