গ্রাফিক্স ডিজাইন। হতে পারেন আপনি ওয়েব ডিজাইনার অথবা গ্রাফিক্স ডিজাইনার। আবার নিজের ব্যক্তিগত কাজের জন্যও আপনার এটির প্রয়োজন হতে পারে। একজন ডিজাইনারই বুঝবেন ভেক্টরে কত সুবিধা।
আমি আপনাদের দেখাবো কিভাবে বিটম্যাপ ইমেজ থেকে ভেক্টর আর্ট তৈরী করবেন। ভেক্টরে সুবিধা হচ্ছে যতই বড় করেন সেটা ফাটবে না অথবা কোয়ালিটি নষ্ট হবে না। তাহলে আমার সাথে শুরু করে দিন।
এই কাজের জন্য আপনার লাগবে ১টি সফটওয়্যার। নাম হচ্ছে ভেক্টর মেজিক ডেস্কটপ এডিশন।
এই সাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং সরাসরি অনলাইনেও এই কাজ করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করে ২টা ফাইলের বেশি ডাউনলোড করতে পারবেন না।
যদি লিগ্যাল ভাবে ব্যবহার করতে চান তাহলে নিচের প্রাইস এর ছবিটি দেখুন-
আর ফ্রী চাইলে টরেন্ট থেকে নামিয়ে নিন-
http://thepiratebay.se/torrent/7711615/Vector_Magic_Desktop_Edition_1.15
কার্যপ্রনালী
প্রথমেই ছবি ড্রাগ করে ড্রপ করুন সফটওয়্যার এর উপর।
তারপর Fully Automatic –এ ক্লিক করুন। দেখবেন কাজ শুরু হয়েছে।
কিছুক্ষন পরে দেখবেন আপনার ছবিটি স্পষ্ট হয়ে ভেক্টর টাইপ হয়ে গেছে। Detail level মিডিয়াম থেকে হাই করে দিতে পারেন।
তারপর সেভ করতে পারেন। তবে ইচ্ছে করলে খুব সহজে এখান থেকে বেকগ্রাউন্ড ফেলে দিতে পারবেন। এর জন্য Remove Background-এ ক্লিক করে সাদা অংশে ক্লিক করলেই দেখবেন ডিলিট হয়ে যাচ্ছে।
তারপর next চেপে Done Reviewing চাপতে হবে।
এখন আপনি save as-এ ক্লিক করে ইচ্ছে মত সেভ করতে পারেন। ডিফল্ট হিসেবে .ai ফাইল হিসেবে থাকে। আপনি ইচ্ছে করলে .eps, .pdf, .svg ইত্যাদি ফরমেটে পরিবর্তন করতে পারবেন।
আশা করি সবার ভাল লাগবে।
আমি ভাল মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কাজটা কিন্তু Illustrator-এ করা যায়। তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি tune করার জন্য।