টেকটিউনস এর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা নিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট। পোস্ট টা ধারাবাহিক হতে পারে। প্রথম পর্বের রেস্পন্সের উপর ভিত্তি করে আমি টিউন চালিয়ে যাব। তো প্রথমেই কিছু কথা.........
প্রথমেই আমার নিজের ডিজাইন করা নিউ ইয়ার এর কার্ড দিয়ে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। Happy New Year.
আমি ফ্রীলান্সিং এর সাথে পরিচিত হই ২০০৭ সালে। প্রবাসী এক আমেরিকান ভাই এর কাছ থেকে প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি । তারপর গুগল এ সার্চ করে freelancer.com নামক সাইটটি আবিষ্কার করি যার তৎকালীন নাম ছিল getafreelancer.com। তারপর এই সাইট এ সাইন আপ করে কাজ গুলার ধরন দেখা শুরু করি। তারপর তো বিশাল কাহিনী, অনেক struggle অনেক পরিস্রমের মাধ্যমে আজকের এই অবস্থান। বর্তমানে আমি একটি ছোট ওয়েব ডিজাইন ফার্ম চালাই, পাশাপাশি Outsourcing এবং ফ্রীলান্সিং করি অনলাইনে।
আমি গত ৪-৫ বছর যাবত সাফল্লের সাথে অনলাইন Outsourcing করে আসছি। আমি আমার ক্যারিয়ার র অভিজ্ঞতা গুলো এবং কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে আপনারা যারা গ্রাফিক/ ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ের গড়তে আগ্রহী তারা একটা দিক নির্দেশনা পান। আর যারা আমার চেয়ে ও অভিজ্ঞ এবং সফল তারা তাদের মতামত শেয়ার করবেন। এই পোস্ট টা আমি অনেক সময় নিয়ে লিখসি যাতে করে টেকটিউনস এবং আমার পোস্ট এর মান ঠিক থাকে। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করার। প্রফেশন গত কারনে অনেক ব্যস্ত থাকতে হয়। তাই লিখব লিখব করেও এতদিন লিখা হইনি। দয়া করবেন। [বাংলা লিখতে এই শীতেও ঘাম বের হয়ে যাচ্ছে, কারন আপনাদের মত তারাতারি বাংলাই টাইপ করতে পারিনা।]
কিছু কাজের নমুনা দেখতে চাইলে আমার টেকটিউনস প্রোফাইল এ পোর্টফলিও লিঙ্ক দেয়া আছে। নিজ দায়িত্তে পড়ে নিন। এই খানে টেকটিউনস আর নীতিমালা গত কারন মেনে পোস্ট করলাম না।
আপনি কি creative minded? কিভাবে বুঝবেন আপনার মধ্যে সৃজনশীলতা আছে কিনা?
কিভাবে বুঝবেন আপনি আসলেই সৃজনশীল প্রক্রিতির মানুষ নাকি অন্য পক্রিতির? তাও আমার মত আর্ট এ ছোটবেলা থেকে দূরে, কখনও কোন কিছু আকার চেষ্টা করিনি, খালি স্কুল বা কলেজ এর প্রেকটিকাল খাতায় আঁকা ছাড়া। এই রকম হলে আসলেই বিশাল ফাপরের প্রশ্ন। তবে খুব সাধারন ভাবে যদি জানতে চান, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি কোনদিন রিকশা চরে যাবার সময় রাস্তার ২ পাশের দোকানের সাইন বোর্ড গুলর দিকে তাকিয়ে চিন্তা করেছেন কোন সাইন বোর্ড টা আপনার কাছে ভাল লাগছে কন্তা লাগছে না? যেটা ভাল লাগছে সেতা কেন ভাল লাগছে?
