3ds Max এর কিছু কাজ করলাম, দেখুন তো কেমন হল……………!

প্রিয় টেক টিউনার বন্ধুরা,

কেমন আছেন সবাই? 3ds Max এর কিছু কিছু কাজ করলাম। ইচ্ছে হল আপনাদের সাথে শেয়ার করি। যা থেকে নতুনরা পাবেন আগ্রহ, আর অভিজ্ঞরা দেবেন তাদের পরামর্শ।

আসুন তার আগে অল্প কথায় ছোট্ট একটা গল্প শুনে নেই। আমার ক্যারিয়ারের শুরু ছিল ক্যাড অপারেটর হিসেবে। কাজ করেওছিলাম বেশ কিছুদিন। এরপর কাজ করছিলাম সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। মুলত সে সময়েই আগ্রহ জন্মে 3d’র প্রতি। কেমন করে......? আমার তখনকার অফিসে একজন আর্কিটেক্ট  জয়েন করেন 3ds architectural  visualizer হিসেবে। আমার প্রজেক্ট ছিল ঢাকার বাইরে। তাই মাঝে মাঝে প্রজেক্টএর progress  আর requisition নিয়ে ঢাকায় এলে নিজের কাজের ব্যাস্ততার মাঝে সময় পেলেই ওনার 3d’র কাজ দেখতাম। আর মুগ্ধ হতাম। হঠাৎই মাথায় কি ভুত চাপল জানিনা 3d শেখার নেশায় চাকরীটাই ছেড়ে দিলাম। কেমন করে বা কোত্থেকে শিখতে পারি, জানতে চাইলাম সেই কলিগের কাছে। কিন্তু মনে হল তিনি যেন বিরক্তই হলেন। পরামর্শের বদলে বিষয়টাকে আরো জটিল করে তুললেন। মনে মনে ভাবছিলাম চাকরী ছেড়ে ভুলই করলাম নাকি.........!

এ সময় টেকটিউন্সে পরলাম এহসানুল ইসলাম ভাইএর ম্যাক্স সম্পর্কিত টিউন্সগুলো। সেখান থেকে জানলাম তিনি ম্যক্স শেখানও। যোগাযোগ করলাম ওনার সাথে। কিন্তু সিলেটে থাকেন। আমার পক্ষে সম্ভব ছিলনা সিলেটে গিয়ে শেখার। তখনো 3ds Max  সম্পর্কে কিছুই জানিনা শুধু অফিসে দেখা এর গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়া। তাই খানিকটা হতাশই হলাম। কিন্ত আবার একই সময়ে কেমন যেন জেদও চাপল ভেতরে। 3ds Max শিখব, এবং সরাসরি কারও কোন সাহায্য ছাড়াই। যেই ভাবা সেই কাজ। কিছুই জানিনা, তবুও সাহস করে 3ds Max  ইন্সটল করেই ফেললাম। সেই থেকে শুরু। দিন রাত একাকার করে নাওয়া খাওয়া ভুলে পরে রইলাম ম্যাক্স নিয়ে। যদিও শেখার শেষ নেই, তবুও এতদিনে মনে হচ্ছে অন্তত কাজ করার ন্যুনতম যোগ্যতাটুকু হয়েছে। সেই ভরসা থেকেই নিজের লো কনফিগারেশনের পি.সিতে করা কিছু কাজ শেয়ার করলাম আপনাদের সাথে।

মাফ করবেন, কাজের কথা বলে গল্প শোনানোর জন্য। আসলে ব্যাক্তিগত হলেও এজন্য শেয়ার করলাম যে আমরা অনেকেই অনেক সময় অনেক আগ্রহ নিয়ে কাজ শুরু করলেও ছোটখাট বাধা এলেই হাল ছেড়ে দেই। কিন্তু আমি বিশ্বাস করি যে কোন ব্যাপারে আগ্রহের সাথে অধ্যাবসায়ের সমন্বয় করতে পারলে সফলতা নিশ্চিত।

সবশেষে কৃতজ্ঞতা জানাতে চাই দুজনার প্রতি প্রথমত আমার সেই কলিগ, যার অবহেলা আমায় জেদী করে তুলেছিল ম্যাক্স শিখতে আর দ্বিতীয়ত এহসানুল ইসলাম ভাই (ওনার টিউন্স গুলো বেশ) যাদের দুজনকে দেখেই আমি অনুপ্রাণিত হয়েছিলাম ম্যাক্স শিখতে। তাদের দুজন কেই অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল তাদের জন্য।

সাইট ইঞ্জিনিয়ার হিসেবে শেষ কাজ করেছিলাম এক ফ্যাক্টরী বিল্ডিং এ যার 3d করলে হয়ত এমনি হত।

রৌদ্রজ্বল দিনে

মেঘলা দিনে

রাতের দৃশ্যে

সিম্পল লিভিং রুম সিম্পল লিভিং রুম

সাধারন সোফা

আর হ্যা,

সব শেষে.................! আমার করা প্রথম কাজ

হাহ.... হাহ.... হাহ................

