হতে চান সফল গ্রাফিক/ ওয়েব ডিজাইনার?? [পর্ব-০১] :: ফটোশপ সফটওয়্যার নিয়ে কিছু কথা

টেকটিউনস এর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা নিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট। পোস্ট টা ধারাবাহিক হতে পারে। প্রথম পর্বের রেস্পন্সের উপর ভিত্তি করে আমি টিউন চালিয়ে যাব। তো প্রথমেই কিছু কথা.........

প্রথমেই আমার নিজের ডিজাইন করা নিউ ইয়ার এর কার্ড দিয়ে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। Happy New Year.

আমি ফ্রীলান্সিং এর সাথে পরিচিত হই ২০০৭ সালে। প্রবাসী এক আমেরিকান ভাই এর কাছ থেকে প্রথম  ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি । তারপর গুগল এ সার্চ করে freelancer.com নামক সাইটটি আবিষ্কার করি যার তৎকালীন নাম ছিল getafreelancer.com। তারপর এই সাইট এ সাইন আপ করে কাজ গুলার ধরন দেখা শুরু করি। তারপর তো বিশাল কাহিনী, অনেক struggle অনেক পরিস্রমের মাধ্যমে আজকের এই অবস্থান। বর্তমানে আমি একটি ছোট ওয়েব ডিজাইন ফার্ম চালাই, পাশাপাশি Outsourcing এবং ফ্রীলান্সিং করি অনলাইনে।

আমি গত ৪-৫ বছর যাবত সাফল্লের সাথে অনলাইন Outsourcing করে আসছি। আমি আমার ক্যারিয়ার র অভিজ্ঞতা গুলো এবং কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে আপনারা যারা গ্রাফিক/ ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ের গড়তে আগ্রহী তারা একটা দিক নির্দেশনা পান। আর যারা আমার চেয়ে ও অভিজ্ঞ এবং সফল তারা তাদের  মতামত শেয়ার করবেন। এই পোস্ট টা আমি অনেক সময় নিয়ে লিখসি যাতে করে টেকটিউনস এবং আমার পোস্ট এর মান ঠিক থাকে। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করার। প্রফেশন গত কারনে অনেক ব্যস্ত থাকতে হয়। তাই লিখব লিখব করেও এতদিন লিখা হইনি। দয়া করবেন। [বাংলা লিখতে এই শীতেও ঘাম বের হয়ে যাচ্ছে, কারন আপনাদের মত তারাতারি বাংলাই টাইপ করতে পারিনা।]

কিছু কাজের নমুনা দেখতে চাইলে আমার টেকটিউনস প্রোফাইল এ পোর্টফলিও লিঙ্ক দেয়া আছে। নিজ দায়িত্তে পড়ে নিন। এই খানে টেকটিউনস আর নীতিমালা গত কারন মেনে পোস্ট করলাম না।

আপনি কি creative minded? কিভাবে বুঝবেন আপনার মধ্যে সৃজনশীলতা আছে কিনা?

কিভাবে বুঝবেন আপনি আসলেই সৃজনশীল প্রক্রিতির মানুষ নাকি অন্য পক্রিতির? তাও আমার মত আর্ট এ ছোটবেলা থেকে দূরে, কখনও কোন কিছু আকার চেষ্টা  করিনি, খালি স্কুল বা কলেজ এর প্রেকটিকাল খাতায় আঁকা ছাড়া। এই রকম হলে  আসলেই বিশাল ফাপরের প্রশ্ন। তবে খুব সাধারন ভাবে যদি জানতে চান, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি কোনদিন রিকশা চরে যাবার সময় রাস্তার ২ পাশের দোকানের সাইন বোর্ড গুলর দিকে তাকিয়ে চিন্তা করেছেন কোন সাইন বোর্ড টা আপনার কাছে ভাল লাগছে কন্তা লাগছে না? যেটা ভাল লাগছে সেতা কেন ভাল লাগছে?