কি ধরনের অবজেক্ট ব্যাবহার করা হয়েছে ডিজাইন টি তে? কি ধরনের কালার ব্যাবহার করা হয়েছে বা আরঅ কি হতে পারত? যদি এই বেপার গুলো খুব ভিশন ভাবে আপনাকে নারা দেই তাহলে বুঝা যাবে আপনার ডিজাইন সম্পর্কে কিছুতা হলে ও আগ্রহ আছে।
খালি ফটোশপ বা এই ধরনের সফটওয়্যার জানলেই কিন্তু ডিজাইনার হওয়া যায় না।
আপনি বিসসাস করেন আর নাই করেন কথাতা কিন্তু সত্যি। ধরুন আমি এই খানে শুধু ফটোশপ সফটওয়্যার টা নিয়া কথা বলব। তো শুরু করা যাক। প্রথমেয় প্রশ্ন হল এই সফটওয়্যার টি কারা কারা ব্যাবহার করে সারা বিশ্বজুড়ে? গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ফটোগ্রাফার, স্থপতি, এনিমেশন আর ছোট খাট অনেক পেশার মানুষ। ডিজিটাল দুনিয়ায় ছবি সম্পর্কিত কাজ করতে হলে ফটোশপ লাগবেই। তো বুঝা যাচ্ছে স্বাভাবিক কারনেই এটা হল আসলে একটা অসাধারণ টুল।
শিল্পীর ডিজিটাল তুলি র মত বলতে পারেন অনেক টা যা দিয়ে তৈরি হয় অনেক সুন্দর সুন্দর জিনিস।আমাদের দেশে একটা ভুল ধারনা আছে যে এই সমস্ত সফটওয়্যার গুলো শিখলেই সহজেই ডিজাইনার হওা যায়। বাস্তবে এটা খুবি ভুল ধারনা। কেননা খালি সফটওয়্যার এ এক্সপার্ট হলেই অনেক ক্রিয়েতিভ কিছু হয়ত ক্ষেত্র বিশেষে তৈরি করা যায় কিন্তু একটা নির্দিষ্ট সিমানা পর্যন্ত। তারপর এ গিয়ে অন্ধকারে হাত্রাতে হই।
আর এটাও লজিকাল যে খালি সফটওয়্যার দিয়েই ডিজাইনার হওয়া গেলে সারা ওয়ার্ল্ড এ ডিজাইন এর এত বর বর ডিগ্রি থাক্ত না। মানুষ লাখ টাকা খরচ করে গ্রাফিক ডিজাইন এ অনার্স বা মাস্টার্স করত না। তবে হা ডিগ্রি ছাড়া ডিজাইনার হওয়া যায় কেবল মাত্র সৃজন শীলতা থাকলেই। ঠিক যেমন জিনিয়াস প্রোগ্রামার হতে হলেই যে কম্পিউটার সায়েন্স এ বড় ডিগ্রি লাগবে এটা ঠিক নয়। কারন আপনার মদ্ধে যদি লজিক ভাল মত কাজ করে তাহলে আপনি বই পড়ে শিখতে পারেন। তবে সেটা অবশ্যয় সময় সাপেক্ষ ব্যাপার।
................................. আজ এতোটুকুই। সান্তা মারিয়ম এ গ্রাফিক ডিজাইন পরছেন এমন কেও থাকলে দয়া করে আওয়াজ দিয়েন। আপনাদের মতামত অনেক দরকারি, নতুন দের জন্য এবং বিশেষ করে তারা যাদের ইচ্ছে থাকা সর্তেও হয়ত ডিজাইন এ ডিগ্রি নেবার সামর্থ্য নাই। দয়া করে জানাবেন ভাল লাগ্ল কিনা। এর আমি পোর্ট টা কি ধারাবাহিক করব কিনা। আমি অনেক গভীরে গিয়ে আলোচনা করেছি শুধু মাত্র এই জন্যই যে এই প্রফেশন এ যারা আগ্রহী ক্যারিয়ের গড়তে তারা জেন ভাল ভাবে বুঝতে পারেন খুতি নাতি বিষয়গুলো। আপনাদের ভাল লাগ্লে আমি কিছু টিপস শেয়ার করে যাব, কিছু টুলস নিয়া আলোচনা করব এবং ডিজাইন র বিসয় নিয়ে আলোচনা করব।
ধন্যবাদ সবাইকে। (পোস্ট টা অনেক প্লান করে লিখা। এবং অনেক সময়ই নিয়ে লিখা যাতে টেকটিউনস র মান ঠিক থাকে। আপনাদের উপকারে আসলে কষ্ট সার্থক 🙂 )
আমি Amit Mojumder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a professional tech entrepreneur, designer, developer, web engineer and author. But, beside all those designations, I am more of a "Life Long Learner" or "The Searcher" as I constantly study, research on design and various web technology related topics. My top interest relating to my profession includes as...
Continue করুন Mr. Amit.