ব্যাবহৃত সফটওয়্যার-(Auto CAD, 3ds  Max, V-Ray, Photoshop)

Level 0

আমি K. M. Alauddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

GooooooooooooD BRO

tnx… Nihad vai

অপুর্ব! অপুর্ব ! সত্যি অপুর্ব! আমি পেশায় ওয়েব ডিজাইনার, কিছু interior ফার্মের সাইট ডিজাইন করেছি, ওনারা প্রায়াই বলতেন আমি ৩ডি max পারি কিনা। তখন বেশ লোভ হতো ইস যদি পারতাম! পরে আর হয়ে উঠলো না 🙁

    ধন্যবাদ সামির ভাই,
    এখন জিজ্ঞেস করলে বলে দিয়েন আমি পারি (হাহ হাহ হা…..)। আসলে একটা জবের অপেক্ষায় আছি…….

      @যাযাবর: হ্যা অবশ্যই আমরা একে অপরের জন্য কাজ করবো, ওয়েব ডিজাইন, ডোমেইন/হোষ্টিংর এর কাজের জন্য আমি আছি আপনার সাথে। স্মরন করবেন । আমি আমার interior client দের সাথে একটু খোজ নেব এখানো তাদের লোক লাগবে কিনা।

        @সামির কবির: @সামির কবির: চমৎকার বলেছেন “অবশ্যই আমরা একে অপরের জন্য কাজ করবো” ভাল লাগল আশাব্যাঞ্জক প্রতিউত্তর পেয়ে। কোন তথ্য পেলে জানাবেন। কৃতজ্ঞ হব।

awesome বস awesome বিশেষ করে সোফা গুলো এক কথায় proffesional মানের,

    মুরাদ ভাই,
    আরো কিছু করতে চেয়েছিলাম। কিন্তু লো কনফিগারের পি.সি তে এর বেশি আর পেরে উঠলাম না, দোয়া করবেন।

Level 0

অসাধারন হয়েছে।

    aktar01745 ভাই,
    কমেন্টস এর জন্য ধন্যবাদ

Level 0

অসাধারন হয়েছে! আমিও Auto Cad শিখেছি (2d & 3d) । Project করেছি একটা । 3d max শিখতে চাই । আপনার শিখার link গুলো পারলে একটু share করেন । আপনার অসাধারণ চেষ্টা, লেগে থাকা এবং কাজের জন্য শুভ কামনা রইল ।

ধন্যবাদ

Level 0

kivabe korlen se bapare likhen please

@ spaceled, sumon70 ভাই,
লিখব ভাই, লিখব। শুধু একটু সময় চাইছি………

অসাধারন !

hello bhai apne sudhu apnar ready dekhiye amader lov dekhai ke lab amader shikhan na pls

Level 0

ভাই খুব সুন্দর হয়েছে অসাধারন
আচ্ছা ভাই 3d এর সাহাজ্য কি বিজনেস কারড এর 3d স্টাইল করা জায়

    @kaif hasan: অবশ্যই যাবে। কিন্তু ভাই, বিজনেস কার্ডের 3d স্টাইল এর চেয়ে সহজে Adobe photoshop/illustratotor এই করতে পারবেন।

Level New

অনেক সুন্দর হয়েছে ভাই চালিয়ে যান আর আমাদের জন্য পারলে কিছু দিয়েন

ভাই এই কাজ এর জন্য কি configuration এর pc ব্যবহার করতে হয়? please janaben…

    @sohel_199885: হ্যা ভাই ইচ্ছা আছে দোয়া করবেন।@নামনাই: pentium-4 এও বেসিক বেসিক শিখতে পারবেন। তবে ইন্টারমিডিয়েট বা এডভান্সড লেভেলের কাজের জন্য হাই পারফরমেন্সের পিসি লাগবে। কোরটু ডুয়ো, 4 GB র‍্যাম আর amd 6450 গ্রাফিক্স কার্ড নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ করতে খুব হিমশিম খেতে হয় আর এডভান্সড লেভেলের কথাতো ভাবতেই কষ্ট হয়। তবে পিসি যাই হোক, কাজ শুরু করে দেন, দেখবেন শিখতে শিখতে পি. সি ও আপডেট হয়ে যাবে। শুভ কামনা রইল।

