অনেকদিন বিরতির পর টেকটিউনসে টিউন করতে বসলাম। টেকটিউনসে প্রত্যেকদিন ঘুরে যায় কিন্তু টিউন করা হয় না। আজকের টিউনের বিষয় হচ্ছে লোগো নিয়ে। আমি এখন যে সফটওয়্যারটি নিয়ে টিউন করছি এই সফট নিয়ে আগেও টিউন হয়েছে কিন্তু ঐখানে ডাউনলোড লিংক সহ আরো কিছু সমস্যা আছে তাই আমি নতুন ভাবে টিউনটি করছি। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন কোম্পানী বা নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটের জন্য লোগো বানিয়ে থাকি। লোগো যদি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে বানাতে যায় তাহলে ডিজাইনের কাজ জানতে হবে। এখানে আমি দেখাব কিভাবে গ্রাফিক্স ডিজাইনার না হয়েও লোগো বানাবেন।
সফটওয়্যারটির নাম হচ্ছে AAA LOGO আমরা হয়ত এর নাম অনেকে শুনেছি বা এটা দিয়ে কাজও করছি। কিন্তু বিভিন্ন জনের কাছে আছে হয়ত ট্রিয়াল ভার্সন। আজকে আমি আপনাদেরকে Full Version এর লিংক দিব।
সফটওয়্যারটির কিছু ছবি বা পরিচিতি:
যখন আপনি সফটওয়্যারটি সেটাপ দেওয়ার পর রান করবেন তখন আপনার কাছে এ রকম পেজ আসবে, তার মধ্যে অনেক লোগো এর ডিজাইন আছে। যা সফটওয়্যারটিতে দেওয়া থাকে। আপনি চাইলে সে গুলো এডিট করেও লোগো বানাতে পারেন বা নিজ থেকে বিভিন্ন ছবি বা ক্লিপ আর্ট ব্যবহার করে লোগো বানাতে পারবেন।
আরো অনেক ছবি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছবি আপলোড করতে সমস্যা হওয়ায় দিতে পারছিনা।
আমাদের ভবিষ্যত আইটি গ্রুপের জন্য আমরা একটি লোগো বানিয়েছি। লোগোটি কেমন হল তা জানাবেন।
আমি সাইফুল্লাহ আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune……….
thanks for full versition
http://www.allrechargebd.blogspot.com