যারা এখনো জানেন না কিভাবে ইউটিউব ভিডিও ব্রাউজ করতে হবে এবং ডাউনলোড করতে হবে তারা দেখুন এই পোস্ট।
এই পর্বগুলোতে আমরা যে ডিজাইনটি করবো তা হচ্ছে নিচের এই ফাইনাল ছবিটি। এছাড়াও আরো অনেক কিছুই করা হবে।
সবগুলো ভিডিও, সোর্স ফাইল এবং অনেক দরকারী ফাইলসহ সামনে DVD করার পরিকল্পনা রয়েছে। আশা করি এই মাসের মধ্যেই আপনারা DVD হাতে পেয়ে যাবেন। বিস্তারিত পরে জানিয়ে দেয়া হবে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হাসান ভাই ইউটিউব নিয়ে মহা ফাপড়ে আছি……।DVD তৈরী হলে জানাবেন।ধন্যবাদ এতদিন পযন্ত চালিয়ে যাওয়ার জন্য।আমার প্রথম দেখা কেউ এতদিন পযন্ত চেইন টিউন চালিয়ে গেছে।র একটা কথা lynda.com এর ভিডিওর কথা বলেছিলেন একবার।এগুলো কেমনে পাব?মিডিয়াফায়ারে এ আছে?থাকলে এ অধমকে এক্টু লিংক টিংক মেরে হেল্প করবেন………ধন্যবাদ আবার
আমি আপনার ফটোসপ ভিডিও টিউন গুলো ডাউনলোড করছি । হাসান ভাই আমার একটা সফটওয়্যার লাগব । দিতে পারলে খুব খুশি হব । আপনার টিউন এ আমি পেয়েছিলাম কিন্তু লিংক ব্যাড হয়ে গেছে । সফটওয়্যার টির নাম হলো FaceGen Modeller 3.4.1 । কিগেন সহ দেওয়ার চেষ্টা করবেন । আর Gurdian Mobile এই সফটওয়্যার টি লাগব ।
কোন একদিন ফটোশপের হেল্প এর জন্য কিছু একটা খুঁজতে গিয়ে আপনার বাংলা টিউটোরিয়াল চোখে পড়েছিল। কৃতজ্ঞতা না জানালে ভুল হবে। 🙂 তাই ধন্যবাদ। আপনার টিউটোরিয়াল এর মান অনেক ভালো হচ্ছে । চালিয়ে যান। ডিভিডি বের হলে সংগ্রেহে রাখার চেষ্টা করবো।
vaia jokhon decission nilam graphics design shekhbo,tokhon kono guideline pacchelam na,apnar tune gula porar por sahosh pailam nd start korlam…many many thnx bro.ar vai dvd ke bangla tutorial full version thakbe? amra ki kinte parbo? limited edition ber koiren na,unlimited dvd print market e dien,so that amra shobai paite pare….again thnx vai
সকল ভিডিও এখন ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে। ফটোশপ নতুন ভার্শন CS6 দিয়ে তৈরি করা এই ভিডিও টিউটোরিয়াল ডিভিডির মাধ্যমে ফটোশপের ব্যাসিক থেকে শুরু করে ধীরে ধীরে এডভান্স লেভেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বাংলা ভিডিও টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই ফটোশপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
চলুন এক নজরে দেখে নেয়া যাক DVD তে কি কি থাকছেঃ
ফটোশপের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল। ফটোশপ CS6 ফুল ভার্শন সফটওয়্যার। ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল। ১৫০০+ সেরা ইংলিশ ফন্ট। ৭০০+ সেরা বাংলা ফন্ট। স্পেশাল প্রজেক্ট ভিডিও। ( শুধুমাত্র DVDতে পাওয়া যাবে) এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।
বাংলা ফটোশপ DVD সংগ্রহ করুন এখন আরো সহজে! Rokomari.com, IDB ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার থেকে সরাসরি নিতে পারবেন ডিভিডি! প্রবাসীদের জন্যও থাকছে ব্যবস্থা! বিস্তারিত জানুন এখানে। https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/190241
ভাই অনেক দিন ভালো ফটোশপের টিউটোরিয়াল খুজছিলাম যা বাংলাতে হবে আজ আমার সব গুলো ভিডিও ডাউনলোড শেষ হলো আমা করি এখন কাজ শিখতে পারব। হাসান ভাই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করবো না আপনার জন্য অনেক অনেক শুভোকামনা রইলো।
অনেক দিন আপনার নিউ ভিডিও পাই না।এটা বেশ কয়েক দিন আগের।আপনাকে ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য
।