কি ধরনের অবজেক্ট ব্যাবহার করা হয়েছে ডিজাইন টি তে? কি ধরনের কালার ব্যাবহার করা হয়েছে বা আরঅ কি হতে পারত? যদি এই বেপার গুলো খুব ভিশন ভাবে আপনাকে নারা দেই তাহলে বুঝা যাবে আপনার ডিজাইন সম্পর্কে কিছুতা হলে ও আগ্রহ আছে।

খালি ফটোশপ বা এই ধরনের সফটওয়্যার জানলেই কিন্তু ডিজাইনার হওয়া যায় না।

আপনি বিসসাস করেন আর নাই করেন কথাতা কিন্তু সত্যি। ধরুন আমি এই খানে শুধু ফটোশপ সফটওয়্যার টা নিয়া কথা বলব। তো শুরু করা যাক। প্রথমেয় প্রশ্ন হল এই সফটওয়্যার টি কারা কারা ব্যাবহার করে সারা বিশ্বজুড়ে? গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ফটোগ্রাফার, স্থপতি, এনিমেশন আর ছোট খাট অনেক পেশার মানুষ। ডিজিটাল দুনিয়ায় ছবি সম্পর্কিত কাজ করতে হলে ফটোশপ লাগবেই। তো বুঝা যাচ্ছে স্বাভাবিক কারনেই এটা হল আসলে একটা অসাধারণ টুল।

শিল্পীর ডিজিটাল তুলি র মত বলতে পারেন অনেক টা যা দিয়ে তৈরি হয় অনেক সুন্দর সুন্দর জিনিস।আমাদের দেশে একটা ভুল ধারনা আছে যে এই সমস্ত সফটওয়্যার গুলো শিখলেই সহজেই ডিজাইনার হওা যায়। বাস্তবে এটা খুবি ভুল ধারনা। কেননা খালি সফটওয়্যার এ এক্সপার্ট হলেই অনেক ক্রিয়েতিভ কিছু হয়ত ক্ষেত্র বিশেষে তৈরি করা যায় কিন্তু একটা নির্দিষ্ট সিমানা পর্যন্ত। তারপর এ গিয়ে অন্ধকারে হাত্রাতে হই।

আর এটাও লজিকাল যে খালি সফটওয়্যার দিয়েই ডিজাইনার হওয়া গেলে সারা ওয়ার্ল্ড এ ডিজাইন এর এত বর বর ডিগ্রি থাক্ত না। মানুষ লাখ টাকা খরচ করে গ্রাফিক ডিজাইন এ অনার্স বা মাস্টার্স করত না। তবে হা ডিগ্রি ছাড়া ডিজাইনার হওয়া যায় কেবল মাত্র সৃজন শীলতা থাকলেই। ঠিক যেমন জিনিয়াস প্রোগ্রামার হতে হলেই যে কম্পিউটার সায়েন্স এ বড় ডিগ্রি লাগবে এটা ঠিক নয়। কারন আপনার মদ্ধে যদি লজিক ভাল মত কাজ করে তাহলে আপনি বই পড়ে শিখতে পারেন। তবে সেটা অবশ্যয় সময় সাপেক্ষ ব্যাপার।

................................. আজ এতোটুকুই। সান্তা মারিয়ম এ গ্রাফিক ডিজাইন পরছেন এমন কেও থাকলে দয়া করে আওয়াজ দিয়েন। আপনাদের মতামত অনেক দরকারি, নতুন দের জন্য এবং বিশেষ করে তারা যাদের ইচ্ছে থাকা সর্তেও হয়ত ডিজাইন এ ডিগ্রি নেবার সামর্থ্য নাই। দয়া করে জানাবেন ভাল লাগ্ল কিনা। এর আমি পোর্ট টা কি ধারাবাহিক করব কিনা। আমি অনেক গভীরে গিয়ে  আলোচনা করেছি শুধু মাত্র এই জন্যই যে এই প্রফেশন এ যারা আগ্রহী ক্যারিয়ের গড়তে তারা জেন ভাল ভাবে বুঝতে পারেন খুতি নাতি বিষয়গুলো। আপনাদের ভাল লাগ্লে আমি কিছু টিপস শেয়ার করে যাব, কিছু টুলস নিয়া আলোচনা করব এবং ডিজাইন র বিসয় নিয়ে আলোচনা করব।

ধন্যবাদ সবাইকে। (পোস্ট টা অনেক প্লান করে লিখা। এবং অনেক সময়ই নিয়ে লিখা যাতে টেকটিউনস র মান ঠিক থাকে। আপনাদের উপকারে আসলে কষ্ট সার্থক 🙂 )

Level 0

আমি Amit Mojumder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a professional tech entrepreneur, designer, developer, web engineer and author. But, beside all those designations, I am more of a "Life Long Learner" or "The Searcher" as I constantly study, research on design and various web technology related topics. My top interest relating to my profession includes as...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Continue করুন Mr. Amit.