থ্রিডি নিয়ে আমি ও কিছুটা কাজ করেছি , তবে আমার কাজ ছিল মডেলিং , বিভিন্ন মানুষের মডেল তৈরি করা । আপনার লেখাটা পড়ে ভাল লাগলো , আপনার ইমেইল টা কি দেয়া যাবে ?

apnar kajer proti valobasa dakhe valo laglo.chalea jan.r kajer kotha vabchen keno?odesk achena!!koekta kaj okhane sample hisabe den bas hoe jabe.amar skill o kom,shikhchi but tao tuktak kaj korchi.
So kaj shikhchen,aro shikhben kajer chinta korte hobena ALLAHR ROHOMOTE.

    @nano3ddreams: ধন্যবাদ ভাই। সুন্দর কমেন্টস পেয়ে ভাল লাগল। ওডেস্ক আছে, কিন্তু তা বোধ হয় হাই পার্ফর্মেন্সের পিসি ওয়ালাদের জন্য………):D
    আর জব ছেড়ে ম্যাক্স নিয়ে বসেছিলাম তো, তাই এখন আবারো ব্যাস্ত হতে হবে……।

      @যাযাবর: Are nah vai.amar output mutamuti apnar motoi,kichu khatre aro kharap tao to kaj korchi.R sob kajer jonne to high pc lagena.Odesk e onek rokom kaj ase 3d er.Odesk or Freelancing kortei hobe emon kotha na,just kaj paile utsaho ta bare.

        @nano3ddreams: @deenu: @যাযাবর: @nano3ddreams: যদি কিছু মনে না করেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইছি। উপরের কমেন্টসে আমার মেইল id আছে একটা মেইল পেলে খুশি হব।

Level 2

শুধুই লোভ লাগল। কিন্তু আমি এগুলোর কিছু পারি না। আমি যা পারি তা হলো Photoshop & Illustrator. আশা করি ভবিষ্যতে Tutorial দিবেন। ধন্যবাদ।

    @deenu: লোভ তো ভাই আমারো লাগছে, আমি illustrator জানিনা, আপনি জানেন……………!!
    ইচ্ছে আছে টিউটোরিয়াল করবার। দোয়া করবেন।

আপনার ছবি গুলো দেখে অনেক আগের কথা মনে পড়ল । আমার এক বন্ধু ছিল যে 3D ম্যাক্স পারত । একদিন তাকে আমার কম্পিউটারের সাধারণ পেইন্ট option থেকে করা আমার 3D ছবিটি দেখালাম । সে বেশ অবাক হলো ছবিটি দেখে । ছবিটি প্রায় আপনার প্রথম ছবিটির কাছাকাছি তবে আপনারটার মত অত সুন্দর না । আমি 3D max পারি না তবে আপনার ছবি গুলো দেখে নতুন করে আগ্রহ তৈরী হলো ।

Level 2

অসাধারন হয়েছে।

একি দেখালেন ভাই। অসাধারন। ”রৌদ্রজ্বল দিন “ ছবিটা সবচাইতে সুন্দর হয়েছে। চালিয়ে যান। ভবিষ্যতে যে কাজ গুলো করবেন সেগুলো দয়াকরে দেখাবেন। আর এগুলো আমাদের শিখালে খুব ভাল হত। ”সিম্পল লিভিং রুম “ ছবিটার জানালার বাহিরের দৃশ্যটা একটু বেশী সবুজ হলে মনে হয় দেখতে আরো ভাল হত।

    @Utpal Kumar Sarkar: গঠন মুলক সমালোচনা পেয়ে ভাল লাগল। আসলে লিভিং রুমের জানালায় transparent curtain ব্যাবহার করেছি কিন্তু transparency বেশি হওয়ায় পর্দাটা ঠিকমত আসেনি। কিন্তু , রেন্ডারে যে পরিমান সময় লাগে তাই আর রি রেন্ডার করিনি। আর ইচ্ছে আছে সময় করে সহজ ভাষায় নতুন দের জন্য কিছু লেখার। যেন আমার মত নিরুৎসাহিত হয়ে কাউকে শিখতে না হয়। সাথে থাকবেন আশা করি………….

সুন্দর হয়েছে।

living room তো পুরাই কোপা!

