অনেকদিন পর আবার টীউন করতে আসলাম থ্রিডি ম্যাক্স এর উপরে। কেমন আছেন আপনারা ? আজকে আমরা মাকড়সার জাল বানাবো , বিভিন্য পুরাতন জিনিসে আরটিস্টীক লুক দিতে আমরা মাকড়সার জাল ব্যাবহার করতে পারি। এই টিউটোরিয়াল টার জন্যে আপনাকের কয়েক কিলোবাইটের একটা প্লাগইন ডাউনলোড করে নিতে হবে সুধু। প্লাগইনটির নাম কবওয়েব। ডাউনলোড: http://www.mediafire.com/?f7qbvqv27jsj8rx
আজকের টিউটোরিয়ালটি এতই সহজ যে এটা একদম বিগিনাররাও খুব সহজে করতে পারবেন আর যারা একটু ঘাটাঘাটি করবেন তারা হয়ত খুবি নান্দনিক কিছু একটা করে ফেলতে পারবেন ...
আপনি হয়ত ভাবছেন এত জটিল একটা জাল বানানো কি এতই সোজা? আসলেই সোজা , এই দেখুন ঝটপট আমিও একটা টেস্ট করে ফেললাম ৫ মিনিটেই মাউসের কয়েকটা ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার মাকড়শার জাল 🙂
প্রথমেই আপনার থ্রিডি ম্যাক্স ওপেন করে MAXscript মেনু থেকে RUN Script এ ক্লিক করে আমার দেয়া ফাইলটি(cobwebsV7.ms) সিলেক্ট করুন , প্লাগইন টির উইন্ডো ওপেন হবে ...
ব্যাস আপনি সবচাইতে কঠিন কাজটি করে ফেললেন 🙂 এখন ম্যাক্স ভিউপোর্ট এ আপনি যে অবজেক্ট গুলার মধ্যে জাল তৈরি করতে চান অইগুলা সিলেক্ট করে 'Create Cobwebs' বাটনে চাপুন আর দেখুন ম্যাজিক ! জালের সংখ্যা বাড়াতে হলে CoBwebs উইন্ডো তে Strands এর সংখ্যা বাড়িয়ে দিন ইচ্ছামত।
রেন্ডার করার জন্যে মডিফাই পেনেল থেকে জালগুলোকে রেন্ডারেবল করে দিন আর ইচ্ছামত থিকনেস দিয়ে দিন নিচের স্ক্রিনশট এর মত ...
প্লাগিনটি নিয়ে ঘাঁটাঘাঁটি করুন আর আপনার ক্রিয়েটীভিটী কে দিন নতুন মাত্রা ...
PS: পরিশেষে এডমিনদের উদ্দেশে একটা রিকুয়েস্ট হচ্ছে থ্রিডি এর জন্যে আলাদা সেকশন করতে পারেন , থ্রিডি এর জগত এত বিশাল কিন্তু এর জন্যে কোন আলাদা বিভাগ নেই তাই অবাক হচ্ছি। ফটোশপ , ইলাস্ট্রেটর এর আলাদা বিভাগ থাকলে থ্রিডি বা থ্রিডি স্টুডিও ম্যাক্স , মায়া , সিনেমা 4D , zbrush , আটোক্যাড এসব জনপ্রিয় সফটওয়্যার এর জন্যেও আলাদা বিভাগ থাকা উচিত
আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।
iSS duidin agei etar proijon chilo,but pore holeo paya valo laglo.Thanks for nice tune.