আপনার মেধা শেয়ার করুন। তাতে কারো না কারো উপকার হবে নিশ্চই। তবে কিছু সমালোচক তো থাকবেই। এটাই স্বাভাবিক।

Level 0

ভাই, আমি আছি আপনার ক্লাস এ। আপনার লেখা খুব ভাল লাগলো। যাক ডিজাইন ত শিখতে পারব যদি আপনি শেখান।

Level 0

ভাই, যদি শেখান ভালভাবে শেখাবেন, যেটা শেখাবেন সেটা পরিপূর্ণতা দিয়ে শেখাবেন যেন অন্য কোথাও যাওয়া না লাগে। চালিয়ে যান ।

    @rashed2you: ধন্যবাদ ভাই। পরিপূর্ণতা দিতে চেষ্টা করব। 🙂

Level 0

পরের টিউন খুব শীঘ্র আশা করছি। হতাশ করবেন না,শুভেচ্ছা রইল ।

    @ng24nt19🙂 চেষ্টা করব তাড়াতাড়ি পোস্ট করার। ধন্যবাদ পাশে থাকার জন্য।

Level 0

Thank u Bhai, tobe suru theke ses porjonto sikhabe . eta asa roilo ami apnar kace .ami apnar pase aci……….

    @eliusaub: অবশ্যই। আমার চেষ্টার ত্রুটি থাকবে না। ধন্যবাদ পাশে থাকার জন্য।

Level 0

Amit, bismillah koia lakha suru koro…

মনের খিদা মিটলনা , পোস্ট টা আর একটু (ইয়ে হলে) ভালো হত ।

ভাই অনেক ভাল লাগল আপনের লেখা পড়ে, একবুক আশা নিয়ে অপেক্ষায় থাকলাম আপনের পরবর্তি লেখা পড়ার জন্য, শুধু একটা অনুরোধ আশা দেখিয়ে নিরাশ করবেন না, যদি অনেক কষ্ট হয় তারপর ধারাবাহিক লেখা দিয়েন প্লিজ, অনেক ইচ্ছা আছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে শিখার, যদি আপনি সহায়তা করেন, ভাল থাকবেন

    @tanimkhan3280: আপনার আশা পূরণ করার চেষ্টা করব যথাসাধ্য। সাথে থাকবেন। ধন্যবাদ।

Level 0

হুম যখন থেকেই ফটোশপ জিনিশটা সম্পর্কে জেনেছি তখন থেকেই এটা নিয়ে অনেক নাড়াচাড়া করে জাসছি এখন পর্যন্ত । মাঝে মাঝে ইচ্ছা হারিয়ে ফেলি এই বলে যে নিজ থেকে সুন্দর কিছু তৈরি করতে পারছিনা , মাথাই কিছু আশে না , এই কেত্রে কি করতে পারি জানাবেন আর আশা করি আপনার tune গুলো continue হবে এবং নতুন কিছু শিখব নতুন কিছু জানতে পারব আর অনুপেরনা তহ আছেই ।

    @Diptta: নাড়াচাড়া করার অভ্যাস থাকা খুবই ভাল। কেননা প্র্যাকটিস এর কোন বিকল্প নেই। তবে সব থেকে ভাল হয় যদি নিজে নিজে কিছু dummy প্রোজেক্ট করেন। যেমন ধরুন কোন একটা ওয়েবসাইট দেখে খুব ভাল লাগল। সেই সাইট টা ফটোশপ এ ডিজাইন করার চেষ্টা করুন। প্রথমে কিছুই হবেনা হইতবা। কিন্তু চেষ্টা করতে থাকুন। এটা খুব কার্যকর একটা প্রসেস। সাথে থাকুন। ধন্যবাদ।

Level 0

অনেক সুন্দর টিউন হয়েছে, চালিয়ে জান 😀

    @iamnayem: ধন্যবাদ। পাশে থাকবেন আশা করি।

Post ta khub valo laglo.. So apnar notun post er opekhhay roilam. Hope hotash korben na.