আপনার কাজ বেশ সুন্দর লাগলো। তবে অটোক্যাড, থ্রিডি ম্যাক্স অনেক দামী সফটওয়্যার (অটোক্যাড ৪০০০ ডলার), তাই এগুলোর বদলে পাশাপাশি ফ্রী এবং ওপেনসোর্স Blender ব্যবহার করতে পারেন। প্রায় একই আউটপুট পাবেন। পরিচিত একজন ইন্টেরিয়র ডিজাইনার তার সম্পুর্ন প্রফেশনাল কাজ করেন (তাঁর ফার্মের সকলেই ব্যবহার করে) এটা দিয়ে। ব্লেন্ডারের টিউটোরিয়াল নিয়ে উনারা একটা চমৎকার সাইট শুরু করেছেন। ব্লেন্ডার সম্পর্কে আউডিয়া পেতে সেখানে উঁকি দিতে পারেন। http://blenderdesh.com/

আপনাকে আমি একটা মেইল দিচ্ছি … …

Level 0

Jajabor vi onakai link gulo chayasilo ….apne kaj gulo jar tune dhakee onupranito hoisan sai link gulo share korlen na,,,,, apne to apnar kolic ar motoi korlen …asole kaj sikle kaw r shikate chai na..ai duniyar niom ,,nijar kaj nijkai sinkte hobe ..kaj gulo onak nice hoise…Ami Architechture ar ak jon student cad motamuti sas bt 3D max ar kaj sikbo duya korben…

    @Hemel20: আমি অটোক্যাড শিখেছিলাম ১ মাসেরও কম সময়ে। শুনলে হয়ত বিশ্বাস করতে চাইবেন না, সেটাও কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলনা। হ্যা তবে ব্যাপারটা মোটেও এমন ছিলনা যে কম্পিউটারের সামনে বসলাম অটোক্যাড ওপেন করলাম আর শেখা হয়ে গেল……!
    সে ক্ষেত্রে সাহায্য নিয়ে ছিলাম ইঞ্জিনিয়ার স্যামুয়েল মল্লিকের লেখা মাষ্টারিং অটো ক্যাডএর। অনেকেই বলেছিল কোন প্রতিষ্ঠান থেকে শিখতে, সার্টিফিকেট পেলে নাকি চাকরীর ক্ষেত্রে সুবিধা হবে।

    প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আমার কিন্তু কোন অসুবিধা হয়নি ক্যাড অপারেটর হিসেবে কাজ করতে। আর ম্যক্স এর ক্ষেত্রে ফটো রিয়েলিস্টিক ভিজুয়ালাইজেশনের কনসেপ্ট ক্লিয়ার করতে আমার সময় লেগেছে প্রায় আট মাস।
    কাজেই এখানে আপনার কথাই কোট করছি “nijar kaj nijkai sinkte hobe .” বেসিক শেখার ব্যাপারে সাহায্য পাবেন রাজীব আহমেদের 3ds Max বইটি থেকে।এ ছাড়াও আর ভিডিও টিউটোরিয়ালের ক্ষেত্রে সাহায্য নিতে পারেন লিনডা, টোটাল ট্রেনিং, ডিজিটাল টিউটর, ভিটিসি, কেলবি এদের প্রত্যেকেরই রয়েছে উন্নতমানের ভিডিও টিউটোরিয়াল। এছাড়াও খুজে দেখতে পারেন IDB বা বসুন্ধরায়।

    এহাসানুল ইসলাম লিখে টেকটিনসে সার্চ করলেই পেতেন এহসান ভাইকে। তবুও এই কষ্টটুকু ও যেহেতু করবেন না, তাই আমিই দিয়ে দিচ্ছি ওনার টিউন্স address https://www.techtunes.io/tuner/ehsancgfx

    আশা করি এবার আর করবেন না………

Level 0

অনেক সুন্দর হয়েছে কাজ গুলো। নেশা ধরা একটা কাজ। রাত ১২:৩০ টায় বসতাম আর ঠিক ৪:৩০ টা কি ৫টায় উঠতাম। আমার সব চেয়ে ভালো লাগে maya 3d paint feature টা।

    @laabib: ধন্যবাদ ভাই। আপনার ভুতটাই বোধ হয় আমায় ধরেছিল। যতক্ষন কারেন্ট আছে ততক্ষনই পি.সি অন……..

খুবি ভাল হয়েছে … আমার মাঝে মাঝে অনেক কাজ জমে যায় , মাঝে মাঝে টুকটাক কাজ দিতে পারি … স্কাইপে থাকলে এড দেন … skype ID : ehsan.gfxgfx.admin

Level 0

niceeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

যাযাবর ভাই,
সত্যিই মুগ্ধ হলাম।
Vray টা প্রয়োজন ছিল। যদি একটু দিতেন উপকার হতো। উইন্ডোজ ৭ (৩২ বিট) চালাই।

    আপনার 3ds max এর ভার্সন টা বলুন, চেষ্টা করব সাহায্য করতে