প্রিয় টেক টিউনার বন্ধুরা,
কেমন আছেন সবাই? 3ds Max এর কিছু কিছু কাজ করলাম। ইচ্ছে হল আপনাদের সাথে শেয়ার করি। যা থেকে নতুনরা পাবেন আগ্রহ, আর অভিজ্ঞরা দেবেন তাদের পরামর্শ।
আসুন তার আগে অল্প কথায় ছোট্ট একটা গল্প শুনে নেই। আমার ক্যারিয়ারের শুরু ছিল ক্যাড অপারেটর হিসেবে। কাজ করেওছিলাম বেশ কিছুদিন। এরপর কাজ করছিলাম সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। মুলত সে সময়েই আগ্রহ জন্মে 3d’র প্রতি। কেমন করে......? আমার তখনকার অফিসে একজন আর্কিটেক্ট জয়েন করেন 3ds architectural visualizer হিসেবে। আমার প্রজেক্ট ছিল ঢাকার বাইরে। তাই মাঝে মাঝে প্রজেক্টএর progress আর requisition নিয়ে ঢাকায় এলে নিজের কাজের ব্যাস্ততার মাঝে সময় পেলেই ওনার 3d’র কাজ দেখতাম। আর মুগ্ধ হতাম। হঠাৎই মাথায় কি ভুত চাপল জানিনা 3d শেখার নেশায় চাকরীটাই ছেড়ে দিলাম। কেমন করে বা কোত্থেকে শিখতে পারি, জানতে চাইলাম সেই কলিগের কাছে। কিন্তু মনে হল তিনি যেন বিরক্তই হলেন। পরামর্শের বদলে বিষয়টাকে আরো জটিল করে তুললেন। মনে মনে ভাবছিলাম চাকরী ছেড়ে ভুলই করলাম নাকি.........!
এ সময় টেকটিউন্সে পরলাম এহসানুল ইসলাম ভাইএর ম্যাক্স সম্পর্কিত টিউন্সগুলো। সেখান থেকে জানলাম তিনি ম্যক্স শেখানও। যোগাযোগ করলাম ওনার সাথে। কিন্তু সিলেটে থাকেন। আমার পক্ষে সম্ভব ছিলনা সিলেটে গিয়ে শেখার। তখনো 3ds Max সম্পর্কে কিছুই জানিনা শুধু অফিসে দেখা এর গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়া। তাই খানিকটা হতাশই হলাম। কিন্ত আবার একই সময়ে কেমন যেন জেদও চাপল ভেতরে। 3ds Max শিখব, এবং সরাসরি কারও কোন সাহায্য ছাড়াই। যেই ভাবা সেই কাজ। কিছুই জানিনা, তবুও সাহস করে 3ds Max ইন্সটল করেই ফেললাম। সেই থেকে শুরু। দিন রাত একাকার করে নাওয়া খাওয়া ভুলে পরে রইলাম ম্যাক্স নিয়ে। যদিও শেখার শেষ নেই, তবুও এতদিনে মনে হচ্ছে অন্তত কাজ করার ন্যুনতম যোগ্যতাটুকু হয়েছে। সেই ভরসা থেকেই নিজের লো কনফিগারেশনের পি.সিতে করা কিছু কাজ শেয়ার করলাম আপনাদের সাথে।
মাফ করবেন, কাজের কথা বলে গল্প শোনানোর জন্য। আসলে ব্যাক্তিগত হলেও এজন্য শেয়ার করলাম যে আমরা অনেকেই অনেক সময় অনেক আগ্রহ নিয়ে কাজ শুরু করলেও ছোটখাট বাধা এলেই হাল ছেড়ে দেই। কিন্তু আমি বিশ্বাস করি যে কোন ব্যাপারে আগ্রহের সাথে অধ্যাবসায়ের সমন্বয় করতে পারলে সফলতা নিশ্চিত।
সবশেষে কৃতজ্ঞতা জানাতে চাই দুজনার প্রতি প্রথমত আমার সেই কলিগ, যার অবহেলা আমায় জেদী করে তুলেছিল ম্যাক্স শিখতে আর দ্বিতীয়ত এহসানুল ইসলাম ভাই (ওনার টিউন্স গুলো বেশ) যাদের দুজনকে দেখেই আমি অনুপ্রাণিত হয়েছিলাম ম্যাক্স শিখতে। তাদের দুজন কেই অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল তাদের জন্য।
সাইট ইঞ্জিনিয়ার হিসেবে শেষ কাজ করেছিলাম এক ফ্যাক্টরী বিল্ডিং এ যার 3d করলে হয়ত এমনি হত।
রৌদ্রজ্বল দিনে
মেঘলা দিনে
রাতের দৃশ্যে
সিম্পল লিভিং রুম সিম্পল লিভিং রুম
সাধারন সোফা
আর হ্যা,
সব শেষে.................! আমার করা প্রথম কাজ
হাহ.... হাহ.... হাহ................
ব্যাবহৃত সফটওয়্যার-(Auto CAD, 3ds Max, V-Ray, Photoshop)
আমি K. M. Alauddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
GooooooooooooD BRO