    @sakibfreeman: না ভাই। হতাশ করার জন্য লিখা শুরু করিনি 🙂 । সাথে থাকুন।ধন্নবাদ।

Level 2

amit, ভাই আমার খুব ইচ্ছা ডিজাইনার হয়ার , টিউন টা ধারাবাহিক করেন…….।।

    @jmhasan: অবশ্যই করব। পাশে থাকবেন। ধন্যবাদ

ভাইজান আপনার প্রথম পর্বে যেমন ভাবে লিখেছেন তাতে আশা করা যায় পরের পোস্ট গুলো খুবি সুন্দর হবে। আপনার পরবর্তী পোষ্টের অপেক্ষায় থাকলাম। আশা করি আপনার পোস্ট থেকেই আমরা ডিজাইনার হতে পারবো। ইনশাআল্লাহ্‌।

    @Rihdoy Islam: আমার পোস্ট পড়ে ডিজাইনার হতে পারবেন কিনা সেটা তো একেবারে হলপ করে বলতে পারিনা, তবে যদি আপনারা অনুপ্রাণিত হন এবং একটা সঠিক নির্দেশনা পান, তাহলে নিজেকে সফল মনে করব এই ব্যাপারে। ধন্যবাদ

ভাই শুরু যখন একবার করেছেন এর একটা শেষ করে তারপর ছাড়বেন কিন্তু।

its realy nice. go on

Thank you Brother. Pls be continue……

Level 0

amit tomi agie cholo amra aci apnar pashe……….

আপনার মেধাকে সেবায় রুপান্তর করুন ।

Thanks bro for your post continue……………

আসসাল্মুয়ালাইকুম অমিত ভাই! ভাই আমি কুমিল্লা থেকে বলছি, আমি ওয়েব/গ্রাফিক্স ডিজাইন/ ডেভেলপমেন্ট শিখতে খুবই আগ্রহী! ইন্টারনেট এ হাতেখড়ি হওয়ার পর থেকে সব সময় সৃষ্টি জিনিজে আকৃষ্ট হয়েছি, ফ্রী ল্যান্সিং এর দিকেও এগিয়েছি কিন্তু এখনো সফল হতে পারি নি, নিজের চেষ্টায় ছোট একটা ওএব সাইট(Wapka.mobi) তৈরী করেছি! তবে এ ব্যাপারে আমি অতটা এক্সপার্ট হতে পারিনি। ব্যাক্তিগত বিষয়গুলো এ জন্য বলছি যে, আপনি এগুলো জানতে ছেয়েছেন! আমি তা বলছি যাতে আপনি আমার আগ্রহটা বুঝতে পারেন। ব্যক্তিগত জীবনে আমি অনার্স করছি(গনিতে)। গত ২ বছর হল ইন্টানেটের মত বিশাল ভার্চুয়াল জগতে সম্পৃক্ত হয়েছি। এখানে এসে অনেক কিছু জনতে ও শিখতে পেরেছি! কিন্তু প্রাকৃতিক ভাবেই যেন আমি এর উপর একটা অন্যরকম টান অনুভব করছি। এখন শুধু মনে মনে আফসোস হয় কেন আগে থেকে কম্পিউটার বিজ্ঞান নীয়ে পড়লাম না! আমি এই জগতে অনেক কিছু শিখতে চাই! বিষেশ করে ওয়েব সাইট তৈরী, ওয়েব ডিজাইন, সফটওয়্যার তৈরী, বিভিন্ন প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা ও এর ব্যবহার করা শিখার আগ্রহ। কিন্তু আজ পর্যন্ত ভাল কোন দিক-নির্দেশনা পাই নি যে কিভাবে করব এবং কোনটা আগে করব। আমি টেকটিউনস নিয়মিত পড়ি (২ টা টিউনসও করেছি)। আপনার পোষ্ট দেখে মনে অনেক আশা জেগেছে, আপনি যেভাবে আগ্রহ দেখিয়েছেন শেখানোর জন্য! যদি দয়া করা যদি আমাকে/সবাইকে আন্তরিকভাবে স্টেপ বাই স্টেপ শিখাতেন অবশ্যই সারা জীবন কৃতজ্ঞ থাকব! আল্লাহ চাহে তো কখনো সফল হলেও আপনার কথা স্মরন থাকবে যেভাবে এখনো স্মরন করি যিনি একেবারে প্রথমে আমার ই-মেইল আইডি খোলে দিয়েছে তাকে! অনেক ধন্যবাদ আপনাকে !ভূল হলে ক্ষমা করবেন!
মামুন, ই-মেইলঃ [email protected],
skype: [email protected],
Facebook: http://facebook.com/almamun1419,
Reply করলে খুব খুশি হব!

