হতাশ হয়ে টিউটোরিয়াল আর তৈরি করবো না বলে ঠিক করেছিলাম। আপনাদের এত কম রেসপন্স পেয়েতো টিউটোরিয়াল চালিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। প্রতিটা পর্ব তৈরি আপলোড ইত্যাদি করতে ১ ঘন্টার মতো সময় লেগে যায়। অথচ সেই তুলনায় রেসপন্স পাই না বললেই চলে। আমার ফেসবুক ফ্যানপেজে সবাই অনুরোধ করার কারণে টিউটোরিয়াল তৈরি করা আবার শুরু করেছি। আশা করছি এবার আর হতাশ করবেন না।
এখন পর্যন্ত আমার ভিডিওগুলো ৫২০০+বার দেখা হয়েছে। আশা করি সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করে সেই সংখ্যা আরো বৃদ্ধি করতে সাহায্য করবেন। 🙂
যারা এখনো জানেন না কিভাবে ইউটিউব ভিডিও ব্রাউজ করতে হবে এবং ডাউনলোড করতে হবে তারা দেখুন এই পোস্ট।
গত ৩০ পর্বের মাধ্যমে ব্যসিক লেভেলের ভিডিও টিউটোরিয়াল তৈরি শেষ হয়েছে। এখন থেকে এডভান্স লেভেলের ভিডিও শেয়ার করা হবে। সাথেই থাকুন। 🙂
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
টিউটোরিয়ালে রেসপন্স পাওয়া যায় না এইটা একটা সমস্যা ,আমি বুঝি না মানুষ কেন কমেন্ট করতে চায় না যদি সে উপকৃত হয়ে থাকে! হাসান ভাই , আমি অন্য নিয়মে টিউটোরিয়ালগুলো ডাউনলোড করি জানিনা এতে ইউটিউব হিট বারে কি না(সাধারনত http://www.এর পড়ে pwn লিখে তারপর url টি দিয়ে ডাউনলোড করি ) জানাবেন এ নিয়মে ইউটিউব ভিউ বারে কি না।
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাই ঠিক বলেছেন যদি ইউটিউব আগের মতো খোলা থাকতো তো আরো অনেক মানুষ আপনার এই টিউটোরিয়াল থেকে উপকৃত হতো আসলে আপনিও টিউটোরিয়াল শুরু করলেন আর ইউটিউবেও ঠাটা (বাজ) পড়লো 😉
hasan vai apnake oenk donnobad vai asole amader response na dewar karone apnader agroho haria jai, sorry hasan vai ontoto ami feedback debo, ar sobike bolbo apnara ai sob vaider feedback den karon tara onek kosto kore tune gulo create kore.
অনেক অনেক ধন্যবাদ ভাই। তবে আমি যখনই ডাউনলোড করতে গিয়ে খুবই প্রব্লেমে পড়ছি। আপনার কাছে কি youtube এ ঢোকার কোন ভালো উপায় জানা আছে? যদি থাকে তবে এখানে যদি দিতে না পারেন আমার মেইলে একটু দেন। আমি ip hider , proxy server অনেক কিছু ব্যবহার করেছি। কিন্তু পারছি না।
রেসপন্স কম হলে আসলেই খারাপ লাগে। তারপরও সেবার মহান ব্রত নিয়ে আপনি এগিয়ে যাবেন-এটাই সবার কাম্য। আর আমিও ফটোশপে অতো এক্সপার্ট না। পিসিতে ইংলিশ-বাংলা অনেক ভিডিও আছে এটার উপর। কিন্তু সময়ের অভাবে(মতান্তরে চরম আলসেমির কারনে) দেখা হয় না। আপনার ভিডিওগুলোও নামিয়ে রাখব ভাবছি। বাইরে থেকে দেখেই বোঝা যায় যে ভাল হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন ?? photoshop tuto-49 পর্যন্ত আমি ডাউনলোড করেছি। আপনার tutorial গুলো আমার কাছে অনেক ভাল লাগে। আপনি নিয়মিত টিউন করে যান আমি আপনার সাথে আছি। ভাই আমার illustrator cs6 এর tutorial লাগবে। যদি আপনার সন্ধানে থাকে তাহলে লিঙ্ক দেওয়ার জন্য অনুরধ করছি।
হাসান যোবায়ের (আল-ফাতাহ্)@ via apni ki amake akto help korte parben jodi korten tahole kub valo hoto amar liberty reserve kisu dollar ase ami sagolo sell korte chai prai $76 dollar amake akto help korben ki .ami ai techtunes a search diya oneck number a call diyasi kinto tara call dorana .apnar jana mote keo jodi thake tahole doya kore akto help korben ami apnar kase ai asa rakhi amar skype number hosse kousar1222 .
টিউটোরিয়ালে রেসপন্স পাওয়া যায় না এইটা একটা সমস্যা ,আমি বুঝি না মানুষ কেন কমেন্ট করতে চায় না যদি সে উপকৃত হয়ে থাকে! হাসান ভাই , আমি অন্য নিয়মে টিউটোরিয়ালগুলো ডাউনলোড করি জানিনা এতে ইউটিউব হিট বারে কি না(সাধারনত http://www.এর পড়ে pwn লিখে তারপর url টি দিয়ে ডাউনলোড করি ) জানাবেন এ নিয়মে ইউটিউব ভিউ বারে কি না।