    @Abdullah Al Mamun: Sorry bhaiya, apnar reply ta miss korchi some how. kono dorkar lagle janaben. abar o dukkhito ato deri kore reply korar jonno

Level 0

Nice Post…..Plz continue……

    @rednav909: ইন্সাল্লাহ, চেষ্টা করব চালিয়ে যাবার। আশা করি পাসে থাকবেন।

Level 0

অসাধারন একটা পোস্ট চালিয়ে জান আমি আছি আপনার সাথে , আমিও একজন টুক টাক ডিজাইনার পটোশপ ও ইলাস্টেট্রর পারি মোটামুটি , আপনি নিওমিত পোস্ট করলে অনেকেই উপকার হবে

    @kaif hasan: অবশ্যই করব। পাশে থাকবেন। ধন্যবাদ

Ami akjon executive kintu ei rokom post dekhe nije k update rakhi nije nije kaj shikhi.please continue for people like me.

    @Tanvir R Chowdhury: অবশ্যই করব। পাশে থাকবেন। ধন্যবাদ । আপনাদের জন্যই লিখছি। যদি একটুও কাজে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক।

Osadharon Hoiche Mr. Amit Vaiaa…Khub VaLO Laglo Pore…Asole Basic Jinista Apni Khub Valo Vabe Uposthapon Koresen, Ajonno Oses Donnobad..Aj Prothom Ai Site Ami Registration Korlam..And This Is My First Comment For You………Continue It.(Thanks)

    @Nasir Hussain: সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ। পাসে থাকুন।

দারুন, আমিও গ্রাফিক ডিজাইন শেখার চেষ্টা করছি, সান্তা মরিয়মে ডিজাইন শিখতে কত লাগে এবং কি কি যোগ্যতা থাকতে হয় জানতে পারলে ভাল হত।

    @শুভ শুভ্র: সান্তা মারিউম এ আমি যতদূর জানি ২ রকম কোর্সে ভর্তি হওয়া যায়। একটা হল ৪ বছর এর অনার্স, আর অন্য টা হল ২ বছর এর HND(Higher National Diploma.) HND তে টোটাল ১ লাখ ৬০ হাজার বা আর পাশাপাশি একটা amount লাগে। ৪ বছর এর টাতে কত লাগে সঠিক জানি না।পাশে থাকবেন। ধন্যবাদ

Level 0

thanks bro ….. i m with u and waiting for ur next post ……

Level 0

i need somethings more………

    @nazrulbd: পাশে থাকবেন। আশা করি আরও কিছু পাবেন। ধন্যবাদ

Level 0

Nice post Amit. You should continue.- Asif

    @yourdad: আপ্নার অনুপ্রেরণা যে আমার ডিজাইনার হবার পিছনে অনেক বড় একটা ভুমিকা রেখেছে সেটা পরবর্তী কোন একটা পরবে অবশ্যই উল্লেখ করব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।

vaia ame graphics design shekhte chai bt kotha thake start korbo,kontar por konta shekhbo,kototuku shekhbo ai 3 ta bepar niei chenta korche,apnar moto professional designer jody ektu guidline diten tahole khub e khushe hotam…..

    @Rashedabdullah: পুরা সিরিজ টা পরেন। গাইড লাইন পেয়ে জাবেন আসা করি। ধন্যবাদ।

Level 0

vaia khub valo lagtese,amr aktai prob j ami kotha theke shuru korbo sheta bujhte partesilam na.please amake help korben.ami B.A. (Hons.) in Graphic Design korte chai.ami shunechi ai year e jahangir nogore B.A. (Hons.) in Graphic Design shuru hoyeche.ata ki true?

    @nibir3288<নবাদ।ঠিক জানিনা ভাই। খোঁজ নিয়ে দেখেন। আমি যদি খোঁজ নিতে পারি অবশ্যই জানাব। আর এত চিন্তা না করে উপরের পোস্টে দেওয়া গাইড লাইন টা ফলো করতে পারেন। আসা করি কাজে দেবে।

    @মেহেদী হাসান: ধন্যবাদ। 🙂

Level 0

kor0 ami ashe tmr pese……………….

    @rocketঃ)পাসে থাকার জন্য ধন্যবাদ।